সাউথ ক্যালকাটা ল'কলেজের মধ্যে ছাত্রীকে গণধর্ষণের ঘটনার ভিডিও দেখার হিড়িক পড়ে গিয়েছে নেট দুনিয়ায়। বর্বরোচিত ঘটনার ফুটেজ দেখতে গুগলে সার্চের সংখ্যা ক্রমশ বাড়ছে। ওই ভিডিও দেখার জন্য গুগলে নির্দিষ্ট কিছু কিওয়ার্ড রীতিমতো ট্রেন্ড করছে। কসবাকাণ্ডের খবর প্রকাশ্যে আসার পরই ওই ভিডিও দেখার চাহিদা বাড়ছে। গুগল ট্রেন্ডের ডেটায় এমনই ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে। উল্লেখ্য, ছাত্রীকে গণধর্ষণের সময় ভিডিও তুলেছিল এক অভিযুক্ত।
তৎকাল টিকিটে এজেন্টরাজ রুখতে পদক্ষেপ করে রেলওয়ে। আধার-ওটিপি ছাড়া কাটা যাচ্ছে না টিকিট। দুষ্প্রাপ্য তৎকাল টিকিটই এখন হাতের মুঠোয়। কিন্তু এবার অন্য বিপদ! টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপের বিভিন্ন অ্যাকাউন্টের মাধ্যমে ১ মিনিটের মধ্যে তৎকাল টিকিট কেটে দেওয়ার দাবি করা হচ্ছে। আধার ও ওটিপি দিলেই কেল্লাফতে! আর এখানেই গেরো। একবার তথ্য দিলেই তা চলে যাচ্ছে প্রতারকদের হাতে।
Kaliaganj Girls Hostel CCTV Scandal: স্নানের সময় গোপন নজরদারি! কালিয়াগঞ্জের হোস্টেলে সিসিটিভি ক্যামেরা নিয়ে বিস্ফোরক অভিযোগ আবাসিক ছাত্রীদের। তিন বছর ধরে স্নান করতে বাধ্য করা হচ্ছে খোলা কলপাড়ে, যেখানে সিসিটিভি লাগানো হয়েছিল। অভিযোগের তীরে প্রধান শিক্ষিকা, ওয়ার্ডেন ও এক হিসাবরক্ষকের দিকে—শিক্ষিকারাও পাশে দাঁড়ালেন ছাত্রীদের।
দুবাই ধনী, বিলাসী আর আকাশছোঁয়া আড়ম্বরের এক শহর। প্রতিরাতে এখানে আয়োজিত হয় হাই-প্রোফাইল পার্টি, যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভিআইপি অতিথি, ধনী ব্যবসায়ী, প্রভাবশালী রাজনীতিক ও সেলিব্রিটি উপস্থিত হন। কিন্তু এই পার্টিগুলোর একটি অংশ রয়েছে, যা গ্ল্যামারের মোড়কে লুকিয়ে আছে ভয়াবহ অন্ধকারে।
মধ্যপ্রদেশের এক ২৫ বছর বয়সী রূপান্তরিত নারী তাঁর প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগ এনেছেন। তাঁর দাবি, দীর্ঘ ১০ বছরের সম্পর্কের পরে প্রেমিক তাকে লিঙ্গ পরিবর্তনের জন্য মানসিকভাবে চাপ দেন। কিন্তু অস্ত্রোপচারের পরে সেই প্রেমিকই তাঁকে বিয়ে করতে অস্বীকার করেন।
দক্ষিণ কলকাতা আইন কলেজের ছাত্রী ধর্ষণের ঘটনায় গ্রেফতার হওয়া মনোজিৎ মিশ্রকে ঘিরে আরও বিস্ফোরক অভিযোগ সামনে এল। শুধু যৌন নিগ্রহই নয়, সহপাঠীদের উপর ভয়ঙ্কর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এক প্রাক্তন ছাত্র দাবি করেছেন, মনোজিৎ এবং তার চক্র কলেজে ত্রাসের পরিবেশ তৈরি করেছিল।
চার বছর ধরে কাজ করত একটি বাড়িতে। সেই বাড়িরই গৃহবধূ ও তাঁর ছেলেকে খুন করল পরিচালক। চাঞ্চল্যকর ঘটনাটি দিল্লির লাজপত নগরের। বুধবার সন্ধেবেলা রুচিকা (৪২) ও তাঁর ছেলে কৃষ (১৪)-কে খুন করে মুকেশ পাশওয়ান।
বুধবার সন্ধেবেলা। পুণের ওই অভিজাত আবাসনে একাই ছিলেন বছর বাইশের যুবতী। সন্ধেবেলা তাঁর বাড়িতে এক ডেলিভারি বয় আসে। জানায়,ব্যাঙ্ক থেকে একটি চিঠি আছে।
আইনজীবী হিসেবে আর প্র্যাক্টিস করতে পারবেন না কসবা গণধর্ষণ-কাণ্ডে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র। মনোজিতের লাইসেন্স বাতিল করল পশ্চিমবঙ্গ বার কাউন্সিল। কসবা ঘটনার পর তার বিরুদ্ধে উঠে আসে একগুচ্ছ অভিযোগ। নিজেরই কলেজের ছাত্রীকে গণধর্ষণের ঘটনার সাত দিন পর এই পদক্ষেপ নেয় পশ্চিমবঙ্গ বার কাউন্সিল।
অফিসের মহিলা সহকর্মীরা বাথরুমে থাকাকালীন অশ্লীল ভিডিও তুলত যুবক। হাতেনাতে ধরা পড়ল সে। তারপর গ্রেফতার পুলিশের হাতে। ঘটনা বেঙ্গালুরুর ইনফোসিস অফিসের ইলেকট্রনিক সিটি ক্যাম্পাসের।
কসবা আইন কলেজে গণধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সূত্র পেয়েছে পুলিশ। অভিযুক্তের শরীরে নির্যাতিতা তরুণীর নখের আঁচড়ের চিহ্ন পেয়েছেন চিকিৎসকরা। পুলিশি সূত্র জানাচ্ছে, এটা থেকে স্পষ্ট আক্রমণের সময় নির্যাতিতার সঙ্গে অভিযুক্তের মধ্যে প্রবল ধস্তাধস্তি হয়েছিল। এদিকে অভিযোগকারিণীর বয়ানের সঙ্গে পারিপার্শ্বিক তথ্য়প্রমাণ হুবহু মিলে যাচ্ছে। পাশাপাশি আলিপুর আদালতে শুনানির সময় সরকারি আইনজীবী সৌরিন ঘোষাল এক চাঞ্চল্যকর তথ্য সামনে আনেন। তিনি আদালতকে জানান, নির্যাতিতাকে সুস্থ করতে ইনহেলার ব্যবহার করা হয়নি, বরং উদ্দেশ্য ছিল আরও বেশি নির্যাতন চালানো।