কখনও কখনও জীবন এমন কিছু গল্প লেখে, যা সিনেমার কল্পনাকেও হার মানায়। চিনের শানসি প্রদেশে এক কিডনি রোগে আক্রান্ত তরুণী ও এক ক্যান্সার আক্রান্ত তরুণের মধ্যে হওয়া এক অদ্ভুত চুক্তিভিত্তিক বিয়ে আজ রূপ নিয়েছে এক অসাধারণ প্রেমকাহিনিতে।
Viral Jokes In Bengali: আপনি যখন খুশি এবং টেনশন মুক্ত থাকেন, তখন আপনার মুখ উজ্জ্বল হয়। হালকা হাসি কারো সৌন্দর্য বাড়িয়ে দেয়। সেজন্যই হাসি সব দিক দিয়েই প্রয়োজনীয় এবং উপকারী। আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি জোকসের ভান্ডার, যা পড়লে আপনি হাসবেন।
সুন্দরবনেও দূষণ। নির্জন দ্বীপের বাতাসেও ভর্তি মাইক্রোপ্লাস্টিক। সম্প্রতি IISER কলকাতার গবেষণায় উঠে এমনই তথ্য। চলতি বছরের জানুয়ারিতে এই গবেষণা হয়েছিল। আটদিন সমীক্ষা চলে।
ভারতে রেলের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অভিযোগ ওঠে। বিশেষত যাত্রী পরিষেবা তথা যাত্রী স্বাচ্ছন্দ্য নিয়ে তো অভিযোগ লেগেই রয়েছে। কোনও কোনও সময় তো রেল সংক্রান্ত বিভিন্ন ভিডিও ভাইরালও হয়। এবার তেমনই আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে লখনউয়ে একটি ট্রেনের ভিডিও ভাইরাল হয়েছে। আর সেই ভিডিওতে দেখা যাচ্ছে, কেউ কেউ ট্রেনের জানলা দিয়ে ভিতরে ঢুকছেন। সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিও শেয়ার করার পাশাপাশি লেখা হয়েছে, নতুন রেললাইন দেখতে লখনউতে ভিড় জমেছিল। চলুন সেই ভিডিও দেখে নেওয়া যাক।
Bengali Jokes: হাসতে থাকলে আশেপাশের পরিবেশ এবং আপনার মেজাজ ভালো থাকে। আজকের ব্যস্ত সময়সূচীতে, লোকেরা হাসতেও ভুলে যায়, তাই আপনাকে হাসানোর জন্য আমরা নিয়ে এসেছি মজার ভাইরাল জোকস। এটা পড়ে আপনি আপনার হাসি নিয়ন্ত্রণ করতে পারবেন না।
Funny Jokes and Chutkule in Bengali: হাসলে একজন ব্যক্তির মেজাজ ভাল থাকে। আজকের ব্যস্ত সময়সূচীতে, লোকেরা এতটাই চাপে থাকে যে তারা হাসতেও ভুলে যাচ্ছে। তাই আপনাদের মজা দেওয়ার জন্য আমরা নিয়ে এসেছি মজার ভাইরাল জোকস।
কুয়ালালামপুর বিমানবন্দরে নামার পরে ট্রাম্পকে খোশ মেজাজে দেখা যায়। কে বলবে তিনি ২৩ ঘণ্টার বিমান যাত্রা করে এসেছেন। বিমানবন্দরে স্থানীয় শিল্পীদের সঙ্গে নাচতে শুরু করেন। এয়ার ফোর্স ওয়ান থেকে নামার পরে তাঁকে লাল গালিচায় স্বাগত জানানো হয়।
রাজস্থানে চড়কাণ্ডে অভিযুক্ত মহকুমা শাসক ছোটু লাল শর্মাকে সাসপেন্ড করল সে রাজ্যের সরকার। একটি ভাইরাল ভিডিওয় দেখা গিয়েছে, পেট্রোল পাম্পের কর্মীকে চড় মারছেন ওই মহকুমা শাসক। ঠিক কী ঘটেছিল, দেখুন ভিডিও।
ভারত আছে ভারতেই। কোনও ধর্মীয় ভেদাভেদই ভারতবাসীকে আলাদা করে দিতে পারবে না। আর সেই কথাটা আরও একবার প্রমাণ হল মধ্যপ্রদেশে। এই রাজ্যের বিতুলে বৃন্দাবনের বিখ্যাত প্রেমানন্দ মহারাজের স্বাস্থ্যের উন্নতি চেয়ে দোয়া চাইছেন মুসলমান সম্প্রদায়ের কিছু যুবক। তাঁরা পহলবান বাবার দরগায় চাদর চড়ালেন প্রেমানন্দ মহারাজের স্বাস্থ্যের উন্নতি চেয়ে। আর এই ঘটনাই আরও একবার দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির চিত্র তুলে ধরল।
ভারতের বিভিন্ন প্রদেশের মধ্যে ভাষা দ্বন্দ্ব কিছুতেই কাটছে না। আবার তারই প্রমাণ মিলল এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে। অভিযোগ, কলকাতা থেকে মুম্বইগামী ফ্লাইটে এক ইউটিউবারকে 'মারাঠি বলুন বা মুম্বই ছেড়ে দিন' বলে হুমকি দেন এক মহিলা। ঘটনাটি এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI676 এ ঘটেছে বলেই খবর।
সুইজারল্যান্ডে দরিদ্র হিসেবে বিবেচিত ব্যক্তিরা সাধারণত একটি বাড়ির মালিক হন, দিনে তিনবার খাবার পান এবং ডাক্তারের কাছে যাওয়ার সুযোগ পান। অনেকেই স্মার্টফোন ব্যবহার করেন, সরকারি পরিবহনে ভ্রমণ করেন এবং মাঝে মাঝে ক্যাফেতে ক্যাপুচিনো উপভোগ করেন।