Suvendu Adhikary On SSC Recruitment Scam: সুপ্রিম কোর্টের নির্দেশকে গুরুত্বপূর্ণ বলে দাবি করেন বিরোধী দলনেতা। তার কারণ হিসেবে তিনি বলেন, "যখন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৭ হাজার অযোগ্য চিহ্নিত করেছিলেন। ২৬ হাজারের চাকরি বাতিলের সিদ্ধান্ত নেননি। এই মুখ্য়মন্ত্রী তাঁর দম্ভ-অহঙ্কার নিয়ে এবং ভাইপোর নেতৃত্বে টাকা তোলা হয়েছিল তাই, এই বিষয়ে মুখ্যমন্ত্রীর গোঁ ছিল তাঁরা অযোগ্যদের চাকরি দেননি।
কলকাতা মেট্রোর যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করল কর্তৃপক্ষ। শনিবার রাত থেকে রবিবার বিকেল পর্যন্ত দক্ষিণ অংশের একাধিক স্টেশনে পরিষেবায় প্রভাব পড়তে চলেছে। যাত্রীদের ভোগান্তি হলেও মেট্রো জানিয়েছে, বিকল্প পরিষেবা চালু রেখে সমস্যাকে যতটা সম্ভব কমানোর চেষ্টা করা হবে।
ইডির সমনে বৃহস্পতিবার কলকাতায় মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার পিসি তথা তৃণমূল কাউন্সিলর মায়া সাহা। জিজ্ঞাসাবাদের আগে তিনি বলেন,'দুনীর্তির টাকা আমার অ্যাকাউন্টে নেই। জোরগলায় বলছি, কোনও দুর্নীতি করিনি।' তিনি আরও বলেন, 'আমার স্বামী ৪০ বছর ধরে ব্যবসা করেন। এটা স্বামীর টাকা'।
শহর ও শহরতলী, উভয় জায়গাতেই আজকাল দাপিয়ে বেড়াতে দেখা যাচ্ছে ই-রিকশা। পারমিট লাগে না এই রিকশা চালাতে। ফলে এদের সহজেই ধরপাকড় করতে পারবে না সরকার। সেক্ষেত্রে কোন পদক্ষেপে তাদে দৌরাত্ম্য রুখবে পরিবহণ দফতর? জানিয়ে দিলেন মন্ত্রী।
'ললিপপ সরকার'। কেন্দ্রকে এই ভাষাতেই কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,'বিডিও, পুলিশকে ভয় দেখাচ্ছে। আমি বলছি, নির্বাচন কমিশন আসে যায়। আয়ু তিনমাস। ভান্ডার আমার কাছেও আছে। আপনাদের দুর্নীতির ভান্ডার ফাঁস করে দেব'।
'বামপন্থীগুলো বিজেপির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়েছে। কেরলে পাঠ্যবইয়ে নেতাজিকে নিয়ে বলেছে ব্রিটিশদের ভয়ে পালিয়ে গিয়েছে। আগে নেতাজিকে বুর্জোয়া বলত। স্বাধীনতার পতাকা তুলত না'। তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভায় মমতার নিশানায় বামেরা।
অভিষেক বারবার নিশানা করলেও তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের ভাষণে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গেল না কংগ্রেসের নাম। সমালোচনার তালিকায় বাম-বিজেপি অগ্রাধিকার পেয়েছে। তবে কংগ্রেসকে এদিন সরাসরি নিশানা করেননি তিনি। তবে কি বাংলায় বিধানসভা নির্বাচনের পূর্বে এ কোনও বড় ইঙ্গিত?
কলকাতার মেট্রো মানেই দ্রুত যাতায়াতের ভরসা। কিন্তু নীল লাইন ধরে যাত্রীদের সেই অভিজ্ঞতা এখন দুর্বিষহ। নিত্যযাত্রীরা বলছেন, প্রতিদিনই ট্রেন ১৫–২০ মিনিট দেরিতে চলছে। প্রতিটি স্টেশনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে মিনিটের পর মিনিট। কারণ সামনের প্ল্যাটফর্ম খালি হতে দেরি হচ্ছে, ফলে ট্রেন ছাড়াও দেরিতে।
'রোজ কোর্টে গিয়ে নিয়োগে, ভর্তিতে বাধা দেয়। আমি দুঃখিত জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার ফলপ্রকাশে দেরি হয়েছে। এতে আমাদের দোষ নেই। যারা কোর্টে কেস করে, তারাই আমাদের নামে নিন্দা করে। এটা দুনম্বরি'। জয়েন্টের ফলপ্রকাশে বিলম্ব নিয়ে বিরোধীদের নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
'আশুতোষ কলেজের ছাত্র ভোটের সময় স্টেন গান, পাইপ গান নিয়ে তাড়া করেছিল। হাজরার মোড়ে ডান্ডা মেরে মেরে ৪৬টা সেলাই করতে হয়েছিল। বাঁ হাতের হাড় নেই। গার্ডেনরিচে গুলি চালিয়েছিল। গাড়ির কাচ চোখে ঢুকল'। সিপিএম জমানার কথা মনে করিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
পুজোর আগে চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় উপহার নবান্নের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চুক্তিভিত্তিক গ্রুপ-ডি কর্মীদের ভাতা বাড়াচ্ছে নবান্ন। আগে ভাতা ছিল ২ হাজার। এবার থেকে তা বেড়ে হচ্ছে ৫ হাজার টাকা। অর্থাৎ তাদের ভাতা একধাক্কায় ৩ হাজার টাকা বাড়ছে। চলতি বছরের ১ অগস্ট থেকে এই নয়া ভাতা কার্যকর হবে বলে জানানো হয়েছে।