পঞ্চায়েত ওয়েবসিরিজ (Panchayat) খ্যাত অভিনেতা দুর্গেশ কুমারের (Durgesh Kumar) আর্থিক অবস্থা ক্রমেই খারাপের দিকে যাচ্ছে।
Panchayat 3 সিরিজেও দুর্গেশ কুমার রয়েছেন। অস্কারে যাওয়া ভারতীয় ছবি Laapataa Ladies-এও দুর্গেশকে দেখা গিয়েছে।
তাহলে কী ঘটল, যে দুর্গেশ কুমারের মতো অভিনেতা বেকারত্বের আশঙ্কায় অবসাদে ভুগছেন?
সম্প্রতি একটি সাক্ষাত্কারে দুর্গেশ জানিয়েছেন, তিনি স্ট্রাগল করছেন। পঞ্চায়েত সিরিজের সাফল্যের পরেও তিনি কাজ পাচ্ছেন না।
তিনি বলছেন, গত দেড় বছর ধরে বড় প্রোডাকশন থেকে কোনও অডিশনের ডাক পাননি। ছোট প্রোডাকশন থেকে যেটুকু কাজ আসছে, তাও খুব কম পারিশ্রমিক।
দুর্গেশের কথায়, 'হাইওয়ে, পঞ্চায়েতের সাফল্যের পরেও কোনও বড় প্রোডাকশন আমাকে ডাকেনি। সবাই আমার কাজ জানে।
কিন্তু রোল পাচ্ছি না। আমি এই ইন্ডাস্ট্রিতে প্রায় ২৫ বছর ধরে আছি, তাও যে পরিচিতি পাওয়া উচিত, কোনও পরিচিতি পাইনি।'
ন্যাশনাল স্কুল অফ ড্রামা-র (NSD) প্রাক্তনী দুর্গেশ কুমারের বড় ব্রেকথ্রু মেলে ২০১৪ সালে ইমতিয়াজ আলির হাইওয়ে সিনেমায়।
পঞ্চায়েত ওয়েবসিরিজেও গুরুত্বপূর্ণ ও বহুল পরিচিত চরিত্রে অভিনয় করেছেন দুর্গেশ।
সেই দুর্গেশের এখন কাজ জুটছে না। অবস্থা এমনই যে, বি গ্রেডের সফটপর্ন ছবিতে অভিনয় করে পেট চালাচ্ছেন তিনি।
দুর্গেশের বক্তব্য, চরম অবসাদের মধ্যে তাঁর দিন কাটছে। ভাল অভিনেতা হওয়া সত্ত্বেও কাজ নেই দিনের পর দিন।