Woman Killed By An Elephant At Dooars: বিয়ের নিমন্ত্রণ করতে গিয়ে ডুয়ার্সে হাতির আক্রমণের মুখে দম্পতি, মৃত্যু স্ত্রীর

Woman Killed By An Elephant At Dooars: প্রাণ বাঁচাতে কোনওরকমে বাইক থামিয়ে দুজনে দৌড়তে শুরু করেন। বীরেন্দ্র রক্ষা পেলেও হাতিটি তাঁর স্ত্রীকে নাগালের মধ্যে পেয়ে সেখানেই তাঁকে পিষে দেয়। খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন। মৃতদেহ উদ্ধার করে নাগরাকাটা থানায় নিয়ে যাওয়া হয়।

Advertisement
বিয়ের নিমন্ত্রণ করতে গিয়ে ডুয়ার্সে হাতির আক্রমণের মুখে দম্পতি, মৃত্যু স্ত্রীর বিয়ের নিমন্ত্রণ করতে গিয়ে ডুয়ার্সে হাতির আক্রমণের মুখে দম্পতি, মৃত্যু স্ত্রীর। প্রতীকী ছবি

Woman Killed By An Elephant At Dooars: বোনের বিয়ে উপলক্ষে বিয়ের নিমন্ত্রণ করতে মোটর বাইকে চেপে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। কিন্তু রাস্তায় হাতির আক্রমণের মুখে পড়েন। তিনি কোনও মতে বাঁচলেও মর্মান্তিক মৃত্যু হয় তাঁর স্ত্রীর। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ডুয়ার্সের কালিম্পংয়ের শিবচুতে। ঘটনায় চালসার রেঞ্জার প্রকাশ থাপা জানান,‘অত্যন্ত দুঃখজনক ঘটনা। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। পরিবারটি যাতে ক্ষতিপূরণ পায় সেই প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  মেটেলি বাজারের বাসিন্দা বীরেন্দ্র মঙ্গর তাঁর স্ত্রী গঙ্গা মঙ্গরকে(৩১) নিয়ে বিয়ের নিমন্ত্রণ করতে বাইকে চেপে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। কিন্তু পথে হাতির হামলায় মর্মান্তিক মৃত্যু হয় তাঁর স্ত্রীর। জানা গিয়েছে, স্ত্রীকে নিয়ে বীরেন্দ্র এদিন খুনিয়াবস্তি ও নাগরাকাটা এলাকায় নেমতন্ন সেরে গৈরিবাসের এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। শিবচু থেকে প্রায় দু কিলোমিটার আগে হঠাৎ একটি দলছুট হাতি জঙ্গল থেকে বেরিয়ে আসে। পরিস্থিতি এমন ছিল যে, দ্রুতগতিতে বাইক নিয়ে পালিয়ে যাওয়া সম্ভব ছিল না।

প্রাণ বাঁচাতে কোনওরকমে বাইক থামিয়ে দুজনে দৌড়তে শুরু করেন। বীরেন্দ্র রক্ষা পেলেও হাতিটি তাঁর স্ত্রীকে নাগালের মধ্যে পেয়ে সেখানেই তাঁকে পিষে দেয়। খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন। মৃতদেহ উদ্ধার করে নাগরাকাটা থানায় নিয়ে যাওয়া হয়। স্ত্রীর এমন অকাল প্রয়াণে পুরোপুরি ভেঙে পড়েছেন বীরেন্দ্র। বীরেন্দ্রর এক আত্মীয় জানান, বাড়িতে বিয়ে নিয়ে আনন্দের পরিবেশ। কিন্তু সেই পরিবেশ যে এভাবে শোকের পরিবেশে বদলে যেতে পারে তা ভাবতেই পারেননি তাঁরা না।

স্থানীয় বাসিন্দারা এও জানিয়েছেন যে, বেশ কিছুদিন ধরেই সেখানে হাতির অত্যাচার চরমে উঠেছে। এর আগে ওই রাস্তাতেই এক ভবঘুরের মৃতদেহ উদ্ধার হয়েছিল। সেটাও হাতির হামলায় বলে অনেকের ধারণা। সম্প্রতি শিবচুর সরকারি প্রাথমিক স্কুলও লন্ডভন্ড করে দেয় দু থেকে তিনটি হাতির দল।

 

POST A COMMENT
Advertisement