২০১৬ সালের এসএসসি (SSC) নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাই কোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট। এই রায়ের ফলে প্রায় ২৬,০০০ চাকরি বাতিল হয়ে গেল। বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর দাবি, দুর্নীতির দায়ে যাঁরা চাকরি পেয়েছিলেন, তাঁদের রক্ষা করতে গিয়ে যোগ্য প্রার্থীদের বলি দেওয়া হল।