Biswakarma Puja Rashifal 2025: কিছু রাশির জন্য এই সময় হয়ে উঠবে ভাগ্যোদয়ের সূচনা? যে কাজে হাত দেবেন সে কাজেই সাফল্য আসবে। রাশিচক্রের ৪টি রাশিকে এই যোগ দারুণ লাভবান করে দেবে।ভাগ্য খুলবে এই ৪ রাশির
Pitru Paksha 2025 Rules: হিন্দু ধর্মে প্রয়াত পূর্বপুরুষদের শ্রদ্ধা জানানোর রীতি প্রচলিত আছে। পিতৃপুরুষরা প্রসন্ন হলে সৌভাগ্য লাভ করা যায়। প্রচলিত বিশ্বাস, পিতৃপক্ষে শ্রাদ্ধ শান্তি ও তর্পণ করলে পূর্ব পুরুষেরা খুশি হন এবং আশীর্বাদ করেন। তাঁদের কৃপায় জীবনের অনেক বাধা দূর হয়।
জ্যোতিষশাস্ত্র অনুসারে, সমস্ত সংখ্যার নিজস্ব বিশেষত্ব রয়েছে, যা একজন ব্যক্তির ভবিষ্যতের উপর গভীর প্রভাব ফেলে।
চলতি বছরের শুরুতে ১৪০ বছর পর কুম্ভমেলা অনুষ্ঠিত হয়েছে প্রয়াগরাজে। সেই কুম্ভমেলাই এবার পুজোর থিমে। কুম্ভকে ঘিরে রয়েছে পৌরাণিক কাহিনিও। শিল্পীর নিঁখুত হাতে মণ্ডপসজ্জায় ফুটে উঠেছে পুরাণ ও শিল্পের মেলবন্ধন। ৮৬ তম বর্ষে এবার আগরপাড়া তারাপুকুর আদি সর্বজনীন দুর্গোৎসব কমিটি।
Top 5 Lucky Zodiac Sign, 29 August 2025: ২৯ অগাস্ট, শুক্রবার ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথি এবং চাঁদের গোচর তুলা রাশিতে ঘটবে। দিনের দেবী হবেন মা লক্ষ্মী। এদিন গুরু চন্দ্রের সঙ্গে নবম পঞ্চম যোগ তৈরি করবে এবং স্বাতীর পরে বিশাখা নক্ষত্রের সঙ্গে ব্রহ্ম যোগ তৈরি হবে। এমন পরিস্থিতিতে, মা লক্ষ্মীর আশীর্বাদ এবং ব্রহ্ম যোগের সংযোগের কারণে মীন রাশি সহ ৫টি রাশির জন্য ভাগ্যবান হবে।
৪৪৪২ কেজি আকারের বিশাল লাড্ডু। গণেশ পুজোয় ভোগ অর্পণ করলেন ভক্তরা। আন্দামানের এই পুজোয় ২০২২ সালে লাড্ডুর আকার ছিল ৪২১ কেজি। ২০২৩ সালে সেটা বেড়ে হল এক ১০০৯ কেজি। ২০২৪ সালে ২১৪৪ কেজি। ২০২৫ সালে হল ৪৪৪২ কেজি।
নিজেকে সবচেয়ে বিখ্যাত অ্যাওয়ার্ড শোতে দেখার কল্পনা করেন? ভাবেন ফটোগ্রাফাররা আপনার পিছনে ছুটবেন? চান অসংখ্য ভক্ত সেলফি তোলার জন্য পিছনে দৌড়বে, অটোগ্রাফ চাইবে? এমন একটি জীবনযাপন করতে চান যা কেউ কল্পনাও করতে পারে না। এই দিবাস্বপ্ন দেখার আগে জানুন কোন রাশিরা জন্ম থেকেই বিখ্যাত হওয়ার ভাগ্য নিয়ে জন্মান। এরা সমাজে নাম করেন।
আজকের যুগে, অর্থের অভাব মানুষের সবচেয়ে বড় সমস্যা। হাজার হাজার বছর আগে, আচার্য চাণক্য এমন কিছু নীতি বলেছিলেন, যা গ্রহণ করে যে কোনও ব্যক্তি আর্থিকভাবে সমৃদ্ধ হতে পারে।
Chanakya Niti In Bengali: চাণক্যের সাফল্যের নীতিগুলি আধুনিক সময়েও প্রাসঙ্গিক। তাঁর উপদেশ মানলে একজন ব্যক্তি জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারে।
Ganesh Puja: সপ্তাহের সাত দিনই কোনও না কোনও দেবতা বা গ্রহের সঙ্গে সম্পর্কিত। এর মধ্যে বুধবার ভগবান গণেশ এবং বুধ গ্রহের উদ্দেশ্যে নিবেদিত। এবার গণেশ চতুর্থী বুধবারও পড়ছে।
গত ১২ বছর ধরে দেশের নানা প্রান্ত থেকে গণেশ মূর্তির বিরল সংগ্রহ তৈরি করেছেন ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার শুক্লাম্বর মিত্র। বাড়ি এবং অফিস মিলিয়ে প্রায় ৪০০ গণেশ। গণেশ চতুর্থীতে বেলেঘাটার বাড়িতে গণপতির পুজো করেন তিনি। এবার তাঁর বাড়িতে হাজির হয়েছিলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য।