শিয়ালদা ডিভিশনে আবার দুর্ভোগ। একাধিক লোকাল ট্রেন বাতিল। বেশ কয়েকটি লোকাল ট্রেনের রুটও ঘুরপথে করে দেওয়া হয়েছে। এই রকম দুর্ভোগ চলবে ৯ ঘণ্টারও বেশি সময় ধরে।
পূর্বরেল জানিয়েছে, ৮ ফেব্রুয়ারি রাত ১০টা ১৫ মিনিট থেকে পরের দিন অর্থাত্ ৯ ফেব্রুয়ারি সকাল ৮টা পর্যন্ত পাওয়ার ব্লক চলবে।
বাসুলডাঙা স্টেশনে ফুট ওভার ব্রিজে কাজ চলবে। তার জেরে একাধিক লোকাল বাতিল করা হচ্ছে।
পূর্ব রেল জানিয়েছে, শনিবার বাতিল থাকবে ৩৪৮৬০, ৩৪৮৫৬ শিয়ালদা-ডায়মন্ড হারবার লোকাল। আপ ডায়মন্ড হারবার-শিয়ালা লোকালও বাতিল।
রবিবার বাতিল থাকবে ডায়মন্ড হারবার – শিয়ালদহ আপ ৩৪৮১২, ৩৪৮১৫, ৩৪৮১৭, ৩৪৮২৩ / ডাউন ৩৪৮১২,৩৪৮১৮, ৩৪৮২০।
এছাড়া সোনারপুর-ডায়মন্ড হারবার ডাউন লোকাল। ডায়মন্ড হারবার-বারুইপুর আপ লোকাল।
শিয়ালদহ – ডায়মন্ড হারবার – শিয়ালদা লোকাল মগরাহাট থেকে ছাড়বে। শিয়ালদা–ডায়মন্ড হারবার লোকাল ৮ তারিখে বারুইপুরে থামবে। ডায়মন্ড হারবার – শিয়ালদা লোকাল ৯ তারিখে বারুইপুর থেকে ছাড়বে।
শিয়ালদা–ডায়মন্ড হারবার– শিয়ালদা লোকাল ৯ ফেব্রুয়ারি মগরাহাট থেকে কিছুক্ষণ বন্ধ থাকবে। শিয়ালদা – ডায়মন্ড হারবার – শিয়ালদহ লোকাল ৯ তারিখে মগরাহাট থেকে যাতায়াত করবে।
বস্তুত, গত শনিবার ও রবিবারও শিয়ালদা ডিভিশনে বহু লোকাল ট্রেন বাতিল ছিল। ফলে সরস্বতীপুজোয় দুর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষকে।