Advertisement
বাংলাদেশ

Sheikh Mujibur Rahman House Demolition: অসভ্য! ঢাকায় বঙ্গবন্ধুর সেই বাড়ি এখন ধ্বংসস্তূপ, উন্মত্ত মৌলবাদীদের লুঠপাট চলছে, PHOTOS

বর্বরতার চরমসীমায় পৌঁছে গিয়েছে বাংলাদেশ
  • 1/12

জাতির জনকের বাড়ি এই ভাবে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল বাংলাদেশে। অরাজকতা, বর্বরতার চরমসীমায় পৌঁছে গিয়েছে বাংলাদেশ। বুধবার রাত থেকে ঢাকায় শেখ মুজিবুর রহমানের ঢাকায় ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটি আগুন ধরিয়ে দিয়ে তাণ্ডব শুরু হয়েছিল। 
 

অসভ্য মানুষের উল্লাস চলছে সেই ধ্বংসস্তূপ ঘিরে
  • 2/12

এখনও পর্যন্ত সেই তাণ্ডব চলছে। যে সব ছবি আমাদের হাতে এসেছে, তাতে দেখা যাচ্ছে, বঙ্গবন্ধুর ধানমন্ডির বাড়িটি প্রায় নিশ্চিহ্ন হওয়ার পথে। কিছু অসভ্য মানুষের উল্লাস চলছে সেই ধ্বংসস্তূপ ঘিরে। 
 

বঙ্গবন্ধুর বাড়ি ভেঙেই ক্ষান্ত হয়নি উন্মত্ত জনতা
  • 3/12

শুধু ধানমন্ডিতে বঙ্গবন্ধুর বাড়ি ভেঙেই ক্ষান্ত হয়নি উন্মত্ত জনতা। খুলনায় শেখ হাসিনার আত্মীয়দের বাড়িতেও আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা সামনে এসেছে। 

Advertisement
উন্মত্ত মৌলবাদীরা দেদার লুঠপাঠও চালিয়েছে
  • 4/12

আজ অর্থাত্‍ বৃহস্পতিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নোয়াখালির কোম্পানিগঞ্জ উপজেলার গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। অসভ্য , উন্মত্ত মৌলবাদীরা দেদার লুঠপাঠও চালিয়েছে ধানমন্ডির শেখ মুজিবুরের বাড়িতে।
 

প্রতিবাদীদের গণপিটুনি দিতে শুরু করে উন্মাদ জনতা
  • 5/12

এখনও পর্যন্ত খবর, অনেকে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার ঘটনার প্রতিবাদ করতে যান। জয় বাংলা স্লোগান তোলেন। কিন্তু সেই প্রতিবাদীদের গণপিটুনি দিতে শুরু করে উন্মাদ জনতা।

 মহিলাকে তালা দিয়ে মাথায় মারারও খবর
  • 6/12

এমনকী এক মহিলাকে তালা দিয়ে মাথায় মারারও খবর আসছে। সবাই মিলে একসঙ্গে মেরে রক্তারক্তি করে দিয়েছে। 

স্মৃতির সঙ্গে জড়িয়ে রয়েছে স্বাধীন বাংলাদেশ তৈরির ইতিহাস
  • 7/12

৩২ নম্বর ধানমন্ডির এই বাড়িতেই জীবন কাটিয়েছিলেন শেখ মুজিবুর রহমান। কোণায় কোণায় সেই স্মৃতি। যে স্মৃতির সঙ্গে জড়িয়ে রয়েছে স্বাধীন বাংলাদেশ তৈরির ইতিহাস। 
 

Advertisement
চারিদিকে শুধু বর্বরতার ধ্বংস্তূপ
  • 8/12

বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত সেই মিউজিয়ামও ইতিমধ্যেই গুঁড়িয়ে ফেলা হয়েছে। পৈশাচিক রাগে উল্লাস চলছে মৌলবাদীদের। বাড়িটি প্রায় নিশ্চিহ্ন হওয়ার পথে। চারিদিকে শুধু বর্বরতার ধ্বংস্তূপ।

বই, লোহা, টিন যা পাওয়া যাচ্ছে, লুঠ করে নিয়ে যাচ্ছে
  • 9/12

দুপুরের দিকে বঙ্গবন্ধু স্মৃতি মিউজিয়ামের ছয়তলার বাড়িটি ভাঙা শুরু হয়। বই, লোহা, টিন যা পাওয়া যাচ্ছে, লুঠ করে নিয়ে যাচ্ছে সবাই। হাতুড়ির শব্দে কান পাতা দায়। 
 

 পোড়া গন্ধে শ্বাসবন্ধ হওয়ার জোগাড়
  • 10/12

অন্যদিকে সুধা সদনেও দেখা যায় দাউ দাউ করে আগুন জ্বলছে। ফ্রিজ, খাট, দামি সোফা সব পুড়ছে। পোড়া গন্ধে শ্বাসবন্ধ হওয়ার জোগাড়। কয়েকশো মানুষ লুঠপাট চালাচ্ছে। 
 

পাকিস্তানি সেনাও এই বাড়িতে হাত দেয়নি
  • 11/12

শেখ মুজিবের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় হাসিনা বললেন, 'এমনকী পাকিস্তানি সেনাও এই বাড়িতে হাত দেয়নি। ভেঙে দেয়নি বা আগুন ধরিয়ে দেয়নি। বাংলাদেশে ধ্বংসের খেলা চলছে। রক্তের খেলা চলছে। যে বাংলাদেশ বিশ্বের কাছে রোল মডেল ছিল, তা জঙ্গি দেশে পরিণত  হয়েছে।' 
 

Advertisement
এই বাড়িতেই শেখ মুজিবকে খুন করা হয়েছিল
  • 12/12

ঢাকায় ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি প্রসঙ্গে হাসিনার আক্ষেপ, 'শেখ মুজিবুরকে গ্রেফতার করেছিল পাকিস্তান সেনা। স্বাধীন বাংলাদেশে ফিরে তিনি রাষ্ট্রপতি ভবন বা প্রধানমন্ত্রীর বাসভবনে ওঠেননি তিনি। ধানমন্ডির বাড়িতেই থাকতে শুরু করেন ও সেখান থেকেই দেশ গড়ে তোলেন। এই বাড়িতেই শেখ মুজিবকে খুন করা হয়েছিল, আমার গোটা পরিবারকে হত্যা করা হয়েছিল। আমি ও আমার বোন বিদেশে থাকায় সেদিন বেঁচে গিয়েছিলাম।'

Advertisement