চলতি বছরের শুরুতে ১৪০ বছর পর কুম্ভমেলা অনুষ্ঠিত হয়েছে প্রয়াগরাজে। সেই কুম্ভমেলাই এবার পুজোর থিমে। কুম্ভকে ঘিরে রয়েছে পৌরাণিক কাহিনিও। শিল্পীর নিঁখুত হাতে মণ্ডপসজ্জায় ফুটে উঠেছে পুরাণ ও শিল্পের মেলবন্ধন। ৮৬ তম বর্ষে এবার আগরপাড়া তারাপুকুর আদি সর্বজনীন দুর্গোৎসব কমিটি।