Advertisement
দেশ

Maha Kumbh Water: মহাকুম্ভের জলে মানুষের মলে থাকা ব্যাক্টেরিয়া মিলল উচ্চমাত্রায়, চাঞ্চল্যকর রিপোর্ট

  • 1/12

প্রয়াগরাজে সঙ্গমে জলে উচ্চ মাত্রায় বিপজ্জনক ব্যাক্টেরিয়া। তাও আবার মানুষের মলে থাকা ব্যাক্টেরিয়ায় ভরে গিয়েছে জল। 
 

  • 2/12

ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় গ্রিন ট্রাইবুনাল। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের রিপোর্ট রীতিমতো আশঙ্কাজনক। সঙ্গমের জলে হাই লেভেলে মানুষের মলে থাকা ব্যাক্টেরিয়া ভর্তি। 
 

  • 3/12

গত ৩ ফেব্রুয়ারি প্রয়াগরাজের জলের দূষণের রিপোর্টটি পেশ করা হয়েছে। রিপোর্টে দেখা গিয়েছে, মহাকুম্ভে জলে উচ্চমাত্রায় রয়েছে মানুষের মলে থাকা ব্যাক্টেরিয়া। 
 

Advertisement
  • 4/12

রিপোর্টে আরও বলা হয়েছে, মহাকুম্ভে কোটি কোটি মানুষ পুণ্যস্নান করছেন। বিশেষ করে যে সব পুণ্যদিনে অমৃত স্নান হয়েছে, সেই সব দিনে সবচেয়ে বেশি ব্যাক্টেরিয়া বেড়েছে সঙ্গমের জলে। 
 

  • 5/12

রিপোর্ট অনুযায়ী, শাহি স্নানের দিনগুলিতে মানুষের মলে পাওয়া ব্যাক্টেরিয়ার মাত্রা সবচেয়ে বেশি সঙ্গমের জলে। 
 

  • 6/12

ট্রাইবুনালের বিচারক ও কলকাতার হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ওই রিপোর্ট পর্যালোচনা করে উত্তরপ্রদেশে দুষণ নিয়ন্ত্রণ বোর্ডকে সমন পাঠিয়েছেন। 
 

  • 7/12

সঙ্গমের জলে দূষণ রুখতে সরকার কী কী ব্যবস্থা নিচ্ছে, তা জানতে চাওয়া হয়েছে। 

Advertisement
  • 8/12

প্রয়াগরাজে নিকাশিব্যবস্থা গত বছরের ডিসেম্বর থেকেই স্ক্রুটিনি করা হচ্ছে। সঙ্গমের জলের দূষণ নিয়ন্ত্রণ করতে কড়া ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে জাতীয় গ্রিন ট্রাইবুনাল।
 

  • 9/12

দূষিত নিকাশি জল যেভাবে গঙ্গা ও যমুনায় মিশেছে, তা নিয়ে অতীতেও উদ্বেগ জানিয়েছিল ট্রাইবুনাল।
 

  • 10/12

ইতিমধ্যেই প্রয়াগরাজে সঙ্গমে প্রায় ৫০ কোটি মানুষ পবিত্র স্নান সেরেছেন। এখনও চলছে মেলা। আগামী ২৬ ফেব্রুয়ারি শিবরাত্রিতে শেষ শাহি স্নান। সেদিনই মেলা শেষ হবে। 
 

  • 11/12

এবারে ১৪৪ বছরের পুণ্যতিথিতে আয়োজিত হয়েছে এই মহাকুম্ভ। শনি, রবি, বৃহস্পতির অবস্থানের উপর ভিত্তি করে এই তারিখ তৈরি হয়।
 

Advertisement
  • 12/12

রেকর্ড যাচাই করতে এসে পড়েছেন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের কর্তারাও। প্রশাসনের তথ্য বলছে, মাঘী পূর্ণিমা তিথিতে স্নান সেরেছেন ২.১ কোটি।


 

Advertisement