স্ত্রীর ব্যক্তিগত ছবি তুলে ব্ল্যাকমেইল করার অভিযোগে এক বন্ধুকে নির্মমভাবে হত্যা করে দেহ টুকরো করার অভিযোগ উঠেছে গুজরাটের ভারুচে। এই ভয়ংকর হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত উত্তরপ্রদেশের বাসিন্দা শৈলেন্দ্র চৌহান। পুলিশ তদন্তে নিশ্চিত হয়েছে যে, শৈলেন্দ্র তার বন্ধু শচীন চৌহানকে খুন করে দেহ নটি টুকরো করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয়, যাতে শনাক্তকরণ না করা যায়।
শরীরে আলমারি জাতীয় কিছু পড়ে মারা গিয়েছে বোন। এমনটাই পুলিশকে জানিয়েছিল ভাই। বোনের মৃত্যুর কারণ নিয়ে কি মিথ্যে বলবে পরিবারের সদস্যরা, ঘুণাক্ষরেও টের পায়নি পুলিশ।
শিলিগুড়ির উত্তরকন্যা সংলগ্ন জঙ্গল থেকে এক নাবালিকার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত নাবালিকার বয়স ১৪ বছর বলে জানা গেছে। পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে বান্ধবীদের সঙ্গে তিনবাত্তি মোড়ে বিরিয়ানি খেতে যাওয়ার কথা বলে সে বাড়ি থেকে বের হয়।
সাতসকালে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারে শ্যুটআউট। গুলিবিদ্ধ তৃণমূল কর্মী। জানা যায়, গুলিবিদ্ধ মৃত ব্যক্তি প্রোমোটিংয়ের কাজের সঙ্গে যুক্ত ছিলেন। মৃতের নাম এনায়েতুল্লাহ ওরফে রেহান (৩৮)। ঘটনাস্থল থেকে একটি মদের বোতল উদ্ধার হয়। পুলিশ দেহটি উদ্ধার করে। তাঁর মাথায় গুলির ক্ষত পাওয়া গেছে বলে জানা গেছে। তিনি তৃণমূল কাউন্সিলর দেবযানি মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে স্থানীয়দের সূত্রে খবর।
পাথরপ্রতিমার ঢোলাহাটে বাজি বিস্ফোরণ কাণ্ডে গ্রেফতার কারখানার মালিক চন্দ্রকান্ত বণিক। তবে এখনও অধরা ভাই তুষার বণিক। চন্দ্রকান্তের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। সোমবার রাতে দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট থানা এলাকার দক্ষিণ রায়পুরের ৩ নম্বর ঘেরিতে বসত বাড়িতে বিস্ফোরণ ঘটে।
হাওড়া পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য এবং তৃণমূল নেতা রিয়াজ আহমেদের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে, যেখানে এক ব্যক্তি সিভিক ভলান্টিয়ারের পোশাক পরে চুরি করেছেন। সোমবার সকালে বেলুড় ভোটবাগান এলাকায় এই ঘটনা ঘটে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে।
বাগুইআটিতে যুবতীর রহস্যমৃত্যু। দেশবন্ধু নগরের একটি অভিভাজ আবাসনের ফ্ল্যাট থেকে উদ্ধার মণীষা রায়ের দেহ। পেশায় বার ডান্সার ছিলেন তিনি।
নিউটাউনের ইকো আরবান ভিলেজের কাছে ১৪ নম্বর ট্যাঙ্কের পাশে রবিবার গভীর রাতে সুশান্ত ঘোষ (৪৩) নামে এক টোটোচালকের রক্তাক্ত দেহ উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ব্যক্তিগত আক্রোশের জেরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ঘটনায় দুজন নাবালককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তারা দুজনেই মাধ্যমিক পরীক্ষার্থী।
এক চিকিৎসকের সঙ্গে মহিলাদের অশ্লীল ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ছবি ভাইরাল হতেই তুলকালাম পরিস্থিতি নদিয়ার শান্তিপুরের ফুলিয়া টাউনশিপ এলাকায়। যদিও এই ভাইরাল ছবির সত্যতা যাচাই করেনি আজতক বাংলা। জানা যায়, ওই এলাকায় একটি ফার্মেসিতে বিভিন্ন চিকিৎসকরা বসতেন। সেখানে অশালীন কাজ চালানো হত বলে অভিযোগ। অবশেষে এই ঘটনার পর্দা ফাঁস হয় সোশ্যাল মিডিয়ায়।
রাজ্যে ফের বাজি কারখানায় বিস্ফোরণ। এবার ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার ঢোলাহাট থানার রায়পুরের তৃতীয় ঘেরি এলাকা। শেষ খবর পাওয়া পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে।
Film director Sanoj Mishra Arrested: নির্যাতিতা তাঁর এফআইআরে বলেছেন যে, সনোজ তাঁর আপত্তিকর ছবি এবং ভিডিও তৈরি করেছে এবং প্রতিবাদ করলে সেগুলি প্রকাশ করার হুমকি দিয়েছে। এরপর বিয়ের অজুহাতে সানোজ তাকে বিভিন্ন স্থানে ডেকে নিয়ে শারীরিক সম্পর্ক করে এবং চলচ্চিত্রে কাজ দেওয়ার প্রলোভন দেয়।