স্বামীকে দিয়ে নিজের অফিসের মহিলা সহকর্মীকে ধর্ষণ! এমন ভয়ঙ্কর ঘটনা ঘটেছে রাজস্থানের উদয়পুরে। নির্যাতিতার অভিযোগপত্রে তিনজনের নাম- আইটি কোম্পানির সিইও জিতেশ সিসোদিয়া, এক্সিকিউটিভ হেড শিল্পা সিরোহি এবং তাঁর স্বামী গৌরব! কীভাবে স্বামীকে দিয়ে নিজের অধঃস্তনকেই রেপ করালেন শিল্পা? সিইওর জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন নির্যাতিতা। জ্ঞানশূন্য হয়ে যান। এর মধ্যে কী ঘটেছিল? সেই কাহিনি রেকর্ড করেছে গাড়ির ড্যাশক্যাম। ২০ ডিসেম্বর ছিল পার্টি। ২১ ডিসেম্বর রাত দেড়টা পর্যন্ত চলেছিল। মদ্যপান চলছিল। ওই নির্যাতিতাকে গাড়িতে বাড়ি ছেড়ে দিতে যান এক্সিকিউটিভ হেড শিল্পা। ছিলেন তাঁর স্বামী ও সংস্থার সিইও। মাঝপথেই পালাক্রমে ধর্ষণ করে শিল্পার স্বামী ও সিইও জিতেশ। সকালে উঠে নির্যাতিতা দেখেন, একটি কানের দুল, মোজা এবং অন্তর্বাস নেই। গোপনাঙ্গেও গভীর ক্ষত। অভিযুক্তের গাড়ির ড্যাশক্যাম দেখে পুলিশ জানতে পারে, ভোর পাঁচটা পর্যন্ত চলেছে নির্যাতন। মেডিক্যাল রিপোর্টেও তা স্পষ্ট। তিন অভিযুক্তকেই গ্রেফতার করেছে পুলিশ।