Advertisement
পশ্চিমবঙ্গ

Banned Medicines in Bengal: পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের কোন ১৪টি ওষুধ নিষিদ্ধ? রইল নামের তালিকা

  • 1/10

মেদিনীপুর মেডিক্যাল কলেজে বাতিল স্যালাইনের জেরে প্রসূতি মৃত্যুর অভিযোগে সরগরম রাজ্য।
 

  • 2/10

ইতিমধ্যেই স্যালাইন কাণ্ডে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। এ বার পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল-এর আরও ১৪টি ওষুধ নিষিদ্ধ ঘোষণা করা হল।
 

  • 3/10

কোন কোন ওষুধ নিষিদ্ধ? একনজরে দেখে নিন। সম্প্রতি রাজ্য স্বাস্থ্যদফতর নির্দেশিকায় জানিয়েছে।

Advertisement
  • 4/10

ডেস্কট্রোস ইঞ্জেকশন ১০% এমওএসএম/লিটার ৬৫০ মিলি হাইপারটনিক, লেভোফ্লক্সিসিন ইনফিউশন ৫ এমজি/মিলিগ্রাম ১০০ মিলি, মানিনটোল ইনফিউশন আইপি ২০%- ১০০ মিলি।
 

  • 5/10

অফ্লাক্সিন ইনফিউশন ২০০মিলিগ্রাম/১০০ মিলি, পেডিয়াট্রিক মেন্টেনেন্স ইলেকট্রোলাইট সলিউশন, প্যারাসিটামল ইনফিউশন ১০০০ এমজি/১০০ মিলি।

  • 6/10

সোডিয়াম ক্লোরাইড ইঞ্জেকশন আইপি ০.৯ শতাংশ, ডেস্কট্রোস সলিউশন আইপি ৫ শতাংশ রিঙ্গার ল্যাকটেট সলিউশন আইপি ইঞ্জেকশন।
 

  • 7/10

রিঙ্গার সলিউশন আইপি ইঞ্জেকশন, সোডিয়াম ক্লোরাইড ইরিগেশন সলিউশন, সোডিয়াম ক্লোরাইড ০.৯ শতাংশ + ডেস্কট্রোস ৫ শতাংশ ইঞ্জেকশন আইপি।
 

Advertisement
  • 8/10

সোডিয়াম ক্লোরাইড ইঞ্জেকশন ০.৪৫ শতাংশ সঙ্গে ডেস্কট্রোস ৫ শতাংশ পলিপ্রপেলিন বটল ইন এফএফএস টেকনোলজি ও সোডিয়াম ক্লোরাইড ইঞ্জেকশন আইপি ০.৯ শতাংশ নর্মাল।
 

  • 9/10

এই ওষুধগুলি সরকারি হাসপাতালে সরবরাহ করত পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল। বিভিন্ন ওয়ার্ড থেকে এখনই এই ওষুধ সরিয়ে নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

  • 10/10

এবার থেকে তালিকার প্রথম সাতটি ওষুধ অন্য সংস্থা সরবরাহ করবে। স্বাস্থ্যদপ্তর নির্দেশ দিয়েছে, বাকি ৭টি ওষুধ বাইরে থেকে কিনতে হবে হাসপাতালগুলিকে। খরচ জোগাবে স্বাস্থ্য দফতর।

Advertisement