উনি সব কিছুই করেন। কোভিডের সময় ভ্যাকসিনকে কটাক্ষ করেছিলেন। নিজেই প্রথমে ভ্যাকসিন নিয়েছিলেন'। মমতা বন্দ্যোপাধ্যায়ের এসআইআর ফর্ম পূরণ নিয়ে প্রতিক্রিয়া দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
এবার বিধাননগরে রাম মন্দির নির্মাণ। ব্যানার পড়ল সল্টলেকের করুণাময়ী, সিটি সেন্টার-সহ বিভিন্ন জায়গায়। মন্দির নির্মাণের আহ্বায়ক সঞ্জয় পয়রার বক্তব্য, আগামী মার্চে মাসে নির্মাণ কাজ শুরু হবে। এদিকে, মুর্শিদাবাদে প্রস্তাবিত বাবরি মসজিদের জমিতে নমাজ পড়লেন তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবীর।
'সিভি আনন্দ বোস বাংলার ভোটার তালিকায় নাম তুললে তৃণমূলের একটি ভোট বাড়বে। আমি ওঁর মন বুঝি। দিল্লির চাপে বলতে হয়। ভোট দিতে গেলে তৃণমূল প্রার্থীর পক্ষেই পড়বে'। বললেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।
শহরের মধ্যে আর এক শহর সোনাগাছি। এশিয়ার বৃহত্তম যৌনপল্লি। কলকাতার রেডলাইট এলাকা। নাম-ধামহীন যৌনকর্মীদের বাস। মানুষের আদিরস, আদিমতম চাহিদা পূরণ করে চলেছে দশকের পর দশক ধরে। সেই সোনাগাছিকে আপাতত গ্রাস করেছে SIR নামক একটি আতঙ্ক। কীভাবে দেবেন পিতৃ পরিচয়ের প্রমাণপত্র? আত্মীয় কে? ঠিকানাই বা কী? নাগরিকত্ব চলে যাবে না তো? বাংলাদেশি বলে দিলে.
কীভাবে বাংলায় রোহিঙ্গা, বাংলাদেশি অনুপ্রবেশের কথা বলছে বিজেপি? অ্যাজেন্ডা আজতকে সুকান্ত মজুমদার বললেন,'প্রায় ১ কোটি লোককে শুনানিতে ডাকা হতে পারে। বসিরহাটে গিয়ে দেখুন অনুপ্রবেশকারী আছে কিনা'।
'দেশের জন্যও দরকার পশ্চিমবঙ্গে জাতীয়তাবাদী সরকার। বিজেপিই একমাত্র বিকল্প। বর্তমানে যে সরকার রয়েছে, তারা জাতীয়তাবাদী নয়'। বললেন সুকান্ত মজুমদার।
২০২৬ সালে বিধানসভা ভোটের আগে বাঙালি অস্মিতা নিয়ে বিজেপিকে নিশানা করছেন তৃণমূল কংগ্রেস। অ্যাজেন্ডা আজতকের মঞ্চে জবাব দিলেন সুকান্ত মজুমদার। তিনি বলেন,'আমরা চাই ইউসুফ পাঠান বাংলায় ভাষণ দিন'।
'বিজেপি চিঠি দিলেই সেটা রামায়ণ-মহাভারত!বিজেপি চিঠি দিলেই নাম কাটতে হবে? বিজেপির আইটি সেল ভোটার তালিকা দেবে। তাতে ভোট হবে। এটাই তো আপনাদের পরিকল্পনা'। বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
'আমি সেকুলার রাজনীতি করি।নির্বাচন এলেই টাকা দিয়ে কিনে ভোট ভাগাভাগির চেষ্টা করে। আমরা করি না'। সেই সঙ্গে তিনি বলেন, 'শ্রীকৃষ্ণ বলেছিলেন ধর্ম মানে ধারণ করা। ধর্ম মানে পবিত্রতা। ধর্ম মানে শান্তি। ধর্ম মানে হিংসা নয়। ধর্ম মানে ভেদাভেদ নয়। বিজেপির বন্ধুরা আশা করছি, আমার কথা শুনতে পারছেন, এর উত্তর দেবেন'। ব্রিগেডে গীতাপাঠের অনুষ্ঠানে প্যাটিস বিক্রেতাকে মারধরের ঘটনায় প্রতিক্রিয়া দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
অমিত শাহের নাম না করে আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য,'ওঁর দু'চোখ দেখলেই মনে হয় ভয়ঙ্কর। তিনি বলে দেন, এদের রোহিঙ্গা, বাংলাদেশি বলে বাদ দাও'।
লোকসভায় অমিত শাহ বনাম রাহুল গান্ধী। ভোট চুরি নিয়ে সাংবাদিক বৈঠকের চ্যালেঞ্জ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন,'আপনার কথায় সংসদ চলবে না। কোন ক্রমে ভাষণ দেব, সেটা আমি ঠিক করব'।