'মুড অফ দ্য নেশন' সমীক্ষায় মোট ২ লক্ষ ৬ হাজার ৮২৬ জনের মতামত নেওয়া হয়েছে। ১ জুলাই থেকে ১৪ অগাস্ট পর্যন্ত দেশের সমস্ত রাজ্য এবং লোকসভা কেন্দ্রে বিভিন্ন বয়স বর্ণ, ধর্ম, লিঙ্গের ৫৪ হাজার ৭৮৮ জন অংশগ্রহণ করেছেন এই সমীক্ষায়। গত ২৪ সপ্তাহে ১ লক্ষ ৫২ হাজার ৩৮ জনের কাছ থেকে নেওয়া উত্তর বিশ্লেষণ এতে অন্তর্ভুক্ত। এই পরিসংখ্যান ৩ শতাংশ থেকে ৫ শতাংশ এদিক-ওদিক হতে পারে।
4 crore Rupee Cannabis Recovered: কাস্টমস ও সিআইডি ক্রাইমের যৌথ অভিযানে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। পাচারকারীরা প্রতিবার আলাদা আলাদা কৌশল ব্যবহার করত। এবারও গাঁজাগুলি এয়ারটাইট প্যাকেটে লুকিয়ে আনা হয়েছিল, কিন্তু কাস্টমস ও পুলিশ তা ধরে ফেলে।
MOTN Survey 2025: বিরোধী নেতা হিসেবে রাহুল গান্ধীর পারফরম্যান্সকে ১৬ শতাংশ মানুষ গড়পড়তা, ১৫ শতাংশ মানুষ খারাপ এবং ১২ শতাংশ মানুষ খুব খারাপ বলেছেন। অর্থাৎ ৫০ শতাংশ মানুষ তাঁর পারফরম্যান্সকে ভালো বা খুব ভালো বলেছেন এবং খারাপ বা খুব খারাপ বলেছেন ২৭ শতাংশ।
RSS-এর ১০০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত একটি সাংবাদিক সম্মেলনে অংশ নেন মোহন ভাগবত। তিনি সেখানে বলেন, 'ভারতের জনসংখ্যা নীতিতে ২.১ সন্তানের কথা বলা হয়েছে। যার অর্থ একটি পরিবারে তিনটি সন্তান। প্রতিটি নাগরিকের এটা নিয়ে ভাবা দরকার। দেশের মানুষের তিনটি সন্তান নেওয়ার কথা বিবেচনা করা উচিত।'
১ জুলাই থেকে ১৪ অগাস্ট ২০২৫ সালের মধ্যে দেশের সমস্ত রাজ্য এবং লোকসভা কেন্দ্রে এই সমীক্ষাটি চালানো হয়েছিল। প্রতিটি বয়স, বর্ণ, ধর্ম, লিঙ্গের ৫৪ হাজার ৭৮৮ জন মানুষ এতে অংশগ্রহণ করেছিলেন।
100 years Of RSS: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ উদযাপনের শেষ দিনে, RSS প্রধান মোহন ভাগবত বেশ কয়েকটি বিষয়ে RSS-এর অবস্থান স্পষ্ট করেছেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় ভাগবত বলেন, কেবল বর্তমান সরকারের সঙ্গেই নয়, প্রতিটি সরকারের সঙ্গে আমাদের ভালো সমন্বয় রয়েছে। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সঙ্গে সম্পর্কের বিষয়ে আরএসএস প্রধান ভাগবত বলেন, 'কোথাও কোনও ঝগড়া নেই। তবে সব বিষয়ে একমত হওয়া সম্ভব নয়। আমরা সবসময় একে অপরের উপর বিশ্বাস করি।'
২০২৫ সালের ভাদ্র মাসের পূর্ণিমায় বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছে গোটা বাংলা। ৭ সেপ্টেম্বর রবিবার রাত থেকে ৮ সেপ্টেম্বর ভোর পর্যন্ত আকাশে দেখা যাবে পূর্ণ চন্দ্রগ্রহণ, অর্থাৎ রক্তচন্দ্র। খালি চোখেই এই দৃশ্য দেখা সম্ভব হবে, যা পর্যবেক্ষক ও সাধারণ মানুষদের জন্য এক অনন্য অভিজ্ঞতা হয়ে উঠবে।
প্রধানমন্ত্রী মোদীর পরে বিজেপিতে প্রধানমন্ত্রী পদের প্রার্থী হিসাবে তিনটি মুখ রাখা হয়েছিল। সার্ভেতে দেখা গিয়েছে যে ২৮ শতাংশ মানুষ অমিত শাহকে পছন্দ করেছেন। এইভাবে, জনসাধারণের দিক থেকে তিনি এই দৌড়ে এগিয়ে রয়েছেন।
সেই রিপোর্টে উল্লেখ, সম্ভলে এখন মাত্র ১৫ শতাংশ হিন্দু সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। অথচ স্বাধীনতার সময় সম্ভলের পুরসভা এলাকায় সেই জনসংখ্যা ছিল প্রায় ৪৫ শতাংশ। অর্থাৎ উল্লেখযোগ্য হারে ওই এলাকায় হ্রাস পেয়েছে হিন্দু বসবাসকারীর সংখ্যা।
গ্রীষ্মকালে গঙ্গার প্রবাহ নিয়ে আইআইটি-রুরকি একটি গবেষণা করে। এই গবেষণায় দেখা গেছে যে গ্রীষ্মকালে হিমালয়ের পাদদেশ থেকে পটনা পর্যন্ত গঙ্গার প্রবাহ হিমবাহ গলে যাওয়ার কারণে নয় বরং ভূগর্ভস্থ জলের কারণে ঘটে।
৪৪৪২ কেজি আকারের বিশাল লাড্ডু। গণেশ পুজোয় ভোগ অর্পণ করলেন ভক্তরা। আন্দামানের এই পুজোয় ২০২২ সালে লাড্ডুর আকার ছিল ৪২১ কেজি। ২০২৩ সালে সেটা বেড়ে হল এক ১০০৯ কেজি। ২০২৪ সালে ২১৪৪ কেজি। ২০২৫ সালে হল ৪৪৪২ কেজি।