Advertisement
অর্থনীতি

RBI Reduces Repo Rate: RBI-এর বড় সিদ্ধান্ত, বাড়ি-গাড়ির EMI কমবে? মধ্যবিত্তদের যা জানা দরকার

  • 1/10

 রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) ২৫ বেসিস পয়েন্ট রেপো রেট কমাল। নতুন রেপো রেট দাঁড়াল ৬.২৫%

 

  • 2/10

২০২০ সালের পর এই প্রথমবার RBI সুদের হার কমানোর সিদ্ধান্ত নিল। নতুন গভর্নর সঞ্জয় মালহোত্রার নেতৃত্বে এটি প্রথম মনিটারি পলিসি কমিটির বৈঠক ছিল।

  • 3/10

বাজেটের পর থেকেই বিশেষজ্ঞরা অনুমান করেছিলেন রেপো রেট কমবে। সাধারণত রেপো রেট কমলে ব্যাঙ্ক লোনেও সুদের হার কমে। এতে সাধারণ মানুষের স্বস্তি মেলে। ঋণের EMI-এর অঙ্ক কমে। 

Advertisement
  • 4/10

আগে জেনে নিন, রেপো রেট ঠিক কী? আসলে বাণিজ্যিক ব্যাঙ্করা RBI থেকে যে সুদে স্বল্পমেয়াদী ঋণ নেয়, তাকে রেপো রেট বলে।

  • 5/10

এই রেপো রেট বাড়লে ব্যাঙ্কের খরচ বাড়ে। তখন ব্যাঙ্ক খরচ তুলতে ঋণে সুদের হার বাড়ায়। আবার রেপো রেট কমলে ব্যাঙ্কও সাধারণত সুদের হার কমায়। ফলে রেপো রেট ও লোনের ইন্টারেস্ট রেট সমানুপাতিক বলা যেতে পারে। তবে একই হারে, বা অবশ্যই কমবে-বাড়বে, এমন কোনও নিয়ম নেই। যদিও সাধারণত ব্যাঙ্ক রেপো রেট কমালে কয়েকদিনের মধ্যে নিজেদের ইন্টারেস্ট রেট কমায়। এর ফলে EMI কমতে পারে। গৃহঋণ, গাড়ির ঋণ ও ব্যক্তিগত ঋণের সুদের হার কমতে পারে।

  • 6/10

এর পাশাপাশি ব্যবসার জন্য ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়া সহজ হবে। বিনিয়োগের প্রবণতা বাড়বে, যা অর্থনীতির জন্য ইতিবাচক।

  • 7/10

ব্যাঙ্কগুলির ঋণ নেওয়ার খরচ কমবে। কম সুদে সাধারণ গ্রাহকদের ঋণ দিতে পারবে ব্যাঙ্ক।

Advertisement
  • 8/10

রেপো রেট কমলে বাজারে বেশি নগদ প্রবাহ বাড়বে। অর্থনীতির ভাষায় একে বলে লিকুইডিটি বৃদ্ধি। এর ফলে অর্থনীতি চাঙ্গা হবে।

  • 9/10

RBI গভর্নর সঞ্জয় মালহোত্রার বক্তব্য, 'এই সিদ্ধান্ত অর্থনীতিকে নতুন দিশা দেখাবে।'

  • 10/10

রেপো রেট কমায় ঋণের সুদের হার কমতে পারে। EMI কমলে সাধারণ মানুষের ওপর চাপ কমবে। আরও আপডেটের জন্য bangla.aajtak.in-এ নজর রাখুন।

Advertisement