কর্মচারীদের অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) শর্তাবলী (terms of reference) পেশের ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকার। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইকে এই কমিটির চেয়ারপার্সনের দায়িত্ব দেওয়া হয়েছে।
রাজস্থানের প্রশাসনে দুর্নীতির এক রোমহর্ষক ঘটনা প্রকাশ্যে এসেছে। দুর্নীতি দমন ব্যুরো (ACB) এমন এক কেলেঙ্কারির পর্দাফাঁস করেছে, যা সিনেমার গল্পকেও হার মানায়। এক সরকারি আধিকারিক নিজের স্ত্রীকে এক নয়, দুটি বেসরকারি সংস্থায় চাকরি পাইয়ে দিয়েছিলেন। অথচ তিনি কখনও অফিসে পা পর্যন্ত রাখেননি। তবুও পাঁচ বছরে তাঁর অ্যাকাউন্টে জমেছে প্রায় ৩৭.৫৪ লক্ষ টাকা।
গুজরাতের সুরাটের সমুদ্র সৈকতে আটকে গেল একটি লাল টুকটুকে মার্সিডিজ গাড়ি। শেষ পর্যন্ত ক্রেন নিয়ে এসে গাড়িটি টেনে বার করা হয়। বহুমূল্য গাড়ি উদ্ধার হওয়ায় আনন্দে উল্লাস করে ওঠেন গাড়ি মালিকরা।
ইতিহাসে এই প্রথমবার, এক ভয়ঙ্কর ক্যাটাগরি–৫ ঘূর্ণিঝড়ের ভেতর থেকে ভিডিও রেকর্ড করা হল। ভয়াল ঘূর্ণিঝড় ‘মেলিসা’-র এই দৃশ্যটি ভিডিও বন্দি করেছে আমেরিকার বায়ুসেনার একটি বিশেষ বিমান। ঝড়ের তীব্র হাওয়া, ঘূর্ণির কেন্দ্র আর বজ্রপাতের মুহূর্ত, সবই ধরা পড়েছে সেই ভিডিওয়। বিজ্ঞানীদের মতে, এই ধরনের ভিডিও ভবিষ্যতে ঘূর্ণিঝড়ের গতিপথ ও শক্তি বোঝার ক্ষেত্রে বড় সাহায্য করবে। তবে এমন বিপজ্জনক পরিস্থিতিতে রেকর্ড করা এই ফুটেজ দেখে বিশ্বজুড়ে গবেষক ও আবহাওয়াবিদরা একে বলছেন, মানবসাহস ও প্রযুক্তির এক ঐতিহাসিক সাফল্য।
বাংলা ও বিহার দু জায়গাতেই ভোটার তালিকায় নাম প্রশান্ত কিশোরের। একই ব্যক্তির কীভাবে দুজায়গায় নাম? দায় নির্বাচন কমিশনের দিকে ঠেললেন প্রশান্ত। বললেন, গত তিন বছর ধরে আমি বিহারের ভোটার।
দিল্লির আকাশে সফলভাবে ক্লাউড সিডিং (Cloud Seeding) বা কৃত্রিম বৃষ্টি ঘটাল আইআইটি কানপুর (IIT Kanpur)। সংস্থার বিজ্ঞানীরা জানান, প্রায় ২৫ নটিক্যাল মাইল লম্বা ও ৪ নটিক্যাল মাইল চওড়া আকাশপথে এই পরীক্ষা চালানো হয়, যার পরিসর ছিল খেখরা থেকে বুরারির উত্তরে পর্যন্ত। দুপুর ১২টা ১৫ মিনিটে আইআইটি কানপুরের রানওয়ে থেকে একটি সনা বিমান ওড়ানো হয়, যার লক্ষ্য ছিল রাজধানীর আকাশে কৃত্রিম বৃষ্টি সৃষ্টি করা। সকাল থেকেই আবহাওয়া পর্যবেক্ষণ করে বিশেষজ্ঞরা প্রস্তুত ছিলেন। প্রথম দফায় বিমানটি মাটি থেকে প্রায় ৪,০০০ ফুট উচ্চতায় ছয়টি ফ্লেয়ার ছাড়ে, যা ১৮.৫ মিনিট ধরে জ্বলতে থাকে। বিজ্ঞানীদের আশা, এই সফল পরীক্ষা ভবিষ্যতে বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও খরাপ্রবণ এলাকায় বৃষ্টির সম্ভাবনা বাড়াতে সাহায্য করবে।
উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগরে প্রাক্তন বিজেপি বিধায়ক রাঘবেন্দ্র সিংয়ের এক বিতর্কিত মন্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে তাঁকে সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য দিতে দেখা গেছে। বক্তব্যে তিনি একটি নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করে বলেন, 'ওরা আমাদের দুই মেয়েকে নিয়ে গেছে, তোমরা ১০ জন মুসলিম মেয়েকে নিয়ে এসো।'
ঘূর্ণিঝড় মন্থা যত ল্যান্ডফলের দিকে এগোচ্ছে ততই বাংলার আবহাওয়ারও বদল ঘটছে। মঙ্গলবার দুপুরের পর থেকেই কলকাতায় আংশিক মেঘলা আকাশ। সময় যত এগোবে রাজ্যের আবহাওয়ার অবনতির আশঙ্কা বাড়ছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অষ্টম পে কমিশনের শর্তাবলিতে (Terms of Reference) অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার। এতে প্রায় ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারীর বেতন সংশোধন করা হবে। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, অষ্টম বেতন প্যানেল ১৮ মাসের মধ্যে সুপারিশ জমা দেবে। ১ জানুয়ারি, ২০২৬ থেকে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।
পাক সেনা নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘন করল। সূত্রের খবর অনুযায়ী, জম্মু ও কাশ্মীরের লিপা উপত্যকায় ২৬-২৭ অক্টোবরের মধ্যরাতে পাকিস্তান ছোট অস্ত্র ব্যবহার করে। এবং মর্টার শেল বিস্ফোরণ করে। পাশাপাশি ভারতীয় সেনা পোস্ট তাক করে গুলি চালায়।
বিতর্কে বিহারের জন সূরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর। সূত্রের খবর, বিহার ও পশ্চিমবঙ্গ এই দুই রাজ্যের ভোটার তালিকাতেই তাঁর নাম রয়েছে। যদিও প্রশান্ত কিশোরের এই নিয়ে এখনও কোনও মন্তব্য সামনে আসেনি