Chaos In Jeet Event: বিষ্ণুপুর মেলায় জিৎ-এর অনুষ্ঠানে বিশৃঙ্খলা, চেয়ার ভাঙল দর্শক, লাঠিচার্জ পুলিশের

Chaos In Jeet Event: প্রতিবছর শীতকাল এলে জেলায় জেলায় মাচা অনুষ্ঠান শুরু হয়ে যায়। বিশেষ করে এইসব মাচাতে টলিউড তারকাদের কাছ থেকে দেখার সুযোগ হয় দর্শকদের। টলিপাড়ায় প্রসেনজিৎ-দেবের চেয়ে জিৎ-এর ভক্তের সংখ্যা নেহাত কম নয়। বাংলা ইন্ডাস্ট্রির কর্মাশিয়ার ছবির রাজা জিৎ যেখানেই যান, তাঁকে দেখার জন্য হুড়োহুড়ি লেগে যায়।

Advertisement
বিষ্ণুপুর মেলায় জিৎ-এর অনুষ্ঠানে বিশৃঙ্খলা, চেয়ার ভাঙল দর্শক, লাঠিচার্জ পুলিশেরবিষ্ণুপুর মেলায় জিৎ-এপ অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা
হাইলাইটস
  • শনিবার বিষ্ণুপুর মেলায় ছিল জিৎ-এর অনুষ্ঠান।

প্রতিবছর শীতকাল এলে জেলায় জেলায় মাচা অনুষ্ঠান শুরু হয়ে যায়। বিশেষ করে এইসব মাচাতে টলিউড তারকাদের কাছ থেকে দেখার সুযোগ হয় দর্শকদের। টলিপাড়ায় প্রসেনজিৎ-দেবের চেয়ে জিৎ-এর ভক্তের সংখ্যা নেহাত কম নয়। বাংলা ইন্ডাস্ট্রির কর্মাশিয়ার ছবির রাজা জিৎ যেখানেই যান, তাঁকে দেখার জন্য হুড়োহুড়ি লেগে যায়। সেরকমই বিশৃঙ্খলা সৃষ্টি হল বিষ্ণুপুর মেলায়। এখানে জিৎ-এর অনুষ্ঠানকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়। ভিড় সামলাতে গিয়ে পুলিশকে বেগ পেতে হয়। 

শনিবার বিষ্ণুপুর মেলায় ছিল জিৎ-এর অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানকে ঘিরেই চরম বিশৃঙ্খলার সৃষ্টি মেলাতে। ভিড় সামলাতে গিয়ে হিমসিম খেতে হয় পুলিশকে। উত্তেজনার মাঝেই শুরু হয়ে যায় ব্যাপক ভাঙচুর। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় অনুষ্ঠান স্থলে থাকা শ’য়ে শ’য়ে চেয়ার। ভাঙচুর চালানো হয় মেলায় থাকা আশপাশের বেশ কিছু দোকানেও। পরিস্থিতি সামাল দিতে পুলিশ হালকা লাঠিচার্জও করে। তাতেই যেন আরও ক্ষেপে যায় উত্তেজিত জনতা। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন অনেকে। 

২৩ ডিসেম্বর থেকে বাঁকুড়ার বিষ্ণুপুরে শুরু হয়েছে জাতীয় মেলার স্বীকৃতি পাওয়া বিষ্ণুপুর মেলা। সবকিছু ঠিকঠাক চললেও শনিবার হঠাৎই এই ধরনের ঘটনা ঘটে গেল। জানা গিয়েছে, এদিন মেলার যদুভট্ট মঞ্চে আয়োজন করা হয়েছিল জিৎ-সহ অন্যান্য শিল্পীদের নাচ-গানের অনুষ্ঠান। রাত ৮টা নাগাদ মঞ্চে অনুষ্ঠান শুরু করেন জিৎ ও তাঁর অন্যান্য সহ শিল্পীরা। জিৎ-এর অনুষ্ঠান দেখতে বিষ্ণুপুর ও বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভিড় করেন এই অনুষ্ঠানে। কিন্তু অনুষ্ঠান চলাকালীনই ভিড় হঠাৎ করেই বাড়তে শুরু করে দেয়। অবস্থা এমন ছিল যে ভিড় সামলাতে নাজেহাল অবস্থা হয় পুলিশের। শুরু হয় ধাক্কাধাক্কি, উত্তেজনা চরমে ওঠে দর্শকদের মধ্যে। মূহূর্তেই অনুষ্ঠানস্থল কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। উত্তেজিত দর্শকদের একাংশ মঞ্চের সামনে থাকা ব্যরিকেড ভেঙে ফেলে। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় মঞ্চের সামনে থাকা কয়েক’শো চেয়ার। 

Advertisement

ভাঙচুর চালানো হয় আশপাশের বেশ কিছু দোকানেও। চলে লুঠপাট। ছিঁড়ে ফেলা হয় মঞ্চস্থলে থাকা একাধিক ব্যনার ও ফ্লেক্স।  পরিস্থিতি সামাল দিতে হালকা লাঠিচার্জ করে পুলিশও। ধাক্কাধাক্কিতে বেশ কিছু দর্শকের আহত হওয়ার খবরও সামনে আসে। তবে এই সবের মধ্যেও জিৎ-এর অনুষ্ঠান ভালভাবেই হয়েছে। মূল অনুষ্ঠানে এই বিশৃঙ্খলার কোনও প্রভাব না পড়ায় সমস্যা হয়নি বলেই জানিয়েছেন উদ্যোক্তারা। নির্দিষ্ট সময় পর্যন্ত অনুষ্ঠান করে মঞ্চ থেকে সুস্থভাবে নেমে যান জিৎ।    

POST A COMMENT
Advertisement