প্রত্যেকেই রোজগার থেকে কিছু টাকা বাঁচিয়ে জমানোর চেষ্টা করেন। কেউ অল্প টাকা, কেউ বেশি টাকা। কারও ইচ্ছে থাকলেও জমানো হয় না।
মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তের মানুষ যখন কোথাও লগ্নি করেন, তাঁদের একটা লক্ষ্য থাকে, টাকা সুরক্ষিত ও ভাল রিটার্ন। সেই কারণে বহু মানুষ ভরসা করেন পোস্ট অফিসে (Post Office Time Deposit Scheme)।
পোস্ট অফিসের এমন একটি স্কিম রয়েছে, যাতে লগ্নি করলে শুধুমাত্র সুদই ২ লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন। মানে যা রিটার্ন, তাতে সুদের অঙ্কই ২ লক্ষ টাকা।
শিশু, বৃদ্ধ, মহিলা সকলের জন্য, সব বয়সের জন্য পোস্ট অফিসে সেভিং স্কিম রয়েছে। দুর্দান্ত রিটার্ন এবং টাকাও সুরক্ষিত থাকবে। একই সঙ্গে এই স্কিমে গ্রাহক আয়করেও ছাড় পেতে পারবেন।
সুদও নজর কাড়া। Post Office Time Deposit Scheme-এ কেন্দ্র সুদের হার দিচ্ছে ৭.৫ শতাংশ। যে কোনও ব্যাঙ্কের চেয়ে অনেকটাই বেশি।
Post Office Time Deposit Scheme প্রকল্পে গ্রাহক সময়সীমা বাছাই করে লগ্নি করতে পারেন। আপনি যদি দ্রুত রিটার্ন চান, তাহলে ১ বছরও লগ্নি করতে পারেন। এরপর ২ বছর, ৩ বছর ও সর্বোচ্চ ৫ বছরের জন্য জমাতে পারেন।
একবছরের জন্য জমালে সুদের হার মিলবে ৬.৯ শতাংশ। ২ ও ৩ বছরে সুদের হার ৭ শতাংশ। ৫ বছরের জন্য লগ্নি করলে সুদের হার ৭.৫ শতাংশ।
এখন প্রশ্ন হল, কীভাবে আপনি সুদ বাবদ ২ লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন। Post Office Time Deposit Scheme-এ যদি আপনি ৫ লক্ষ টাকা ৫ বছরের জন্য লগ্নি করেন।
সে ক্ষেত্রে ৭.৫ শতাংশ সুদের হারে ২ লক্ষ ২৪ হাজার ৯৭৪ টাকা শুধু সুদ। সব মিলিয়ে রিটার্ন ৭ লক্ষ ২৪ হাজার ৯৭৪ টাকা। অর্থাত্ ২ লক্ষ টাকার বেশি সুদ পেলেন।
Post Office Time Deposit Scheme-এ 80C ধারায় আয়করে ছাড় পাওয়া যায়। ১০ বছরের নীচে শিশুর জন্যও অ্যাকাউন্ট খোলা যায়, সে ক্ষেত্রে তা দেখভাল করবেন অভিভাবক।
কম করে ১ হাজার টাকা দিয়ে অ্যাকাউন্ট খোলা যায়। এই স্কিমে লগ্নির কোনও সীমা নেই। আপনি যত ইচ্ছে টাকা লগ্নি করতে পারেন।