উৎসবপ্রেমী বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় পার্বণ এই দুর্গাপুজো (Durga Puja)। গোটা বিশ্বের বাঙালি জাকজমকপূর্ণ উদযাপন করেন এই উৎসবের। বছরের নতুন পঞ্জিকা বা ক্যালেন্ডার হাতে পেলেই বাঙালি যে দিনগুলিতে সবার আগে চোখ রাখে, তার মধ্যে দুর্গা পুজো অন্যতম। এক বছরের দুর্গাপুজোর সমাপ্তি হতে না হতেই, সকলের প্ল্যানিং শুরু হয় পরের বছরের।
জীবের দুর্গতি নাশ করেন বলেও তাঁকে দুর্গা বলা হয়। দেবতাদের শক্তিতে শক্তিময়ী এবং বিভিন্ন অস্ত্রে সজ্জিতা হয়ে এ দেবী যুদ্ধে মহিষাসুরকে বধ করেন। তাই দেবীর এক নাম হয় মহিষমর্দিনী। দেবী দুর্গা, মহিষাসুরকে বধ করেছিলেন, এজন্যেই বিশ্বাস করা হয় যে, এই উৎসব খারাপ শক্তির বিনাশ করে শুভশক্তির বিজয়।
আশ্বিন মাসে প্রায় দশ দিন ধরে দুর্গা পুজোর উৎসব পালিত হয়। যদিও প্রকৃত অর্থে, উৎসব শুরু হয় ষষ্ঠি দিন থেকে। যুগ যুগ ধরে বিশ্বাস করা হয় যে, এদিনই দেবী দুর্গা মর্তে এসেছিলেন। দুর্গা পুজোর পাঁচ দিন মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহাঅষ্টমী, মহানবমী এবং বিজয়া দশমী হিসেবে পরিচিত। প্রতিটি দিনের নিজস্ব অর্থ এবং তাৎপর্য রয়েছে। মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান হয়ে, দেবীপক্ষ শুরু হয়। সেদিনই আক্ষরিক অর্থে দুর্গা পুজোর সূচনা।
এবছরের দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়। প্যান্ডেলগুলিতে জোরকদমে চলছে কাজ। এদিকে সমস্ত মার্কেটে কেনাকাটা করার ভিড়। রাস্তাঘাটে হোক বা ফোনের চ্যাট বক্সে শুরু হয়ে গিয়েছে পুজোর প্ল্যানিং। সব মিলিয়ে একটা পুজো পুজো আবহ। জেনে নিন, ২০২৫ -র মহালয়া থেকে ভাইফোঁটার দিনক্ষণ।
মহালয়া কবে পড়েছে?
২০২৫ সালের মহালয়া পড়েছে - ২১ সেপ্টেম্বর (৪ আশ্বিন), রবিবার
দুর্গাপুজো ২০২৫ ক্যালেন্ডার
মহাপঞ্চমী- ২৭ সেপ্টেম্বর (১০ আশ্বিন), শনিবার
মহাষষ্ঠী - ২৮ সেপ্টেম্বর (১১ আশ্বিন), রবিবার
মহাসপ্তমী - ২৯ সেপ্টেম্বর (১২ আশ্বিন), সোমবার
মহাষ্টমী - ৩০ সেপ্টেম্বর (১৩ আশ্বিন), মঙ্গলবার
মহানবমী - ১ অক্টোবর (১৪ আশ্বিন), বুধবার
মহাদশমী - ২ অক্টোবর (১৫ আশ্বিন), বৃহস্পতিবার
লক্ষ্মী পুজো কবে?
এবার বছরের লক্ষ্মী পুজো পড়েছে ৬ অক্টোবর (১৯ আশ্বিন), সোমবার
কালী পুজো কবে?
২০ অক্টোবর (২ কার্ত্তিক), সোমবার পড়েছে কালী পুজো
ভাইফোঁটা কবে?
২৩ অক্টোবর (৫ কার্ত্তিক), বৃহস্পতিবার পড়েছে ভাইফোঁটা