Advertisement
দেশ

Rekha Gupta Delhi CM: রেখা গুপ্তা কে? কেন তাঁকে দিল্লির মুখ্যমন্ত্রী করল BJP?

  • 1/12

গুঞ্জন শোনা যাচ্ছিল, দিল্লিতে মুখ্যমন্ত্রী কোনও মহিলাই হবেন। তবুও দলটার নাম বিজেপি, শেষ মুহূর্তে চমক দিতেই পারে। 
 

  • 2/12

অনেকে ভেবেছিলেন অরবিন্দ কেজরিওয়ালকে হারানো প্রবেশ ভার্মা হতে পারেন মুখ্যমন্ত্রী। কিন্তু একাধিক বৈঠকের পরে শেষ পর্যন্ত রাত ৮টায় সিদ্ধান্ত নেওয়া হল, রেখা গুপ্তা হবেন মুখ্যমন্ত্রী। 
 

  • 3/12

রেখা গুপ্তা এবারেই প্রথমবার জিতে বিধায়ক হলেন। প্রথমবারের বিধায়ককে সোজা মুখ্যমন্ত্রীর পদ দেওয়ার নজির, এ দেশে হাতে গোনা। 
 

Advertisement
  • 4/12

৫০ বছর বয়সী রেখা গুপ্তা দিল্লির শালিমার বাগ আসনে ৩০ হাজার ভোটের মার্জিনে জিতেছেন। 'কাম হি পহেচান' অর্থাত্‍ কাজই পরিচয়, এই স্লোগানে ভোটে লড়েছিলেন তিনি।

  • 5/12

ছাত্র রাজনীতি থেকেই উত্থান রেখা গুপ্তার। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ভোটে জিতেছিলেন প্রথমবার। তারপর কাউন্সিলর পদে লড়েছেন। 
 

  • 6/12

দক্ষিণ দিল্লি পুর নিগমের ৩ বারের কাউন্সিলর ও প্রাক্তন মেয়র। বিজেপি মহিলা মোর্চার সর্বভারতীয় সহসভাপতি রেখা অতীতে দিল্লি বিজেপি-র সাধারণ সম্পাদকের ভূমিকা পালন করেছেন।

  • 7/12

দৌলত রাম কলেজ থেকে গ্র্যাজুটেয় রেখা ১৯৯৬ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত DUSU-র প্রেসিডেন্ট ছিলেন। ২০০৭ সালে প্রথমবার পুরভোটে জিতে কাউন্সিলর হন।
 

Advertisement
  • 8/12

দিল্লিতে দীর্ঘদিন মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন কংগ্রেসের শীলা দীক্ষিত। পরে আপ-এর অতিশী  বিজেপি-র সুষমা স্বরাজ হয়েছেন। 
 

  • 9/12

দিল্লিতে মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার সেই লেগাসিকেই বেছে নিল বিজেপি। দিল্লিতে টানা ১৫ বছর মুখ্যমন্ত্রী ছিলেন শীলা দীক্ষিত। ১৯৯৮ সালে দিল্লির মুখ্যমন্ত্রী হয়েছিলেন প্রয়াত সুষমা স্বরাজ। 
 

  • 10/12

রেখাকে বাছাই করে রাজনীতিতে মহিলাদের অগ্রাধিকারের বিষয়টিও তুলে ধরার চেষ্টা করল বিজেপি। ৭০ আসনের দিল্লি বিধানসভায় বিজেপি-র ৯ জন মহিলা প্রার্থী লড়াই করেছেন। ৪ জন জিতেছেন।
 

  • 11/12

বিজেপি-র সঙ্গে রেখা গুপ্তা প্রায় ৩ দশক ধরে যুক্ত। দলের বিভিন্ন সাংগঠনিক পদ সামলেছেন। বিজেপি-র প্রতিটি স্তরের নেতৃত্ব দেখেছেন। 
 

Advertisement
  • 12/12

এমনকী তাঁর বিরুদ্ধে কোনও রকম বিতর্কও নেই। একেবারে স্বচ্ছ ভাবমূর্তির নতুন মুখ দিয়েই বাজিমাত করল বিজেপি। 
 

Advertisement