Advertisement
বিশ্ব

Hollywood Fire Incident Photos: আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে গোটা হলিউড, দাবানল ছড়িয়ে পড়ছে দ্রুত, ভয়াবহ সব ছবি

  • 1/21

ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলসে একাধিক জঙ্গলে আগুন লেগে পুড়ে ছাই বিস্তীর্ণ এলাকা। দাবানল এখন হলিউড হিলস পর্যন্ত পৌঁছে গিয়েছে। যেখানে পৃথিবীর একাধিক বড় প্রোডাকশন হাউজের স্টুডিও রয়েছে।


 

  • 2/21

ওয়ার্নার ব্রাদার্স, ইউনিভার্সাল পিকচারস, প্যারামাউন্ট পিকচারস, ওয়ার্ল্ড ডিজনি পিকচারসের একাধিক সিনেমা শুটিং চলছে, সঙ্গে এখানে হলিউডের একাধিক তারকার প্রাসাদোপম বাড়িও রয়েছে।

  • 3/21

সবার আগে আগুন প্যাসিফিক পেলিসেডসের জঙ্গলে লেগেছিল। এটা ছড়াতে ছড়াতে হার্স্টের জঙ্গলে পৌঁছে গিয়েছে। এখন আগুন আশপাশের জঙ্গলেও সানসেট পর্যন্ত পৌঁছে গিয়েছে। যেখানে পশ এলাকায় গুলিকে নিজেদের কব্জায় নিয়ে নিয়েছে আগুনের শিখা। 

Advertisement
  • 4/21

এখন আগুন হলিউডের তারকাদের ডেরা পর্যন্ত পৌঁছে গিয়েছে। কারণ এই সম্পূর্ণ পাহাড় এলাকাই এখন আগুনে গ্রাসে চলে এসেছে। লস এঞ্জেলস এর প্যাসিফিক পেলিসেডসে হেলিকপ্টার দিয়ে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে।

  • 5/21

লস এঞ্জেলসের জঙ্গলে আগুন লেগে এতটা ভয়াবহ পরিস্থিতি যে, এখানে ইমারজেন্সি ঘোষণা করে দেওয়া হয়েছে। ৭০ মাইল প্রতি ঘন্টায় গতিতে চলতে থাকা হাওয়া আগুনকে আরো ভয়াবহ করে তুলেছে।

  • 6/21

জঙ্গল থেকে নিয়ে উচু উঁচু বিল্ডিং এবং আলিশান বাংলোগুলি এর গ্রাসে চলে আসছে। সাধারণ মানুষ থেকে তারকা, সবাই প্রাণ বাঁচাতে পরিমড়ি করে বাড়ি ছেড়ে পালাচ্ছেন। হলিউড ত্রাহি ত্রাহি রব উঠেছে। এখনও পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। প্রায় এক হাজারের বেশি বাড়ি নষ্ট হয়ে গিয়েছে। 

  • 7/21

এই আগুন ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলসের একাধিক জঙ্গলে ছড়িয়ে পড়েছে। সবার আগে প্যাসিফিক প্যালিসেডসের জঙ্গলে লাগে, যা বাড়তে বাড়তে অন্য জঙ্গলগুলিতেও পৌঁছে গিয়েছে। এখন আগুন আশপাশের জঙ্গলেও ছড়িয়ে পড়েছে।

Advertisement
  • 8/21

বুধবার সন্ধ্যায় হলিউড হিলসকে ছুঁয়েছে আগুন। সেখানে আগুন ছড়াতে ছড়াতে লস এঞ্জেলসে হলিউড হিলস বুধবার সন্ধ্যায় নতুন করে আগুনের গ্রাসে চলে এসেছে।

  • 9/21

আমেরিকার ফিল্ম উদ্যোগের প্রতীক বলে পরিচিত হলিউড হিলসের ৬০ একরের উপর অবস্থিত সানসেট এলাকায় আগুন ধ্বংসকাণ্ড চালাচ্ছে। এই আগুন এখন পর্যন্ত কাবু করা যায়নি। এটি বেড়েই চলেছে।

