সোমবার রেড রোডে নমাজ পাঠের অনুষ্ঠানে উপস্থিত হয়ে সম্প্রীতির বার্তা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা মঞ্চে দাঁড়িয়ে কোনও উস্কানিতে পা না দেওয়ার জন্য আবেদনও করেন। একই সঙ্গে ধর্মের নামে ভোটব্যাঙ্কের রাজনীতি করার অভিযোগে বিরোধীদের কাঠগোড়ায় তোলেন। ভোটের জন্য ধর্ম নিয়ে কারবার করা রাজনীতিকদের ‘দোকান’ বন্ধ করার হুঁশিয়ারিও দেন বাংলার মুখ্যমন্ত্রী।
উস্কানি থেকে সাবধান থাকার সতর্কবার্তাও দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘কেউ কেউ অশান্তি চায়। দাঙ্গা চায়। প্ররোচনায় পা দেবেন না। এটা ওদের প্ল্যান। কেউ উস্কানি দিলে ছোঁবেন না। জানবেন দিদি রয়েছে। কাউকে ছুঁলে তার গুরুত্ব বেড়ে যায়।’ রাজ্যের পরিস্থিতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্বিগ্ন দেখালেও অনুব্রত মণ্ডলের গড় বীরভূমে ইদের দিন দেখা গেল সম্প্রীতির ছবি। দুই সম্প্রদায়কে ঐক্যবদ্ধ ভাবে ইদ উৎসব পালন করতে দেখা গেল। নিজের হাতে রান্না করলেন কাজল শেখ। পবিত্র ঈদ উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষদের জন্য খাবারের আয়োজন করেন বীরভূমের সভাধিপতি কাজল শেখ।
সোমবার দেশজুড়ে পালিত হয়েছে খুশির ইদ। পুরো একমাস ধরে রমজান মাসে রোজা রাখার পর ইসলাম ধর্মাবলম্বী মানুষদের জন্য আসে খুশির ইদ। প্রতিটি জায়গায় ইসলাম ধর্মের মানুষজন ইদের নমাজ আদায়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটিকে উদযাপন করেন। বীরভূমের নানুর ব্লকের পাপুড়ি গ্রামে রমজান মাস শেষে ইদের নামাজ আদায় করেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। পাপুড়ি গ্রামের ইদগাহ ময়দানে ইদের নামাজ আদায় করার সময় জেলা সভাধিপতি কাজল শেখের সঙ্গে ছিলেন তাঁর দাদা তথা কেতুগ্রাম বিধানসভার বিধায়ক শেখ শাহনেয়াজ। ইদের নামাজ আদায় করার পর হাজারেরও বেশি হিন্দু ধর্মের মানুষদের খাবারের আয়োজন করেন জেলা সভাধিপতি কাজল শেখ। ২০১০ সাল থেকে হিন্দু ধর্মের প্রতিটি মানুষদের পাপুড়ি গ্রামে এই খাবারের ব্যবস্থা করেন জেলা সভাধিপতি কাজল শেখ। বীরভূমে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির গড়লেন জেলা সভাধিপতি কাজল শেখ।
সংবাদদাতা- শান্তনু হাজরা