Mamata BanerjeeNRC-র ভয়ে পানিহাটির এক ব্যক্তি আত্মঘাতী হয়েছেন। নিজের এক্স হ্যান্ডেলে চাঞ্চল্যকর দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই ব্যক্তির নাম প্রদীপ কর (৫৭)। মুখ্যমন্ত্রীর দাবি, ওই ব্যক্তি সুইসাইড নোটে তাঁর মৃত্যুর জন্য NRC-কে দায়ি করেছেন। তাঁর প্রশ্ন, ভয় ও বিভাজনের রাজনীতি করার জন্য বিজেপি NRC-র ভয় দেখাচ্ছে। এতে মানুষের মধ্যে ভয় ও সন্ত্রাসের বাতাবরণ তৈরি হচ্ছে।
মুখ্যমন্ত্রী এই ঘটনা নিয়ে লম্বা পোস্ট করেন। তার ছত্রে ছত্রে কেন্দ্রীয় সরকার ও বিজেপিকে আক্রমণ করেন। তাঁর দাবি, বছরের পর বছর ধরে ভোটের রাজনীতি করার জন্য NRC চালুর হুমকি দেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী লেখেন, 'বছরের পর বছর ধরে বিজেপি কীভাবে এনআরসির হুমকি দিয়ে নিরীহ নাগরিকদের উপর নির্যাতন চালাচ্ছে, মিথ্যা ছড়াচ্ছে। এতে সাধারণ মানুষ আতঙ্কিত। ভোটের জন্য সাধারণ মানুষের এই নিরাপত্তাহীনতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে বিজেপি। তারা গণতন্ত্রকে ভয়ের রঙ্গমঞ্চে পরিণত করেছে। সাধারণ মানুষ তাদের অস্তিত্বের অধিকার নিয়ে সন্দেহ করছে। বাধ্য হচ্ছে। এই মর্মান্তিক মৃত্যু আসলে বিজেপির প্রচারের প্রত্যক্ষ পরিণতি। যাঁরা দিল্লিতে বসে জাতীয়তাবাদ প্রচার করেন, তাঁরা সাধারণ ভারতীয়দের মনে এমন ভয় তৈরি করছেন যে, দেশে থেকেও বিদেশি হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করছেন সাধারণ মানুষ।'
কেন্দ্রীয় সরকারকে তোপ দেগে মুখ্যমন্ত্রী দাবি করেন, জনগণের মধ্যে যে ভয়ের বাতাবরণ তৈরি করা হয়েছে তা দূর করার দায়িত্ব বিজেপি পরিচালিত সরকারেরই। তিনি লেখেন, 'আমি দাবি করছি কেন্দ্রীয় সরকার এই নির্মম খেলা চিরতরে বন্ধ করুক। বাংলা কখনই এনআরসিকে অনুমতি দেবে না, এবং কাউকে জনগণের মর্যাদা বা স্বত্ব কেড়ে নিতে দেবে না।'
অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বিজেপিকে এই ইস্যুতে আক্রমণ করেন। বলেন, 'বিজেপির কজন নেতা আছে যাঁরা প্রদীপ করকে দেখতে গিয়েছিলেন? কেউ যাননি। তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রথম গিয়েছেন। প্রয়াত প্রদীপ কর,নিজের মৃত্যুর জন্য SIR ও NRC দায়ী। আর কত মৃত্যু দেখতে চান অমিত শাহ, নরেন্দ্র মোদীরা? তবে এসব করেও বাংলায় তৃণমূল জিতবে। ২০২১ সালের থেকে একটা হলেও বেশি আসন পাবে। এই মৃত্যুর জন্য দায়ী অমিত শাহ ও জ্ঞানেশ কুমার। তাঁদের নামে অভিযোগ দায়ের হওয়া উচিত।'