গ্রাম্য জীবনের সাদা-সরল গল্প। আর সেই সাদামাটা গল্পই দাপিয়ে বেড়িয়েছে। মানুষের মনে জায়গা করে নিতে পেরেছে। কথা হচ্ছে 'পঞ্চায়েত' ওয়েব সিরিজের।
Kyunki Saas Bhi Kabhi Bahu Thi Serial: এরকমই একটি শাশুড়ি- বউমার ওপর ভিত্তি করে জনপ্রিয় মেগা হল 'কিউকি সাস ভি কভি বহু থি'। একটা সময় এই ধারাবাহিকের উন্মাদনা এতটাই ছিল যে, তুলসী -মিহিরের গল্প ঘরে ঘরে আলোচনা হত।
Laapata Ladies- Kiran Rao: ২০২৫-এ অস্কারের মঞ্চে ভারতকে প্রতিনিধিত্ব করে কিরণ রাওয়ের এই ছবি। ফের শিরোনামে 'লাপাতা লেডিস'। সোশ্যাল মিডিয়া জুড়ে ভরেছে মিম, ট্রোলিংয়ে।
Barkha Bisht: বেশ কয়েকদিন ধরেই চর্চায় রয়েছেন বরখা বিস্ত। প্রাক্তন স্বামী ইন্দ্রনীল সেনগুপ্তকে নিয়ে ইতিমধ্যেই বিস্ফোরক দাবি করেছেন অভিনেত্রী। বিশ্বাসঘাতকতা, প্রতারণা, পরকীয়ার মতো অভিযোগে বিদ্ধ করেছেন বরখা তাঁর প্রাক্তন স্বামীকে।
Barkha Bisht: একটা সময় ইন্দ্রনীল সেনগুপ্ত ও বরখা সেনগুপ্তের দাম্পত্য দেখে অনেকেই ঈর্ষা করতেন। তাঁদের রসায়ন অনেকেরই নজর কাড়ত। কিন্তু হঠাৎ করে কী যে হল ১৪ বছরের সেই দাম্পত্যে চিড় দেখা দিল। সেই সময় ইন্দ্রনীলের সঙ্গে ইশা সাহার সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়।
Kartik Aaryan: মার্চ-এপ্রিলের এই সময়টা উত্তরবঙ্গ এমনই মনোরম। প্রকৃতি যেন দুই হাত ঢেলে সাজিয়ে দেয় তাকে। আর সেখানেই শ্যুটিংয়ে ব্যস্ত বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। সিকিম সহ উত্তরবঙ্গের একাধিক জায়গায় অনুরাগ বসুর আগামী ছবির শ্যুটিং চলছে রমরমিয়ে। ইতিমধ্যেই কার্তিক আরিয়ানের শ্যুটিংয়ের ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল।
Film director Sanoj Mishra Arrested: নির্যাতিতা তাঁর এফআইআরে বলেছেন যে, সনোজ তাঁর আপত্তিকর ছবি এবং ভিডিও তৈরি করেছে এবং প্রতিবাদ করলে সেগুলি প্রকাশ করার হুমকি দিয়েছে। এরপর বিয়ের অজুহাতে সানোজ তাকে বিভিন্ন স্থানে ডেকে নিয়ে শারীরিক সম্পর্ক করে এবং চলচ্চিত্রে কাজ দেওয়ার প্রলোভন দেয়।
Ranveer Allahbadia: বেশ কিছু সময় ধরেই জনপ্রিয় ইউটিউবার রণবীর আলাহাবাদিয়ার সময় খুব একটা ভাল যাচ্ছে না। ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট শোয়ে এসে বাবা-মায়ের সঙ্গম নিয়ে মন্তব্য করে বিপাকে পড়তে হয়েছিল রণবীরকে। সঙ্গে অবশ্য বিপদে পড়েন সময় রায়নাও। দেশজুড়ে তীব্র নিন্দার মুখে পড়তে হয়েছিল রণবীরকে। সেই ঘটনার আইনি জট এখনও কাটেনি।
Salman Khan: ইদের আগেই মুক্তি পাচ্ছে বলিউড সুপারস্টার সলমন খানের 'সিকান্দর'। আর এই ছবি মুক্তির আগেই বিতর্কে জড়ালেন সল্লু মিঞা। বরেলভি-পন্থী অল ইন্ডিয়া মুসলিম জামাত-এর সভাপতি মৌলানা শাহবুদ্দিন রাজভির তোপের মুখে 'সিকান্দর' সলমন খান।
Kartik Aaryan- Sreeleela Viral: এখবর চাউর হওয়ার পর থেকেই হৈচৈ সিনে দুনিয়ায়। বাঙালি দর্শকদের এই ছবি নিয়ে উৎসাহ আরও বেশি। প্রথম কারণ, বাঙালি পরিচালক। দ্বিতীয়ত, শ্যুটিং করতে উত্তরবঙ্গে হাজির হয়েছিল ছবির টিম।
King Charles Welcomed By Dhoom Song: ১০ মার্চ, লন্ডনের ঐতিহ্যবাহী ওয়েস্টমিনস্টার অ্যাবে-তে কমনওয়েলথ ডে উদযাপনের সময়, যখন রাজা চার্লস ও রানী ক্যামিলা সেখানে পৌঁছান, তখন তাদের স্বাগত জানানো হয় ‘শ্রী মুক্তজীবন স্বামীবাপা পাইপ ব্যান্ড’-এর পারফরম্যান্সে। আর অবাক করার মতো বিষয় হল, ব্রিটিশ রাজপরিবারের এই রাজকীয় অভ্যর্থনার জন্য ব্যান্ডটি বেছে নিয়েছিল বলিউডের জনপ্রিয় গান ‘ধুম মাচালে’!