Advertisement

East Midnapore Corpse Incident: কবর খুঁড়ে দেহ তুলে ও করছিল? কাঁথির হাড়হিম VIDEO

সকাল তখন ঠিক দশটা। পূর্ব মেদিনীপুরের কাঁথির শ্রীরামপুর গ্রামের মানুষজন তখনও নিজেদের কাজে ব্যস্ত। হঠাৎই এলাকায় ছড়িয়ে পড়ে এক অদ্ভুত খবর—এক যুবক নাকি কবর খুঁড়ে মৃতদেহ তুলেছে! প্রথমে কেউ বিশ্বাস করতে চাননি। কিন্তু কিছু সময়ের মধ্যেই ছবিটা একেবারে স্পষ্ট হয়ে যায়। গ্রামের শ্মশানঘাটের পাশে কবরের ভিতর থেকে এক যুবক সত্যিই একটি মৃতদেহ টেনে তুলে তাকে দাঁড় করিয়ে সেলফি তুলছিল বলে অভিযোগ। আর তা চোখে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।

Advertisement
POST A COMMENT