Advertisement
পশ্চিমবঙ্গ

Dol Yatra 2025: বিশ্বভারতীতে কবে হবে বসন্তোৎসব? শান্তিনিকেতন যাওয়ার আগে জানুন

  • 1/10

প্রতি বছর শান্তিনিকেতনের দোল উৎসব ঘিরে উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে থাকে। এই বছরও তাই।
 

  • 2/10

১৪ মার্চ দোল উৎসব পালন হলেও, বিশ্বভারতীতে বসন্ত উৎসব হবে ১১ মার্চ। তবে এই বছরও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন যে বহিরাগতদের প্রবেশের অনুমতি নেই। 
 

  • 3/10

গত বছরের মতো এই বছরও বিশ্বভারতীর শিক্ষক এবং বর্তমান শিক্ষার্থীরা নিজেদের মধ্যে ওই উৎসব পালন করবেন। 
 

Advertisement
  • 4/10

শান্তিনিকেতনে প্রতি বছরই দোল উৎসবকে ঘিরে মানুষের উৎসাহ থাকে তুঙ্গে। এই নিয়ে ৬ বছর বিশ্বভারতীর বন্তোৎসবে বন্ধ রাখা হল দরজা। 
 

  • 5/10

যদিও ইতিমধ্যেই বিশ্বভারতীর বিভিন্ন বিভাগে দোল উৎসব শুরু হয়ে গিয়েছে। 
 

  • 6/10

বোলপুর শান্তিনিকেতনের বিশ্বভারতীর ঐতিহ্যবাহী বসন্তোৎসবে এক সময় দেশ থেকে বিদেশের পর্যটকদের সমাগম হত। 
 

  • 7/10

প্রসঙ্গত, ২০২০ সালের পর থেকে নানা কারণে সেই উৎসবে সাধারণ মানুষের প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়। ২০২৩ এবং ২০২৪ সালেও শুধুমাত্র বিশ্বভারতীর পড়ুয়া, শিক্ষক ও আধিকারিকদের উপস্থিতিতে বসন্ত উৎসব পালন করা হয়।
 

Advertisement
  • 8/10

বিশ্বভারতীর বসন্তোৎসবে অংশ নিতে না পারলেও দোলের দিন শান্তিনিকেতনে পর্যটকের সমাগম প্রতিবছরই দেখার মতো হয়। 
 

  • 9/10

সোনাঝুরি, রতনপল্লী সহ একাধিক জায়গায় প্রচুর মানুষকেই রংয়ের খেলায় মেতে উঠতে দেখা যায়। 
 

  • 10/10

এই বছর ১৪ মার্চ শান্তিনিকেতনের বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলররা দোল উৎসবের আয়োজন করেছেন। 
 

Advertisement