Advertisement

'BJP তে এমন কেউ জন্মায়নি যে Firhad Hakim কে আর ম্যাডামকে হারাবে,' চ্যালেঞ্জ ববির

ফিরহাদ হাকিমের কেন্দ্র কলকাতা বন্দরে SIR খসড়া তালিকায় বাদ পড়েছে প্রায় ৬৩ হাজার ভোটারের নাম। এ প্রসঙ্গে ক্ষুব্ধ মন্ত্রী বক্তব্য, 'অনেক মৃত এবং স্থানান্তরিত ভোটার থাকতে পার তবে এত নাম বাদ যাওয়ার কথা নয়। বৈধ ভোটারের নাম বাদ গেলে আমরা তা মেনে নেব না।' একইসঙ্গে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে ফিরহাদ বলেন, 'BJP-তে এমন কেউ জন্মায়নি যে ফিরহাদ হাকিমকে হারাবে আর ম্যাডামকে ভবানীপুরে পরাজিত করবে।'

Advertisement
POST A COMMENT