সংসদে দাঁড়িয়ে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদবি ভুল করে বসলেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মোদীর পরিবর্তে ‘নরেন্দ্র বাজপেয়ী’ বলে ফেলেছিলেন তিনি। পরক্ষণেই অবশ্য তা সংশোধন করেছেন এবং সঠিক নামটি বলেছেন। তবে কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের সাংসদের এমন ভুল বিজেপিকে কিছুটা অস্বস্তিতে ফেলেছে। কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূলও।