Tiger Census: বন দফতর সূত্রে জানা গিয়েছে, বাঘের গতিবিধি নজরে রাখতে এবার ব্যবহার করা হবে শতাধিক ট্র্যাপ ক্যামেরা। বনকর্মীদের পাশাপাশি আধুনিক প্রযুক্তির সাহায্যেই এই শুমারি সম্পন্ন করা হবে। সমতল ও পাহাড় মিলিয়ে বিস্তৃত এই জঙ্গল এলাকায় বাঘের উপস্থিতি ও চলাচলই মূলত খতিয়ে দেখা হবে।
'মমতাদিদিকে আত্মসমীক্ষা করতে হবে। আরজি কর কলেজের ঘটনা অস্বীকার করেছিলেন। মেসির ঘটনাও এড়াতে চাইছেন। এটা চিন্তার বিষয়'। বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
'ক্ষয়িঞ্চু জনপ্রিয়তা। ফুটো জাহাজ। এপ্রিল মাসে সখাত সলিলে যাবে। তার আগে কার্বাইড দিয়ে কাঁঠাল ও আমা পাকানোর মতো মেসিকে দিয়ে খেলা হবে বলাতে চেয়েছিলেন'। বললেন শুভেন্দু অধিকারী।
'শতদ্রুর আগে অরূপ বিশ্বাসকে গ্রেফতার করতে হবে। মুখ্যমন্ত্রীকে গাড়ি ঘুরিয়ে পালাতে হয়েছে। ভোটের আগে লোক দেখাতে শতদ্রু দত্তকে গ্রেফতার করেছে পুলিশ। অবিলম্বে টিকিটের টাকা ফেরত দিতে হবে'। বললেন শুভেন্দু অধিকারী।
'খেলা হল একটা দেশের সফট পাওয়ার। ২১১টা দেশে খবরটা ছড়িয়ে গিয়েছে। এটা ব্যক্তির বা রাজনৈতিক দলের ক্ষতি নয়। পশ্চিমবঙ্গে আন্তর্জাতিক খেলার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে এই ঘটনা। ভারত কমনওয়েলথ গেমস আয়োজন করছে'। বললেন কল্যাণ চৌবে।
পূর্ব রেলওয়ের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ১৫ ডিসেম্বর থেকে ১০ দিন ৪ ঘণ্টা করে পাওয়ার ব্লক থাকবে ব্যাণ্ডেল-কাটোয়া শাখায় এবং ১৬ ডিসেম্বর থেকে ৫ দিনের জন্য পাওয়ার ব্লক থাকবে সাড়ে ৩ ঘণ্টার জন্য।
কলকাতায় লিওনেল মেসির অনুষ্ঠানে অব্যবস্থাপনার তীব্র সমালোচনা করেছেন প্রাক্তন ভারতীয় ফুটবল অধিনায়ক বাইচুং ভুটিয়া। 'GOAT ইন্ডিয়া ট্যুর ২০২৫' চলাকালীন সল্টলেক স্টেডিয়ামে বিশৃঙ্খলা নিয়ে ভুটিয়া বলেন,'এটা দুর্ভাগ্যজনক। 'ভিআইপি সংস্কৃতি' ছিল। ভিআইপিদের সামলাতে বেশি সমস্যা হয়েছে আয়োজকদের'।
কেন মেসিকে নিয়ে মাঠেই এমন বিশৃঙখ্লার সৃষ্টি হল? কী কারণে সারা দেশের সামনে লজ্জার এমন নজির সৃষ্টি করল কলকাতা? তা নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ।
আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসির কলকাতা অনুষ্ঠানের সময় স্টেডিয়ামে যে বিশৃঙ্খলা দেখা দিয়েছিল তাতে চরম হতাশ প্রাক্তন ভারতীয় ফুটবল অধিনায়ক ভাইচুং ভুটিয়া। ভুটিয়া বলেন, আয়োজকদের নিশ্চিত করা উচিত যে এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়, কারণ এগুলি দেশের ভাবমূর্তি নষ্ট করে।
Gold Price: এই সপ্তাহে সোনা ও রুপোর দাম তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। দেশীয় বাজারে সোনার দাম এ বছর এখন পর্যন্ত ৬৫% বৃদ্ধি পেয়েছে। দেশীয় সোনা ও রুপোর দাম দেশীয় এবং আন্তর্জাতিক উভয় কারণের দ্বারা প্রভাবিত হয়।
ধীরে ধীরে জাঁকিয়ে বসছে শীত। ভোরে ও রাতে শিরশিরে ঠান্ডা টের পাচ্ছেন কলকাতা সহ রাজ্যবাসী। ১৫ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে শহর কলকাতার পারদ। সোমবার থেকে শুরু হওয়া নতুন সপ্তাহে তাপমাত্রার পারদ আরও নামতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ইতিমধ্যেই রাজ্যের পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় রাতের দিকে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে গিয়েছে। আগামী কয়েকদিন কেমন থাকবে বাংলার প্রতিটি জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।