এখন অনেক বলিউড তারকারাই অভিনয় পেশার পাশাপাশি নিজেদের বিকল্প পেশা শুরু করেছেন। বেশিরভাগই অবশ্য মুম্বইতে রেস্তোরা-ক্যাফে খুলে নিয়েছেন। এবার সেই রাস্তায় হাঁটলেন বং কন্যা তথা বলিউড নায়িকা মৌনি রায়।
Malaika Arora: তাঁর বয়স কত, তা নিয়ে বেশ বিভ্রান্তি রয়েছে। কেউ বলেন ৫০ আবার কেউ বলেন ৫২। সদ্য মালাইকা অরোরা তাঁর জন্মদিন পালন করেছেন গোয়াতে। যেখানে তাঁর বোন অমৃতা অরোরা সহ ইন্ডাস্ট্রির চেনা মুখদের দেখা গিয়েছে।
পাকিস্তানের রোষে বলিউড তারকা সলমান খান। তাঁর নাম সন্ত্রাসবাদীদের তালিকায় ঢোকাল শেহবাজ শরিফের সরকার? সেই প্রশ্নই ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এর আগে বালোচিস্তান নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন অভিনেতা।
সতীশ শাহের প্রয়াণ। বলিউডের এই জনপ্রিয় অভিনেতার আইকনিক চরিত্র ছিল 'সারাভাই'। এছাড়াও 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' থেকে 'ম্যায় হু না'-র মতো একের পর এক সিনেমায় তাঁর অভিনয় দর্শকদের মনজয় করেছে।
Barkha Bisht: ইন্দ্রনীল সেনগুপ্তর সঙ্গে ডিভোর্স হওয়ার পর বরখা বিস্ত মুম্বইতে একেবারে নিজের মতো করে জীবন কাটাচ্ছেন। মেয়ে মীরাকে নিয়েই তাঁর দিন কাটছে। দিওয়ালির দিন বরখাকে দেখা গেল তাঁর চর্চিত প্রেমিকের সঙ্গে। জমিয়ে আলোর উৎসব পালন করলেন তিনি।
Rishabh Tandon: দিওয়ালির পরের দিনই বিনোদন জগতে শোকের ছায়া। অভিনেতা-গায়ক ঋষভ ট্যান্ডন প্রয়াত। আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঋষভ। তিনি রাজধানীতে এসেছিলেন পরিবারের সঙ্গে দিওয়ালি উদযাপন করতে।
কালীপুজোর রাতে খারাপ খবর। চলে গেলেন বলিউডের বিখ্যাত অভিনেতা গোবর্ধন আসরানি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। অভিনেতার ভাইপো মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। সোমবার দুপুর সাড়ে তিনটের সময় শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
পাকিস্তান-বালোচিস্তান নিয়ে সমস্যা দীর্ঘদিনে। পাক সরকার এখন এমনিতেই বালোচিস্তান সমস্যায় জর্জরিত। পাক সেনার উপর বালোচ আর্মির আক্রমণেক কথা প্রায় শোনা যায়। সেই আগুনে ঘি ঢাললেন অভিনেতা সলমন খান।
পতৌদি পরিবারের দিওয়ালি পার্টি। সেটা যে রয়্যাল হবে এটা বলার অপেক্ষা রাখে না। আর এই পার্টিতে সইফকে দেখা গেল বাঙালিয়ানা মেজাজে। কলকাতার ডিজাইনার অভিষেক রায়ের পাঞ্জাবি পরে দিওয়ালি পার্টিতে সাজলেন সইফ। বাদ গেলেন না অভিনেতার পুত্র তৈমুরও। কেমন লাগছে বাপ-বেটাকে আসুন দেখে নিন।
Zaira Wasim: খুব বেশিদিনের ফিল্মি কেরিয়ার নয়। তবে যে কটা বলিউডের ছবি করেছেন, সবেতেই তাঁর অভিনয় প্রশংসিত। ধর্মের টানে বলিউড ছেড়েছিলেন বছর খানেক আগেই। আর অভিনয় ছাড়ার পাঁচ বছরের মধ্যেই বিয়ে করলেন 'দঙ্গল' গার্ল জায়রা ওয়াসিম।
কানাডায় কমেডিয়ান তথা অভিনেতা কপিল শর্মা 'ক্যাপস ক্যাফে'তে ফের চলল গুলি। এই নিয়ে পর পর তিনবার তাঁর ক্যাফেতে গুলি চালানো হয় বলে দাবি। গুলি চালানোর একটি ভিডিওও প্রকাশ্যে এসেছে। পোস্টে লেখা, "জনসাধারণের ওপর আমাদের কোনও শত্রুতা নেই, এরা কাজ করিয়ে টাকা দেয় না।"