Advertisement
পশ্চিমবঙ্গ

Sealdah Train Cancel News: সরস্বতী পুজোয় শিয়ালদায় ১০০-র বেশি ট্রেন বাতিল, বিকল্প ব্যবস্থা কী? জরুরি তথ্য

  • 1/11

গত সপ্তাহেই ১০০ ঘণ্টার উপর বন্ধ ছিল শিয়ালদা-ডানকুনি লাইনে ট্রেন চলাচল। সোমবার থেকে স্বাভাবিক হয়েছে। 
 

  • 2/11

এবার শিয়ালদা দক্ষিণ শাখা ও শিয়ালদা-বারুইপুর শাখায় ট্রেন চলাচল নিয়ে বড় ঘোষণা করল রেল।

  • 3/11

পূর্ব রেল জানিয়েছে,  শিয়ালদা দক্ষিণ শাখা ও শিয়ালদা-বারুইপুর শাখায় ১০৮টি ট্রেন বাতিল থাকবে ১ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ৩ ফেব্রুয়ারি অর্থাত্‍ সোমবার ভোর ৪টে পর্যন্ত। বেশ কিছু ট্রেনের রুটও বদল করা হয়েছে।

Advertisement
  • 4/11

যার নির্যাস, সরস্বতী পুজোয় শিয়ালদা রুটে ভোগান্তির শিকার হবেন যাত্রীরা। কাঁকুড়গাছি ও বালিগঞ্জে ইন্টারলকিং-এর কাজের জন্য ট্রেন বাতিল থাকবে। বিশেষত দক্ষিণ শাখার বালিগঞ্জ স্টেশনে ইন্টারলকিং ব্যবস্থা আধুনিকীকরণের জন্য এই পাওয়ার ব্লক।
 

  • 5/11

শিয়ালদা-লক্ষ্মীকান্তপুর লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে। সব মিলিয়ে ৫২ ঘণ্টায় ১০৮টি ট্রেন বাতিল। শনিবার বাতিল থাকবে ৫৯টি ট্রেন ও ৪৯টি ট্রেন বাতিল থাকবে রবিবার।
 

  • 6/11

পূর্বরেল জানিয়েছে, বজবজ থেকে নিউ আলিপুর লাইনে স্পেশাল ট্রেন চালিয়ে অতিরিক্ত ভিড় সামলানোর চেষ্টা হবে। 

  • 7/11

যে সমস্ত যাত্রী শিয়ালদা থেকে ট্রেন ধরতে পারবেন না তাঁদের অন্য কোনও উপায়ে নিউ আলিপুর পর্যন্ত পৌঁছে বজবজের ট্রেন ধরতে হবে।
 

Advertisement
  • 8/11

কাঁকুড়গাছি রোড হয়ে সরাসরি গুরুদাস ব্যানার্জি হল্ট এবং বালিগঞ্জ সংযোগকারী কর্ড লাইনের ট্রেনগুলিকে শিয়ালদার দিকে ঘুরিয়ে দেওয়া হবে। যাত্রীদের শিয়ালদা হয়ে ট্রেন বদল করতে হবে।
 

  • 9/11

শনি এবং রবিবার ৬টি স্পেশাল ট্রেন চলবে। দুপুর ৩টে ৫ মিনিটে শিয়ালদা থেকে নৈহাটি পর্যন্ত একটি স্পেশাল ট্রেন থাকছে। সন্ধে ৬টায় দমদম থেকে রওনা দেবে দমদম-বারাসত স্পেশাল। 
 

  • 10/11

সন্ধে ৭টায় শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত একটি স্পেশাল ট্রেন চালানো হবে। শিয়ালদা দক্ষিণ শাখার জন্য থাকছে তিনটি স্পেশাল ট্রেন। 
 

  • 11/11

বিকেল ৫টা ৪৩ মিনিটে শিয়ালদা থেকে বারুইপাড়া একটি স্পেশাল ট্রেন ছাড়বে। বিকেল সাড়ে ৫টায় বজবজ থেকে একটি স্পেশাল ট্রেন নিউ আলিপুর পর্যন্ত যাবে। নিউ আলিপুর থেকে বজবজের উদ্দেশে একটি স্পেশাল ট্রেন ছাড়বে রাত ৮টা ১২ মিনিটে।


 

Advertisement