Advertisement
বাংলাদেশ

Sheikh Mujibur Rahman House Vandalised: ছিঃ! ঢাকায় শেখ মুজিবের বাড়ি ভাঙা চলছে আজও, পৈশাচিক উল্লাস করছে মৌলবাদীরা, PHOTOS

  • 1/12

রাত পেরিয়ে সকাল। এখনও ঢাকার ৩২ নম্বর ধানমন্ডির বাড়িটি ভাঙা চলছে। বস্তুত, বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের ইতিহাস মুছে ফেলা হচ্ছে। 
 

  • 2/12

তাঁর শেষ স্মৃতিও রাখতে চায় না ওরা। আজ সকালের দিকে বুলডোজার দিয়ে বাড়িটি ভাঙতে দেখা গিয়েছে। বাড়ির সামনের অংশে তিনতলা পর্যন্ত অনেকটাই গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
 

  • 3/12

শেখ মুজিবের বাড়ি যখন ভাঙা হচ্ছে, তখন কিছু মানুষ নমাজ সেরে পৈশাচিক উল্লাস করছে। মৌলবাদীরা চিত্‍কার করছে, স্বৈরাচারের কোনও চিহ্ন রাখা হবে না বাংলাদেশে। ৩২ নম্বর ধানমন্ডির এই বাড়িতেই জীবন কাটিয়েছিলেন শেখ মুজিবুর রহমান। কোণায় কোণায় সেই স্মৃতি। যে স্মৃতির সঙ্গে জড়িয়ে রয়েছে স্বাধীন বাংলাদেশ তৈরির ইতিহাস। মুক্তিযুদ্ধের ইতিহাস। 
 

Advertisement
  • 4/12

সব মুছে ফেলতে বাকি ছিল এই বাড়িটি। সেটিও গুঁড়িয়ে দেওয়া হল। বাড়ির বিভিন্ন অংশে লাল কালি দিয়ে লেখা ছিল, ‘স্বৈরাচার সাবধান।’
 

  • 5/12

আজ সকালে ধানমন্ডির বাড়ির কিছু অংশে আগুন জ্বলতেও দেখা গিয়েছে। ক্রেন দিয়ে ভাঙা চলছে ওই বাড়ি। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথায়, 'তোমরা বাড়ি গুঁড়িয়ে দিতে পার। কিন্তু ইতিহাস মুছতে পারবে না।'
 

  • 6/12

ইউনূস সরকারকে নিশানা করে হাসিনা বলেন, 'আজ এরা যে বাড়ি ভাঙছে, সেই বাড়ি থেকেই শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করেছিল পাকিস্তানি সেনা। কিন্তু বাড়িতে হাত দেয়নি। ভাঙেওনি, আগুনও ধরায়নি। শেখ মুজিবুর যখন স্বাধীন বাংলাদেশে ফেরেন, তখন এই বাড়িতেই তিনি ছিলেন। এই বাড়িতেই শেখ মুজিবুর ও আমার গোটা পরিবারকে হত্যা কা হয়েছিল।'
 

  • 7/12

২০২৪ সালের অগাস্ট মাসে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন হয়। রক্তক্ষয়ী আন্দোলনে মৃত্যু হয় বহু মানুষের। তারপর থেকেই অরাজকতা চলছে বাংলাদেশে। খুন, সংখ্যালঘুদের উপর অত্যাচার সহ নানা রকম বর্বরতা চলছে।
 

Advertisement
  • 8/12

শেখ হাসিনা বর্তমানে ভারতের আশ্রয়ে রয়েছেন। অগাস্টের সেই ঘটনার ৬ মাস পূর্তি হয় ৫ ফেব্রুয়ারি। বুধবার বাংলাদেশবাসীর উদ্দেশে ভার্চুয়ালি ভাষণ দেন  শেখ হাসিনা। তাঁর ভাষণ সম্প্রচারের কথা আগেই ঘোষণা করে আওয়ামী লীগ ও ছাত্র লীগ। বুধবার হাসিনার ভাষণ শুরুর আগেই সেই রোষ গিয়ে পড়ে ৩২ নম্বর ধানমন্ডির বাড়িতে। মুজিবের বাড়িতে তাণ্ডব, ভাঙচুর চালায় জনতা।
 

  • 9/12

ছাত্র আন্দোলনে অংশ নেওয়া অনেক ছাত্র-জনতা ও অনলাইন অ্যাকটিভিস্ট ফেসবুকে ধানমন্ডি ৩২ অভিমুখে ‘বুলডোজার মিছিল’ এবং ‘মার্চ টু ধানমন্ডি ৩২’ কর্মসূচির ডাক। 

  • 10/12

বুধবার বাংলাদেশের স্থানীয় সময় রাত ৮টা নাগাদ ধানমন্ডিতে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ঢুকে পড়ে উন্মত্ত জনতা। তারপর শুরু হয় ভাঙচুর। পৈশাচিক উল্লাসে আগুন ধরিয়ে দেওয়া হয়।
 

  • 11/12

২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৫ অগাস্ট ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিল মত্ত জনতা। এর পর থেকে বাড়িটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় ছিল। 
 

Advertisement
  • 12/12

এবার সেই বাড়ি একেবারে নিশ্চিহ্ন করে দেওয়ার কাজও শুরু হয়ে গেল। বাড়িটি যতক্ষণ না পুরোপুরি নিশ্চিহ্ন হচ্ছে, ততক্ষণ নাকি ভাঙচুর চালাবে উন্মত্ত জনতার দল। 
 

Advertisement