রাজ্যজুড়ে এখন শীতের মরসুম। ভোরে এবং রাতের দিকে বেশ জাঁকিয়ে ঠান্ডা পড়ছে। আর শীতকাপড় গায়ে চাপিয়ে এমন আবহাওয়া জমিয়ে উপভোগ করছে সাধারণ মানুষ। প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা মোটের উপর ১৫ ডিগ্রির আশপাশেই রয়েছে। তবে চলতি সপ্তাহে পারদ আরও কিছুটা নামার সম্ভাবনা রয়েছে বলেই হাওয়া অফিস সূত্রে খবর।