  • 10/21

হলিউডের একাধিক প্রোডাকশন হাউস আগুনের গ্রাসে আসতে পারে আশঙ্কায় হলিউডের ঘেরা এলাকায় বাইরে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এলাকাবাসীদের।

  • 11/21

এছাড়া পশ্চিমে সানসেট বুলেবার্ড এবং ওয়েস্ট হলিউডের বেভারলি হিলস এলাকা এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে  নাগরিকদের। পেলিসেডস ফায়ার যা ১৫ হাজার একরে ছড়িয়ে রয়েছে, এখনও পর্যন্ত এক হাজারের বেশি বাড়িঘর প্রতিষ্ঠানকে নষ্ট করে দিয়েছে।

Advertisement
  • 12/21

এটি লস এঞ্জেলসের ইতিহাসের সবচেয়ে ভয়ংকর এবং বিনাশকারী আগুন বলে এই মুহূর্তে মনে করা হচ্ছে। নিয়ন্ত্রণে আনা যায়নি বলে জানা গিয়েছে।

  • 13/21

জঙ্গলের এই আগুনে এখনও পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। ২৫ হাজার একরের বেশি এলাকা পুড়ে ছাই হয়ে গিয়েছে। এক লাখের বেশি লোক নিজেদের বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছেন।

  • 14/21

লক্ষাধিক লোকেদের বাড়িতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আগুনের কারণে আকাশে আগুনের ফুলকি উড়ে বেড়াচ্ছে এবং দিনের বেলাতেই অন্ধকারের মত পরিস্থিতি তৈরি হয়েছে।

  • 15/21

বিশেষজ্ঞদের মত অনুযায়ী সান্তা এনা বায়ু সাধারণত শীতকালে প্রবাহিত হয়। কিন্তু এ বছর বৃষ্টি না হওয়ার কারণে বিস্তীর্ণ এলাকা শুকনো ছিল। গত ১ দশকে আগুনের গতি এবং তীব্রতা ক্রমশ বেড়েছে।

Advertisement
  • 16/21

আগুন থেকে বাঁচার জন্য স্থানীয় প্রশাসন সতর্ক থাকার এবং নিকাশি সংক্রান্ত নির্দেশ পালন করার আবেদন জানিয়েছেন।

  • 17/21

ন্যাশনাল ওয়েদার সার্ভিস এর সাউথ ক্যালিফোর্নিয়াতে ১.৬ কোটি লোকেরা রেড ফ্ল্যাগ ওয়ার্নিংয়ের মধ্যে পড়েছেন। যা আগুন সম্পর্কিত সবচেয়ে বড় অ্যালার্ট।

  • 18/21

সান্তা-এনা বায়ু এবং শুষ্ক আবহাওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে যাচ্ছে। যদিও বৃহস্পতিবার পরিস্থিতি খানিকটা ভাল হবে বলে আশা করা হচ্ছে।

 

  • 19/21

ফায়ার লস এঞ্জেলেসের পূর্বে পিটন ক্যানিয়নে আগুন পাসাডেনা পর্যন্ত পৌঁছে গিয়েছে এবং ১০ হাজার একরের বেশি এলাকা নিজের কব্জায় নিয়েছে ।

 

Advertisement
  • 20/21

লস এঞ্জেলসে জল এবং শক্তি বিভাগ শহরে জলাশয়ে জল ভরে দিয়েছিল। কিন্তু এত বড় সংখ্যায় দমকল গাড়িগুলি হাইড্রেন্টের সঙ্গে জুড়ে থাকার কারণে এবং আকাশপথে সাপোর্ট না পাওয়ায় জলের সমস্যায় পড়েছে।

 

  • 21/21

 

 

 

 

 

সমস্ত ছবি সৌজন্য- এপি/ এটিনে লরেন/ এথন স্বোপ

Advertisement