Advertisement
দেশ

Maha Shivratri Maha Kumbh 2025: মহাকুম্ভের শেষ অমৃত-স্নান, কোটি কোটি মানুষ সঙ্গমে নামলেন মধ্যরাতে ব্রহ্ম মুহূর্তে, PHOTOS

  • 1/10

শেষের পথে মহাকুম্ভ। আজ অর্থাত্‍ শিবরাত্রিতেই শেষ অমৃত স্নান। প্রয়াগরাজে এক সুবিশাল মিলনমেলায় যেন খোঁজ মিলল ভারত-আত্মার। টানা ৬ সপ্তাহ ধরে চলা মহাকুম্ভ মেলা অন্তিম পর্যায়ে। 

  • 2/10

আজ শিবরাত্রি উপলক্ষে প্রায় মধ্যরাত থেকেই সঙ্গমে লক্ষ লক্ষ ভক্ত স্নান করছেন। এই প্রতিবেদন যখন লেখা হচ্ছে, তখন সঙ্গমে ৮১ লক্ষের বেশি মানুষ অমৃত স্নান সেরে ফেলেছেন। দিনের শেষে তা কোটি ছাড়িয়ে যাবে বলেই মনে করা হচ্ছে।
 

  • 3/10

ভগবান শিবের মহাপুজো উপলক্ষে আজ কুম্ভে মহাস্নান। প্রতি ১২ বছর অন্তর কুম্ভ মেলা হয়। এই সময় সঙ্গমের জলে স্নান করলে মোক্ষ লাভ হয় বলে বিশ্বাস ভক্তদের। 
 

Advertisement
  • 4/10

এই ছাড়াও অমৃত স্নান মানে হল, এই বিশেষ দিনগুলিতে সঙ্গমের জল অমৃত হয়ে যায়। ফলে সব পাপ ধুয়ে যায়।

  • 5/10

হিন্দু পুরান অনুসারে, সমুদ্র মন্থনের সময় মহাদেব সব গরল পান করে নেন। দেবতারা পেয়েছিলেন অমৃত। সেই অমৃতই বিশেষ দিনে অমৃত কুম্ভ পরিণত হয়। 
 

  • 6/10

গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর মিলনস্থল প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গম। উত্তরপ্রদেশ সরকারি তথ্য অনুযায়ী, এদিন রাত ২টোর সময়েই ১১ লক্ষ ৬৬ হাজার ভক্ত পুণ্যস্নান করেছেন কুম্ভে। ভোর ৬টা পর্যন্ত সেই সংখ্যা বেড়ে হয়ে যায় ৪১ লক্ষ ১১ হাজার।

  • 7/10

এদিন পুণ্যস্নানের আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সবাইকে শেষ অমৃতস্নান ও শিবরাত্রির শুভেচ্ছা জানান। নিজেও পুজো করেন।
 

Advertisement
  • 8/10

এদিন মধ্যরাতে ব্রহ্ম মুহূর্তে স্নান করার জন্য প্রচুর পুণ্যার্থী জড়ো হন সঙ্গমে। ঠিক ওই সময়েই তাঁরা স্নান সারেন। 
 

  • 9/10

মহাকুম্ভে ৬টি পুণ্যস্নানের দিন। পৌষ পূর্ণিমা (১৩ জানুয়ারি), মকর সংক্রান্তি (১৪ জানুয়ারি), মৌনী অমাবস্যা (২৯ জানুয়ারি), বসন্ত পঞ্চমী (৩ ফেব্রুয়ারি), মাঘী পূর্ণিমা (১২ ফেব্রুয়ারি) ও মহাশিবরাত্রি (২৬ জানুয়ারি)। এর মধ্যে ৩টি রয়েছে অমৃত স্নান।

  • 10/10

শুধু মঙ্গলবারেই অর্থাত্‍ শিবরাত্রির আগের দিন ১ কোটি ৩৩ লক্ষ মানুষ কুম্ভস্নান সেরেছেন। এখনও ২০২৫ সালের মহাকুম্ভে ৬৫ কোটির বেশি মানুষ স্নান সারলেন বলে জানিয়েছে উত্তরপ্রদেশ সরকার।

 

Advertisement