Porta Potty Party: দুবাইয়ের 'পোর্টা-পটি পার্টি', বিলাসের মুখোশের আড়ালে ভয়াবহ যৌন নির্যাতন 

দুবাই ধনী, বিলাসী আর আকাশছোঁয়া আড়ম্বরের এক শহর। প্রতিরাতে এখানে আয়োজিত হয় হাই-প্রোফাইল পার্টি, যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভিআইপি অতিথি, ধনী ব্যবসায়ী, প্রভাবশালী রাজনীতিক ও সেলিব্রিটি উপস্থিত হন। কিন্তু এই পার্টিগুলোর একটি অংশ রয়েছে, যা গ্ল্যামারের মোড়কে লুকিয়ে আছে ভয়াবহ অন্ধকারে।

Advertisement
দুবাইয়ের 'পোর্টা-পটি পার্টি', বিলাসের মুখোশের আড়ালে ভয়াবহ যৌন নির্যাতন 
হাইলাইটস
  • দুবাই ধনী, বিলাসী আর আকাশছোঁয়া আড়ম্বরের এক শহর।
  • প্রতিরাতে এখানে আয়োজিত হয় হাই-প্রোফাইল পার্টি, যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভিআইপি অতিথি, ধনী ব্যবসায়ী, প্রভাবশালী রাজনীতিক ও সেলিব্রিটি উপস্থিত হন।

দুবাই ধনী, বিলাসী আর আকাশছোঁয়া আড়ম্বরের এক শহর। প্রতিরাতে এখানে আয়োজিত হয় হাই-প্রোফাইল পার্টি, যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভিআইপি অতিথি, ধনী ব্যবসায়ী, প্রভাবশালী রাজনীতিক ও সেলিব্রিটি উপস্থিত হন। কিন্তু এই পার্টিগুলোর একটি অংশ রয়েছে, যা গ্ল্যামারের মোড়কে লুকিয়ে আছে ভয়াবহ অন্ধকারে। এদেরই একটি রূপ হলো ‘পোর্টা-পটি পার্টি’, যা নামেই যেমন অবাক করে, বাস্তবতা ততটাই বিব্রতকর, অপমানজনক এবং অমানবিক।

গোপন এই পার্টির ভয়াবহ বাস্তবতা
প্রথমে অনেকে একে গুজব বা অতিরঞ্জিত কল্পনা হিসেবে দেখলেও, সাম্প্রতিক সময়ের ঘটনা , বিশেষ করে ইউক্রেনীয় মডেল মারিয়া কোভালচুকের মর্মান্তিক অভিজ্ঞতা, এই ধরণের পার্টির অমানবিক দিকগুলো সামনে এনে দিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এই গোপন পার্টিগুলোর প্রধান লক্ষ্য হন একা ভ্রমণকারী নারী পর্যটক, মডেল, বিমানসেবিকা ও সোশ্যাল মিডিয়া প্রভাবশালীরা। বিভিন্ন প্রলোভন, যেমন বিলাসবহুল হোটেলে থাকা, দামী গয়না বা ব্যাগ, বা বিপুল অঙ্কের অর্থ, দেখিয়ে তাঁদের পার্টিতে ডেকে আনা হয়।

'প্রতিশ্রুতি'র ফাঁদে নারীরা
অনেক সময় সোশ্যাল মিডিয়া, জিম, বা হোটেলে পরিচয় হওয়া ব্যক্তি ধীরে ধীরে নারীদের উপর প্রভাব বিস্তার করেন। তাদের মূল্যবান উপহার পাঠিয়ে বিশ্বাস অর্জন করা হয়। এরপর আসে আসল প্রস্তাব, বিলাসবহুল পার্টিতে যোগ দেওয়ার আমন্ত্রণ।

কিন্তু এসব পার্টিতে গিয়ে অনেক নারী ভয়াবহ অভিজ্ঞতার শিকার হন। অভিযোগ রয়েছে, তাঁদের জোর করে অবমাননাকর ও নির্যাতনমূলক যৌন কার্যকলাপে বাধ্য করা হয়। অনেক সময় তাঁদের উপর মলত্যাগ, থুথু, বেঁধে রেখে মারধর, এমনকি শ্বাসরোধ করে হত্যা করার মতো কাজও হয়। এসবই 'ধনীদের বিকৃত বিনোদন' হিসেবে চলতে থাকে।

ইউক্রেনীয় মডেল মারিয়ার করুণ পরিণতি
২০ বছর বয়সী ইউক্রেনীয় মডেল মারিয়া কোভালচুক একটি মডেলিং আমন্ত্রণে সাড়া দিয়ে দুবাই গিয়েছিলেন। কিন্তু পরে তাঁকে রাস্তার ধারে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায় কেউ বা কারা। তাঁর মেরুদণ্ডসহ একাধিক হাড় ভাঙা অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। পরিবার ও মানবাধিকার সংগঠনগুলো সন্দেহ করছে যে, মারিয়া ‘পোর্টা-পটি পার্টি’-তে নির্যাতনের শিকার হয়েছিলেন।

Advertisement

‘পোর্টা-পটি পার্টি’ নামটি এল কোথা থেকে?
২০২২ সালে এক প্রাক্তন বিমানসেবিকা প্রথম সোশ্যাল মিডিয়ায় এই পার্টিগুলোর গোপন তথ্য ফাঁস করেন। পরবর্তীতে একাধিক Reddit ব্যবহারকারী ও TikTok ইনফ্লুয়েন্সার বিষয়টি নিয়ে মুখ খোলেন। কেউ কেউ জানান, কীভাবে তাঁদের সহকর্মী বা বন্ধু এই পার্টিতে গিয়ে মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়েছিলেন।

 

POST A COMMENT
Advertisement