গরম পড়তে না পড়তেই ডুয়ার্সের বিভিন্ন এলাকায় শুরু হয়ে গেছে সাপের উপদ্রব। শুক্রবার বিকেলে ডুয়ার্সের একটি চা বাগানের শ্রমিক মহল্লা থেকে উদ্ধার হল কিং কোবরা। ডুয়ার্সের মেটেলি ব্লকের ইয়ংটং চা বাগানের ফাগু লাইনের একটি বাড়িতে শুক্রবার বিকেলে একটি বিশালাকার সাপ দেখা যায়। সর্পপ্রেমী দিবস রাই ঘটনাস্থলে গিয়ে আধ ঘণ্টার চেষ্টায় সাপটিকে উদ্ধার করেন