এসএসসি-র শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চূড়ান্ত রায় দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে জানিয়ে দিল, ২০১৬ সালের পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হলো। ফলে ২৫,৭৫৩ জনের চাকরি খারিজ হয়ে গেল।
প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়ে দিল, পুরো প্যানেল বাতিল করা হল। অর্থাৎ কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল তাই বহাল রাখল সর্বোচ্চ আদালত। গত ফেব্রুয়ারি মাসে এই মামলার শুনানি শেষ করে রায় স্থগিত রেখেছিল শীর্ষ আদালত। বৃহস্পতিবার সেই রায় দিয়েই চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ কার্যত নির্ধারণ করে দিল দেশের সর্বোচ্চ আদালত।
রাজ্যে কয়েকদিনের বৃষ্টি সাময়িক স্বস্তি দিলেও, গরম থেকে পুরোপুরি মুক্তি মিলছে না। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের কিছু জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, এর ফলে গরম কমার বদলে আরও বাড়তে পারে আর্দ্রতাজনিত অস্বস্তি।
স্কুল সার্ভিস কমিশনের প্রায় ২৬ হাজার শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীর চাকরি বাতিল মামলায় রায়দান হতে চলেছে আজকে। যোগ্য অযোগ্যর জট কাটিয়ে স্কুল সার্ভিস কমিশনের (SSC ) ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা, অশিক্ষক কর্মীর ভবিষ্যৎ কী, তা নির্ধারিত হবে আর কিছুক্ষণ পরেই। বুধবার মামলার শুনানিতে জানানো হয়েছে যে বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল সাড়ে দশটায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ চাকরি বাতিল মামলার রায় ঘোষণা করবে।
গরম থেকে খানিকটা স্বস্তি মিলতে পারে। এমনই পূর্বাভাস দিল হাওয়া অফিস। আজ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। শুধু আজ নয়, আগামী ৮ এপ্রিল পর্যন্ত দক্ষিণের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে কোনও কোনও জেলায় বইতে পারে দমকা হাওয়া। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে। আপাতত তাপপ্রবাহের কোনও সম্ভাবনা নেই।
৭৪৮টি ওষুধের দাম বেড়েছে। নবান্নে পথ্যের দামবৃদ্ধি নিয়ে মোদী সরকারকে বিঁধালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করলেন। তিনি জানান, তৃণমূলের চেয়ারপার্সন হিসেবে বলছি, ৬ তারিখে রাম নবমীতে কিছু করব না। ৪ ও ৫ তারিখ প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে সভা-সমাবেশ করবেন। সাধারণ মানুষকেও বলব, নিজেদের মতো করে প্রতিবাদ করুন।
কলকাতা মেট্রো আইপিএলপ্রেমীদের জন্য বিশেষ মিড-নাইট মেট্রো পরিষেবা চালুর ঘোষণা করেছে। ৩ এপ্রিল ২০২৫ (বৃহস্পতিবার) ইডেন গার্ডেনে কলকাতা নাইট রাইডার্সের আইপিএল টি-টোয়েন্টি ম্যাচ শেষ হওয়ার পর, দর্শকদের যাতায়াত সুবিধার জন্য এই বিশেষ পরিষেবা চালু করা হচ্ছে।
বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই পাথরপ্রতিমার ঢোলাহাট বিস্ফোরণ কাণ্ডের প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মানুষকে বাঁচাতে সচেতন হতে হবে। যেখানে ঘটনা ঘটেছে সেখানে লাইসেন্স ছিল। কিন্তু গুজরাতের বাজি কারখানার বিস্ফোরণের ঘটনায় লাইসেন্স ছিল না।
'স্বাস্থ্যই আমাদের সম্পদ। এই ওষুধগুলি যখন ডাক্তার প্রেসক্রাইব করবেন, তখন অতিরিক্ত টাকা দিতে হবে সাধারণ মানুষকে। এটা কি একটা শ্রেণির মানুষের জন্য? যাঁদের ক্ষমতা আছে, কোটি টাকা দিয়ে চিকিৎসা করার, এই সরকার কি তাঁদের জন্য?' প্রশ্ন মমতার।
জগদ্দল গুলি কাণ্ডে বিজেপি নেতা অর্জুন সিংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। এদিকে অর্জুনের গ্রেফতারি পরোয়ানার নির্দেশের পরেই বাড়ির সামনেই খুন হলেন তৃণমূল কর্মী। বাড়ির পাশে নেশা করার করার সময় পিছন থেকে বন্দুক চালিয়ে প্রাণে শেষ করা হয়েছে তাঁকে বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে ওই যুবক তৃণমূল করত। তৃণমূলের অনুষ্ঠানেও তাঁকে বেশ কয়েকবার দেখা গিয়েছে। আর সেখানেই উঠতে শুরু করেছে প্রশ্ন।
'সব জায়গায় যদি সুব্রত বক্সী, অভিষেক বন্দ্যোপাধ্যায় বা দলনেত্রীর নির্দেশের জন্য অপেক্ষা করে থাকি তাহলে এটা মনে হয় সব সময় সঠিক নয়'। মদনকে পাল্টা দেবাংশুর।