Advertisement
ইউটিলিটি

EPFO UPI Withdrawal: PF-এর টাকা Paytm, GPay, Phone pe অ্যাপ-এ ১ মিনিটেই তোলা যাবে, কী ভাবে?

  • 1/11

নতুন ফিচার আনতে চলেছে Employees' Provident Fund Organisation বা EPFO। এবার কি UPI-এর সাহায্যেই PF-এর টাকা তোলা যাবে? 
 

  • 2/11

ঠিক তাই। নতুন ফিচার চালু হয়ে গেলে, UPI ব্যবহার করেই যে কেউ  PF-এর টাকা তুলতে পারবেন।
 

  • 3/11

Paytm, Google Pay বা PhonePe-পর মতো অ্যাপ ব্যবহার করে UPI-এর মাধ্যমে পিএফ থেকে টাকা শীঘ্রই তুলতে পারবেন গ্রাহকরা। টাকা সোজা অ্যাকাউন্টে চলে যাবে।
 

Advertisement
  • 4/11

এখনও পর্যন্ত খবর, EPFO এই নতুন পরিষেবা সম্ভবত চলতি বছরের মে বা জুন মাস থেকেই চালু করে দেবে। যার নির্যাস, PF-এর টাকা তোলা আরও সহজ হয়ে যাবে।  
 

  • 5/11

এখনও পর্যন্ত UPI-এর সাহায্যে PF-এর টাকা তোলার সুবিধা নেই। চলতি বছরের মাঝামাঝি স্মার্টফোনে Paytm, Google Pay বা PhonePe দিয়ে পিএফ-এর টাকা তুলতে পারবেন গ্রাহকরা।
 

  • 6/11

UPI-এর মাধ্যমে পিএফ-এর টাকা তুলতে হলে  EPFO অ্যাকাউন্টে KYC সম্পূর্ণ করতেই হবে। যাতে আধার, PAN ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত বিবরণ থাকবে।
 

  • 7/11

এই পরিষেবা চালু হলে এক মিনিটেই PF-এর টাকা স্মার্টফোনেই তুলে নিতে পারবেন গ্রাহকরা। 
 

Advertisement
  • 8/11

বর্তমানে  PF-এর টাকা তুলতে গেলে আবেদন করতে হয়। অনেক সময় কিছু ভুলে আবেদন খারিজও হয়ে যায়। 
 

  • 9/11

 UPI-এর মাধ্যমে পিএফ-এর টাকা তোলা গেলে এই সব ঝঞ্ঝাট আর থাকবে না। যখন তখন স্মার্টফোনে  UPI অ্যাপ দিয়ে পিএফ-এর টাকা তুলে নেওয়া যাবে।
 

  • 10/11

শ্রম মন্ত্রক, বাণিজ্যিক ব্যাঙ্ক এবং আরবিআই-এর সহযোগিতায় ইপিএফও-র ডিজিটাল ব্যবস্থায় পরিবর্তন আনতে চলেছে ৷ এর উদ্দেশ্য হল টাকা তোলার প্রক্রিয়া সহজ করা ৷ 
 

  • 11/11

EPFO বিনিয়োগের পদ্ধতি পরিবর্তনেরও প্রস্তুতি নিচ্ছে ৷ জানা গিয়েছে, ঋণপত্রে বিনিয়োগ ২০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হতে পারে। এর জন্য অর্থমন্ত্রক থেকে অনুমোদন নেবে শ্রমমন্ত্রক। এর প্রধান কারণ সরকারি খাতের বন্ডের কম রিটার্ন এবং সরবরাহ।

Advertisement