Annapurna Puja Fixture: হিন্দু ধর্ম মতে, মা অন্নপূর্ণা সন্তুষ্ট হলে গৃহে কখনও অন্নের অভাব ঘটে না। পশ্চিমবাংলার বিভিন্ন স্থানে তাই ভক্তি ভরে দেবীর পুজো করা হয়। মা অন্নপূর্ণাকে অনেকে অন্নদা দেবী নামেও ডাকেন।
Nil Sasthi 2025 Rituals: নীলষষ্ঠীতে মূলত সন্তানের কামনায় উপবাস করে থাকেন মহিলারা। নীলষষ্ঠীর দিন সারা দিন উপোস করে সন্ধ্যাবেলা শিবের মাথায় জল ঢালতে হয়।
এই মিলন মেলা প্রথম শুরু হয় হরিচাঁদ ঠাকুরের তিরোধানের পর, ১৮৭৯ সালে। ঠাকুরের ভ্রাতুষ্পুত্র যজ্ঞেশ্বরের (বৈষ্ণবদাসের পুত্র) হাত ধরে। অধুনা বাংলাদেশের গোপালগঞ্জ জেলার পদ্মবিলা গ্রামে হরিচাঁদ ঠাকুরের এই জন্মোৎসব পালন করা শুরু করেন তিনি।
Akshaya Tritiya: গোটা দেশের হিন্দুদের জন্যেই এই উৎসব অত্যন্ত শুভ। মনে করা হয়, যে কোনও কাজ সম্পন্ন করার জন্য এদিন অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
Eid - Chand Raat 2025: চলছ পবিত্র রমজান মাস। ইসলাম ধর্মাবলম্বীদের জন্য এই মাস অত্যন্ত শুভ ও গুরুত্বপূর্ণ। মুসলমানদের জন্য রমজান এমন একটি মাস যেখানে ইসলামের পবিত্র গ্রন্থ কোরানের প্রথম শ্লোক হজরত মুহাম্মদের কাছে আজ থেকে প্রায় ১,৪০০ বছর পূর্বে অবতীর্ণ হয়েছিল। তাই এই মাসে, মুসলমানরা ফজরের নামাজের মাধ্যমে রোজা শুরু করেন এবং সূর্যাস্তের পর উপবাস ভঙ্গ করেন। এই রোজার মাসকে কোরবানি বা ত্যাগের মাস হিসাবে বিবেচনা করেন। টানা এক মাস ধরে পবিত্র রমজান মাস পালনের পর আসে মুসলমানদের প্রধান উৎসব খুশির ইদ বা ইদ উল-ফিতর।
Eid 2025 Date: ইসলামী বিশ্বাস অনুসারে, যারা সৎ উদ্দেশ্য প্রার্থনা এবং উপবাস করেন, ঈশ্বর তার ভক্তদের অতীতের পাপকে ক্ষমা করেন। দিনটি পবিত্র নবী হজরত মোহাম্মদ যেদিন পবিত্র কোরানের প্রথম প্রকাশনা হিসাবে চিহ্নিত।