Advertisement
মনোরঞ্জন

Durgesh Kumar: চরম আর্থিক সঙ্কটে 'পঞ্চায়েত' খ্যাত অভিনেতা, দিনের পর দিন বেকার, কেন?

  • 1/11

পঞ্চায়েত ওয়েবসিরিজ (Panchayat) খ্যাত অভিনেতা দুর্গেশ কুমারের (Durgesh Kumar) আর্থিক অবস্থা ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। 
 

  • 2/11

Panchayat 3 সিরিজেও দুর্গেশ কুমার রয়েছেন। অস্কারে যাওয়া ভারতীয় ছবি Laapataa Ladies-এও দুর্গেশকে দেখা গিয়েছে।
 

  • 3/11

তাহলে কী ঘটল, যে দুর্গেশ কুমারের মতো অভিনেতা বেকারত্বের আশঙ্কায় অবসাদে ভুগছেন?
 

Advertisement
  • 4/11

সম্প্রতি একটি সাক্ষাত্‍কারে দুর্গেশ জানিয়েছেন, তিনি স্ট্রাগল করছেন। পঞ্চায়েত সিরিজের সাফল্যের পরেও তিনি কাজ পাচ্ছেন না।

  • 5/11

তিনি বলছেন, গত দেড় বছর ধরে বড় প্রোডাকশন থেকে কোনও অডিশনের ডাক পাননি। ছোট প্রোডাকশন থেকে যেটুকু কাজ আসছে, তাও খুব কম পারিশ্রমিক।

  • 6/11

দুর্গেশের কথায়, 'হাইওয়ে, পঞ্চায়েতের সাফল্যের পরেও কোনও বড় প্রোডাকশন আমাকে ডাকেনি। সবাই আমার কাজ জানে। 

  • 7/11

কিন্তু রোল পাচ্ছি না। আমি এই ইন্ডাস্ট্রিতে প্রায় ২৫ বছর ধরে আছি, তাও যে পরিচিতি পাওয়া উচিত, কোনও পরিচিতি পাইনি।'
 

Advertisement
  • 8/11

ন্যাশনাল স্কুল অফ ড্রামা-র (NSD) প্রাক্তনী দুর্গেশ কুমারের বড় ব্রেকথ্রু মেলে ২০১৪ সালে ইমতিয়াজ আলির হাইওয়ে সিনেমায়। 
 

  • 9/11

পঞ্চায়েত ওয়েবসিরিজেও গুরুত্বপূর্ণ ও বহুল পরিচিত চরিত্রে অভিনয় করেছেন দুর্গেশ। 
 

  • 10/11

সেই দুর্গেশের এখন কাজ জুটছে না। অবস্থা এমনই যে, বি গ্রেডের সফটপর্ন ছবিতে অভিনয় করে পেট চালাচ্ছেন তিনি।
 

  • 11/11

দুর্গেশের বক্তব্য, চরম অবসাদের মধ্যে তাঁর দিন কাটছে। ভাল অভিনেতা হওয়া সত্ত্বেও কাজ নেই দিনের পর দিন। 

Advertisement