Woman Killed By An Elephant At Dooars: প্রাণ বাঁচাতে কোনওরকমে বাইক থামিয়ে দুজনে দৌড়তে শুরু করেন। বীরেন্দ্র রক্ষা পেলেও হাতিটি তাঁর স্ত্রীকে নাগালের মধ্যে পেয়ে সেখানেই তাঁকে পিষে দেয়। খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন। মৃতদেহ উদ্ধার করে নাগরাকাটা থানায় নিয়ে যাওয়া হয়।
Bengal Sikkim Car Number Increasing: আগে দুই রাজ্যের মধ্যে প্রায় তিন হাজার যাত্রীবাহী গাড়ি চলাচল করত। বিগত বছর গুলিতে পর্যটক ও যাত্রীদের চাহিদা বৃদ্ধি পাওয়ায় সাথে সাথে সেই সংখ্যা দুই রাজ্যের ক্ষেত্রে বাড়িয়ে সাড়ে চার হাজার করা হয়েছে বলে খবর । এছাড়াও আগামীতে দুই রাজ্যের মধ্যেই দশটি করে ইলেকট্রিক বাস চালুর বিষয়ে আলোচনা করা হয়েছে।
শুভমের বাবা পেশায় রাজমিিস্ত্র৷ নিম্নবিত্ত পরিবারের আর্থিক টানাটানি চলছিল। তাই সঙ্গে সঙ্গে দামি সাইকেল কিনে দেওয়া সম্ভব হয়নি। কিন্তু ধৈর্য ধরতে পারেনি শুভম। পরিবার ও পুলিশের প্রাথমিক ধারণা, সেই রাতেই মায়ের ওড়না জড়িয়ে আত্মহত্যা করে সে।
শিলিগুড়ির উত্তরকন্যা সংলগ্ন জঙ্গল থেকে এক নাবালিকার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত নাবালিকার বয়স ১৪ বছর বলে জানা গেছে। পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে বান্ধবীদের সঙ্গে তিনবাত্তি মোড়ে বিরিয়ানি খেতে যাওয়ার কথা বলে সে বাড়ি থেকে বের হয়।
বছর ঘুরতে না ঘুরতেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগেই বিস্ফোরক আলিপুরদুয়ার জেলার কুমারগ্রামের বিধায়ক মনোজ কুমার ওরাওঁ। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে পোস্ট করে দলের সব থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা করলেন।
Toy Train Overturned At Kurseong: মকাইবাড়ি চা বাগানের কাইলাপানি এলাকার বাসিন্দা ওই তরুণী কোনও ভাবে টয়ট্রেনের লাইনের উপর চলে আসায় দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিক ভাবে জানা গেছে।
ফলে ডুয়ার্সে ঘুরতে যাওয়ার আরও একটি নতুন কেন্দ্র পর্যটকদের জন্য উন্মুক্ত হয়ে গেল। জলপাইগুড়ির লাটাগুড়ির জঙ্গলের নেওড়া জঙ্গল ক্যাম্প পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্র। লাটাগুড়ি রেঞ্জের নেওড়া নদীর পাশেই রয়েছে এই জঙ্গল ক্যাম্প।
Darjeeling Threat Poster: সোমবার সকালে এই পোস্টার ঘিরে শোরগোল পড়ে যায় শৈলশহরে। যদিও রাজনৈতিক দলগুলির বক্তব্য, পাহাড়ে এমন কোনও সংগঠনের অস্তিত্ব নেই৷ কে বা কারা আতঙ্ক ছড়ানোর জন্য এমনটা করে থাকতে পারে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Police)।
শুক্রবার সকালে শামুকতলা থানার ডাঙ্গি এলাকার খুশি দেবনাথ ও উজ্জ্বল বৈশ্য স্কুলে যাচ্ছিল। হঠাৎ একটি কুকুর ছুটে এসে ওদের দিকে। কিছু বুঝতে পারার আগেই পরপর কামড় বসায় ছয় বছরের খুশি ও আট বছরের উজ্জ্বলের পায়ে।
রাজ্যের সাধারণ মানুষকেও সতর্ক করে পুলিশের তরফে স্পষ্টভাবে প্ররোচনায় পা না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। ইদ- রামনবমী যাতে এক সঙ্গে মিলে মিশে উৎযাপন করা যায়, সেটাই লক্ষ্য রাখতে হবে।
গরম পড়তে না পড়তেই ডুয়ার্সের বিভিন্ন এলাকায় শুরু হয়ে গেছে সাপের উপদ্রব। শুক্রবার বিকেলে ডুয়ার্সের একটি চা বাগানের শ্রমিক মহল্লা থেকে উদ্ধার হল কিং কোবরা। ডুয়ার্সের মেটেলি ব্লকের ইয়ংটং চা বাগানের ফাগু লাইনের একটি বাড়িতে শুক্রবার বিকেলে একটি বিশালাকার সাপ দেখা যায়। সর্পপ্রেমী দিবস রাই ঘটনাস্থলে গিয়ে আধ ঘণ্টার চেষ্টায় সাপটিকে উদ্ধার করেন