Durga Puja 2025 Festival: আশ্বিন মাসে প্রায় দশ দিন ধরে দুর্গা পুজোর উৎসব পালিত হয়। যদিও প্রকৃত অর্থে, উৎসব শুরু হয় ষষ্ঠি দিন থেকে। যুগ যুগ ধরে বিশ্বাস করা হয় যে, এদিনই দেবী দুর্গা মর্তে এসেছিলেন।
Solar Eclipse on Mahalaya: সনাতন ধর্মে প্রয়াত পূর্বপুরুষদের শ্রদ্ধা জানানোর রীতি প্রচলিত আছে। পিতৃপুরুষরা প্রসন্ন হলে সৌভাগ্য লাভ করা যায় বলে প্রচলিত বিশ্বাস। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষ পিতৃপক্ষ হিসেবে পালিত হয়। এই সময়টাই পিতৃপুরুষের তর্পণের জন্য সবচেয়ে উপযুক্ত।
চলতি বছরের শুরুতে ১৪০ বছর পর কুম্ভমেলা অনুষ্ঠিত হয়েছে প্রয়াগরাজে। সেই কুম্ভমেলাই এবার পুজোর থিমে। কুম্ভকে ঘিরে রয়েছে পৌরাণিক কাহিনিও। শিল্পীর নিঁখুত হাতে মণ্ডপসজ্জায় ফুটে উঠেছে পুরাণ ও শিল্পের মেলবন্ধন। ৮৬ তম বর্ষে এবার আগরপাড়া তারাপুকুর আদি সর্বজনীন দুর্গোৎসব কমিটি।
৪৪৪২ কেজি আকারের বিশাল লাড্ডু। গণেশ পুজোয় ভোগ অর্পণ করলেন ভক্তরা। আন্দামানের এই পুজোয় ২০২২ সালে লাড্ডুর আকার ছিল ৪২১ কেজি। ২০২৩ সালে সেটা বেড়ে হল এক ১০০৯ কেজি। ২০২৪ সালে ২১৪৪ কেজি। ২০২৫ সালে হল ৪৪৪২ কেজি।
একবার ভগবান গণেশ তাঁর প্রিয় মিষ্টি খাচ্ছিলেন। তখন চন্দ্র দেব পাশ দিয়ে যাচ্ছিলেন, তাঁকে দেখে তাঁকে উপহাস করতে শুরু করলেন। চন্দ্র দেব তাঁর সৌন্দর্য ও রূপের অহংকারে এটি করেছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে ভগবান গণেশ চন্দ্র দেবকে অভিশাপ দিয়েছিলেন যে তাঁর রূপ ও তেজ ধ্বংস হয়ে যাবে।
Ganesh Chaturthi 2025: গণেশ চতুর্থী আজ থেকে শুরু হয়ে গিয়েছে। এদিন গণপতির জন্মদিন বলে মনে করা হয়। আর বাপ্পাজির জন্মদিন ১০দিন ধরে চলে। ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের চতুর্থী অর্থাৎ বুধবার ২৭ অগাস্ট থেকে চলা এই গণেশ উৎসব ৬ সেপ্টেম্বর, শনিবার পর্যন্ত চলবে।
Pitru Paksha 2025: মহালয়ার দিন থেকে সূচনা হয় দেবীপক্ষের। তার আগে ১৫ দিন চলে পিতৃপক্ষ। হিন্দু ধর্মে প্রয়াত পূর্বপুরুষদের শ্রদ্ধা জানানোর রীতি প্রচলিত আছে। পিতৃপুরুষরা প্রসন্ন হলে সৌভাগ্য লাভ করা যায়।
Durga Puja 2025: বাঙালির সবচেয়ে বড় পার্বণ এই দুর্গা পুজো। হিন্দু শাস্ত্র অনুযায়ী, দেবীর দুর্গার মর্তে আগমন ও গমনের উপর প্রকৃতির পরিবর্তন নির্ভরশীল। এর ওপর নির্ভর করে গোটা বছর সবার কেমন কাটবে।
Ganesh Chaturthi 2025: অনেকেই বাড়িতে গণেশ মূর্তি প্রতিষ্ঠা করেন। তবে জেনে রাখা ভাল, গণেশ চতুর্থীতে গণেশের প্রতিমা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, গণেশের প্রতিমার সঠিক রং নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ।
Ganesh Chaturthi 2025 Puja: শিব ও পার্বতী পুত্র গণেশকে, হিন্দুদের সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবতা বলে মনে করা হয়। সিদ্ধিদাতা গণেশের জন্মোৎসব গণেশ চতুর্থী নামে পরিচিত।
নৈবেদ্যর থালায় আবশ্যই রাখতে হবে গণেশের প্রিয় মোদক। তবে রাখা যাবে না তুলসী পাতা কিংবা দেখা যাবে না চাঁদ। গণেশের পুজোয় কোন কোন নিয়ম মানতে হবে? সিদ্ধিদাতার আশীর্বাদ পেতে জেনে রাখুন এই নিয়মগুলি...