
Motorbike Truck Collision: কালীপুজোর রাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। মেলা দেখে ফেরার পথে দৌলতপুরে ট্রাক ও বাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দু’জনের, গুরুতর জখম আরও এক যুবক। ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে খবর, মৃত দু’জনের নাম নির্মল টুডু (২২) ও খাড়া মুরমু (৩০)। দু’জনেরই বাড়ি গাজোল থানার সুন্দরপুর এলাকায়। শনিবার গভীর রাতে কালীপুজো দেখে বাইকে বাড়ি ফিরছিলেন তাঁরা। দৌলতপুরের কাছে পৌঁছতেই তাঁদের বাইকটি একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়।
দুর্ঘটনার শব্দে তড়িঘড়ি ছুটে আসে স্থানীয় মানুষজন। রক্তাক্ত অবস্থায় তিনজনকেই উদ্ধার করে প্রথমে রসিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হলে চিকিৎসক নির্মল ও খাড়াকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত জিতেন টুডু বর্তমানে ওই হাসপাতালেই চিকিৎসাধীন।
এই দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ৫১২ নম্বর জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বংশীহারী থানার পুলিশ। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বালুরঘাট পুলিশ মর্গে।
স্থানীয়দের অভিযোগ, এই সড়কের ওই অংশে প্রায়ই দুর্ঘটনা ঘটছে, তবু প্রশাসনের পক্ষ থেকে রাস্তার নিরাপত্তা বাড়াতে কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। আবারও প্রাণহানির ঘটনায় ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে দৌলতপুর-সুন্দরপুর এলাকায়।