Advertisement

পাবলিক মিটিং করার কী দরকার? Brigade Gita Path নিয়ে Mamata Banerjee

'আমি সেকুলার রাজনীতি করি।নির্বাচন এলেই টাকা দিয়ে কিনে ভোট ভাগাভাগির চেষ্টা করে। আমরা করি না'। সেই সঙ্গে তিনি বলেন, 'শ্রীকৃষ্ণ বলেছিলেন ধর্ম মানে ধারণ করা। ধর্ম মানে পবিত্রতা। ধর্ম মানে শান্তি। ধর্ম মানে হিংসা নয়। ধর্ম মানে ভেদাভেদ নয়। বিজেপির বন্ধুরা আশা করছি, আমার কথা শুনতে পারছেন, এর উত্তর দেবেন'। ব্রিগেডে গীতাপাঠের অনুষ্ঠানে প্যাটিস বিক্রেতাকে মারধরের ঘটনায় প্রতিক্রিয়া দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement
POST A COMMENT