দামী গাড়ি মানেই শুধুই যে দারুণ স্পিড বা দেখতে হবে, এমনটা কিন্তু নয়। যে কোনও প্রিমিয়াম গাড়ির পিছনে প্রচুর প্রযুক্তিবিদ, শিল্পী, কারিগরের অক্লান্ত পরিশ্রম থাকে। একটা ব্র্যান্ডের ইতিহাস জড়িয়ে থাকে। আর সেই কারণেই কোনও গাড়ি আর পাঁচটা গাড়ির তুলনায় আরও বেশি দামী হয়ে ওঠে। বিশ্বের সবচেয়ে দামি গাড়িগুলির দাম শুনলে সত্যিই চোখ কপালে উঠবে। bangla.aajtak.in-এর এই প্রতিবেদনে রইল বিশ্বের সবচেয়ে দামি পাঁচটি গাড়ির তালিকা।
দাম: প্রায় ₹২২০ কোটি (২৫ মিলিয়ন মার্কিন ডলার)
২০২৩ সালে রোলস রয়েস এই গাড়ি রিলিজ করেছিল। Rolls-Royce-এর Coachbuild সেকশনের অধীনে তৈরি করা হয়েছিল। ফলে বেশ বিরল। সুপারলাক্সারি ইন্টিরিয়র, হাই-এন্ড পারফরম্যান্স এবং হাতের কাজ করা কাঠের ফিনিশিং। বিশ্বজুড়ে মাত্র একটিই মডেল তৈরি হয়েছে।
দাম: প্রায় ₹১৭০ কোটি
Pagani ব্র্যান্ডের এই গাড়ি মূলত হাই-পারফরম্যান্স কার প্রেমীদের স্বপ্ন। হাতে গোনা মাত্র ৩টি মডেল তৈরি হয়েছে এই সিরিজে। রয়েছে ৭.৩ লিটার V12 ইঞ্জিন। গতি এবং শব্দ দুই-ই রেসিং ট্র্যাকে চলার মতো।
দাম: প্রায় ₹১৫০ কোটি
Bugatti ব্র্যান্ডের এই গাড়ি শিল্প ভাস্কর্য্য বললেও কম বলা হয়। La Voiture Noire শব্দটি ফরাসি। মানে 'The Black Car'। মাত্র একটিই তৈরি করা হয়েছে। রয়েছে ৮.০ লিটার কোয়াড-টার্বো W16 ইঞ্জিন এবং ১,৫০০ হর্সপাওয়ার।
দাম: প্রায় ₹১১০ কোটি
আরও একটি রোলস রয়েস। সম্পূর্ণ কাস্টম ডিজাইনে তৈরি। গাড়ির পিছনের অংশ দেখতে অনেকটা ইয়টের(বিলাসবহুল ছোট জাহাজ) মতো। ডিজাইন, কাঠের ফিনিশিং এবং বিল্ট-ইন পার্টি সেটআপ... সত্যিই আর পাঁচটা গাড়ির থেকে সম্পূর্ণ আলাদা। হাতে গোনা মাত্র ৩টি Boat Tail-ই তৈরি করেছে রোলস রয়েস।
দাম: প্রায় ₹৭৫ কোটি
Bugatti-র এই মডেল EB110-এর ১১০ বছর পূর্তি উপলক্ষে তৈরি করা হয়েছে। মাত্র ১০টি ইউনিট এই পৃথিবীতে। রয়েছে ৮.০ লিটার W16 ইঞ্জিন এবং ১,৬০০ হর্সপাওয়ার। ০-১০০ কিমি প্রতি ঘণ্টা তুলতে মাত্র ২.৪ সেকেন্ড লাগে।