Toy Train Overturned At Kurseong: ফের টয়ট্রেনে দুর্ঘটনা। এক তরুণীকে হিঁচড়ে নিয়ে গেল টয়ট্রেন। সোমবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। টয়ট্রেনটি (Toy train) যখন দার্জিলিং থেকে শিলিগুড়ি ফিরছিল তখন কার্শিয়াংয়ে (Kurseong) ঘটনাটি ঘটে। টয়ট্রেনের সঙ্গে ধাক্কা লাগার পর তরুণীকে কিছুক্ষণ টেনে নিয়ে যায় ট্রেনটি। তারপরই তাকে উদ্ধার করে কার্শিয়াং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে (NBMCH) পাঠানো হয়েছে। মকাইবাড়ি চা বাগানের কাইলাপানি এলাকার বাসিন্দা ওই তরুণী কোনও ভাবে টয়ট্রেনের লাইনের উপর চলে আসায় দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে এর আগেও একাধিকবার এমন ঘটনা ঘটেছে। গত বছর দার্জিলিং থেকে ঘুমের মাঝখানে পার্কিং জোন থেকে একটি গাড়ি বের হওয়ার সময় গাড়িটিতে ধাক্কা মারে টয়ট্রেনটি।(Toy Train)। এর জেরে দুমড়ে যায় গাড়িটির সামনের বাঁ দিকের অংশ।
এর আগে পাহাড়ের পথে একাধিকবার টয়ট্রেন উল্টে গিয়েছে। তবে টয়ট্রেনের ধাক্কায় একাধিক মৃত্যুর খবর মিললেও, এখনও পর্যন্ত টয়ট্রেন উল্টে গিয়ে কোনও যাত্রীর হতাহত হওয়ার কোনও নজির নেই। তবে অনেক সময়ই টয়ট্রেন উল্টে যায়। বিশেষ করে কুয়াশা ও বরফের সময় টয়ট্রেন বাঁক ঘুরতে গেলে লাইন থেকে পিছলে যায়। তখন সেটিকে কসরৎ করে ফেল লাইনে তুলে নেওয়া হয়। তবে সমতল ছা়ড়া টয়ট্রেনর গতি পাহাড়ের পাকদণ্ডিতে এতটাই কম থাকে যে তাতে ক্ষয়ক্ষতির সম্ভাবনা প্রায় থাকে না। মাত্র কয়েকদিন আগেই টয়ট্রেনের থাক্কায় দার্জিলিংয়ে কাছে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এছাড়া এক বছর আগে শিলিগুড়ির কাছে দাগাপুরে এক ব্যক্তি টয়ট্রেনের ধাক্কায় মারা যান।