Advertisement
ইউটিলিটি

Post Office Scheme: শুধু সুদই পেতে পারেন ২ লাখ টাকা, পোস্ট অফিসের দুর্দান্ত স্কিমে আশ্চর্য রিটার্ন

  • 1/11

প্রত্যেকেই রোজগার থেকে কিছু টাকা বাঁচিয়ে জমানোর চেষ্টা করেন। কেউ অল্প টাকা, কেউ বেশি টাকা। কারও ইচ্ছে থাকলেও জমানো হয় না।
 

  • 2/11

মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তের মানুষ যখন কোথাও লগ্নি করেন, তাঁদের একটা লক্ষ্য থাকে, টাকা সুরক্ষিত ও ভাল রিটার্ন। সেই কারণে বহু মানুষ ভরসা করেন পোস্ট অফিসে (Post Office Time Deposit Scheme)। 

  • 3/11

পোস্ট অফিসের এমন একটি স্কিম রয়েছে, যাতে লগ্নি করলে শুধুমাত্র সুদই ২ লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন। মানে যা রিটার্ন, তাতে সুদের অঙ্কই ২ লক্ষ টাকা।
 

Advertisement
  • 4/11

শিশু, বৃদ্ধ, মহিলা সকলের জন্য, সব বয়সের জন্য পোস্ট অফিসে সেভিং স্কিম রয়েছে। দুর্দান্ত রিটার্ন এবং টাকাও সুরক্ষিত থাকবে। একই সঙ্গে এই স্কিমে গ্রাহক আয়করেও ছাড় পেতে পারবেন। 
 

  • 5/11

সুদও নজর কাড়া। Post Office Time Deposit Scheme-এ কেন্দ্র সুদের হার দিচ্ছে ৭.৫ শতাংশ। যে কোনও ব্যাঙ্কের চেয়ে অনেকটাই বেশি। 
 

  • 6/11

Post Office Time Deposit Scheme প্রকল্পে গ্রাহক সময়সীমা বাছাই করে লগ্নি করতে পারেন। আপনি যদি দ্রুত রিটার্ন চান, তাহলে ১ বছরও লগ্নি করতে পারেন। এরপর ২ বছর, ৩ বছর ও সর্বোচ্চ ৫ বছরের জন্য জমাতে পারেন। 

  • 7/11

একবছরের জন্য জমালে সুদের হার মিলবে ৬.৯ শতাংশ। ২ ও ৩ বছরে সুদের হার ৭ শতাংশ। ৫ বছরের জন্য লগ্নি করলে সুদের হার ৭.৫ শতাংশ। 
 

Advertisement
  • 8/11

এখন প্রশ্ন হল, কীভাবে আপনি সুদ বাবদ ২ লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন। Post Office Time Deposit Scheme-এ যদি আপনি ৫ লক্ষ টাকা ৫ বছরের জন্য লগ্নি করেন। 
 

  • 9/11

সে ক্ষেত্রে ৭.৫ শতাংশ সুদের হারে ২ লক্ষ ২৪ হাজার ৯৭৪ টাকা শুধু সুদ। সব মিলিয়ে রিটার্ন ৭ লক্ষ ২৪ হাজার ৯৭৪ টাকা। অর্থাত্‍ ২ লক্ষ টাকার বেশি সুদ পেলেন।
 

  • 10/11

Post Office Time Deposit Scheme-এ 80C ধারায় আয়করে ছাড় পাওয়া যায়। ১০ বছরের নীচে শিশুর জন্যও অ্যাকাউন্ট খোলা যায়, সে ক্ষেত্রে তা দেখভাল করবেন অভিভাবক। 
 

  • 11/11

কম করে ১ হাজার টাকা দিয়ে অ্যাকাউন্ট খোলা যায়। এই স্কিমে লগ্নির কোনও সীমা নেই। আপনি যত ইচ্ছে টাকা লগ্নি করতে পারেন। 
 

Advertisement