MOTN Survey 2025: বিরোধী নেতা হিসেবে রাহুল গান্ধীর পারফরম্যান্সকে ১৬ শতাংশ মানুষ গড়পড়তা, ১৫ শতাংশ মানুষ খারাপ এবং ১২ শতাংশ মানুষ খুব খারাপ বলেছেন। অর্থাৎ ৫০ শতাংশ মানুষ তাঁর পারফরম্যান্সকে ভালো বা খুব ভালো বলেছেন এবং খারাপ বা খুব খারাপ বলেছেন ২৭ শতাংশ।