Advertisement
মনোরঞ্জন

Oscar 2025 List: অস্কারের মঞ্চে রেকর্ড গড়ল 'আনোরা', কে কোন বিভাগে সেরা? রইল পুরো তালিকা

  • 1/14

৯৭তম অ্যাকাডেমি পুরস্কারের মঞ্চে তারকা সমাবেশ। লস অ্যাঞ্জেলসে হলিউডে আজ অর্থাত্‍ সোমবার বিশ্ববাসী দেখল এবারের অস্কার বিজেতাদের। 

  • 2/14

অ্যাদ্রিয়েন ব্রডি (Adrien Brody) ও মাইকি ম্যাডিশন পেলেন সেরা অভিনেতা ও সেরা অভিনেত্রী বিভাগে অস্কার। 
 

  • 3/14

অস্কারের ইতিহাসে রেকর্ড গড়ল শন বেকারের ছবি আনোরা Sean Baker's Anora)।  
 

Advertisement
  • 4/14

Anora ছবি একাই ৪টি অস্কার পেল। অস্কারের মঞ্চে এই প্রথম একই ছবিতে ৫টি অস্কার পেলেন কোনও পরিচালক। 
 

  • 5/14

Oscars 2025-এ সেরা ছবির তালিকায় ছিল দ্য ব্রুটালিস্ট, আনোরা সহ একাধিক ছবি। এদিন লড়াই হয় মূলত দ্য ব্রুটালিস্ট ও আনোরার মধ্যে। শেষে বাজিমাত করেন আনোরা। 
 

  • 6/14

এবারে সেরা ছবি হিসেবে অস্কার পেল Anora। সেরা অভিনেতা বিভাগে অস্কার পেলেন অ্যাদ্রিয়েন ব্রডি The Brutalist ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্য। 
 

  • 7/14

পুরস্কার হাতে নিয়ে ব্রডি বলেন, 'যুদ্ধ, নিপীড়নের দীর্ঘস্থায়ী ট্রমা, ইহুদিবিদ্বেষ, বর্ণবাদ এবং অন্য বিষয়গুলির প্রতিনিধিত্ব করতে আমি আবার এখানে এসেছি। আমি সবাইকে নিয়ে একটি সুখী পৃথিবীর জন্য প্রার্থনা করি।'

Advertisement
  • 8/14

২০০২ সালে 'দ্য পিয়ানিস্ট' সিনেমার জন্য সর্বকনিষ্ঠ অভিনেতার পুরস্কার জিতেছিলেন ব্রডি। 
 

  • 9/14

মাত্র ২৯ বছর বয়সে অস্কার জেতা ছিল এক অনন্য অর্জন। তারপর প্রায় ২২ বছর পর আবারও একই মঞ্চে অস্কার হাতে উঠল তাঁর। দুবার মনোনয়ন ও দুবাইর অস্কার জেতার রেকর্ডও রয়েছে ব্রডির।
 

  • 10/14

Anora ছবিতে অসামান্য অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী বিভাগে অস্কার পেলেন মাইকি ম্যাডিশন। A Real Pain ছবিতে সেরা সাপোর্টি অ্যাক্টর বিভাগে অস্কার পেলেন কিয়েরান কালকিন। 

  • 11/14

এবারের অ্যাকাডেমি পুরস্কারে সেরা পরিচালকের পুরস্কার পেলেন Anora-র পরিচলক শন বেকার। সেরা সিনেমাটোগ্রাফি বিভাগে পুরস্কার পেলেন লল ক্রাওলি The Brutalist ছবিতে।

Advertisement
  • 12/14

প্যালেস্তাইন-ইজরায়েলি তথ্যচিত্র নো আদার ল্যান্ড সেরা ফিচার ডকুমেন্টারির পুরস্কার পেয়েছে। 
 

  • 13/14

দুই দেশের চার সমাজকর্মী বাসেল আদ্রা, রাচেল সর, হামদান বাল্লাল এবং ইয়ুভ্যাল আব্রাহামের তৈরি এই তথ্যচিত্র আমেরিকাতে কোনও পরিবেশক জোগাড় করতে পারেনি। 
 

  • 14/14

পরে তাঁরা নিজেরাই পরিবেশনা করেন। নো আদার ল্যান্ড এবছরে বাণিজ্যিক ভাবে সবথেকে সফল তথ্যচিত্র।
 

Advertisement