সময়ের সঙ্গে সঙ্গে বহু চাকরির অবলুপ্তি হচ্ছে। প্রযুক্তি যত উন্নত হচ্ছে, নতুন কর্মসংস্থান যেমন তৈরি হচ্ছে, তেমনই বহু চাকরিতে লোকের চাহিদাও কমছে।
২০২৫ থেকে ২০৩০ সালের মধ্যে কিছু সেক্টরে বেশ কয়েকটি চাকরিতে লোক নেওয়া ব্যাপক ভাবে কমে যাবে। বস্তুত, সেই সব চাকরি অবলুপ্তির পথেই।
সম্প্রতি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম-এর রিপোর্ট বলছে, কোন কোন সেক্টরে কোন চাকরির বাজার শেষ হতে চলেছে।
রিপোর্ট বলছে, আগামী কিছু বছরে ৯২ মিলিয়ন চাকরি অবলুপ্তি হয়ে যাবে। নতুন করে ১৭০টি নতুন ধরনের চাকরি বাজারে আসবে। ১৫টি সেক্টর বেশি ক্ষতিগ্রস্থ হবে।
আপনিও নেই তো সেই সব সেক্টরে? ভবিষ্যতে বিপদে পড়ার আগে জেনে রাখুন।
যে ১৫টি চাকরি অবলুপ্তি হবে, সেগুলি হল, ক্যাশিয়ার অ্যান্ড টিকিট ক্লার্ক, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, বিল্ডিং কেয়ারটেকার্স, ক্লিনার্স ও হাউসকিপারস, স্টক কিপিং ক্লার্ক
প্রিন্টিংয়ের সঙ্গে যুক্ত চাকরি, অ্যাকাউন্টিং, বুককিপিং ও পেরোল ক্লার্ক, অ্যাকাউন্টস অ্যান্ড অডিটরস, ট্রান্সপোর্টেশন অ্যাটেন্ডেন্টস ও কন্ডাক্টর, ব্যাঙ্কের টেলর ও ক্লার্ক, সিকিওরিটি গার্ড
ডেটা এন্ট্রি অপারেটর্স, গ্রাফিক ডিজাইনার্স, বিজনেস সার্ভিসেজ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজার।
ফিউচার অফ জবস ২০২৫ শীর্ষক ওই রিপোর্টে বলা হয়েছে, কয়েকটি স্কিলের চাকরি ব্যাপক ভাবে বাড়বে আগামী দিনে।
আগামী ৫ বছরে যে সব ক্ষেত্রে চাহিদা বাড়বে, সেগুলি হল, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ও বিগ ডেটা, নেটওয়ার্ক অ্যান্ড সাইবার সিকিউরিটি, টেকনোলজি লিটরেসি, টেকনিক্যাল স্কিল।
একই সঙ্গে চাকরির প্রার্থীর আবেগজনীত সহ্য ক্ষমতা ও ক্রিয়েটিভ চিন্তাভাবনারও বিকাশ প্রয়োজন হবে এই চাকরিগুলির জন্য।