ফোন হ্যাংআজকাল ফোন ছাড়া আমাদের একটুও চলে না। সকালে ঘুম ভেঙে উঠে শুরু হয়ে যায় ফোন ব্যবহার। সেটা চলতে থাকে রাত পর্যন্ত। তাই এই গ্যাজেট আমাদের কাছে খুবই গুরত্বপূর্ণ। কিন্তু মুশকিল হল, দামি দামি ফোন কেনার পরও অনেক ক্ষেত্রেই তা হ্যাং করে। যার ফলে অ্যাপ খুলতে সমস্যা হয়। পাশাপাশি গেম খেলার সময়ও তা আটকে যায়। তখন রাগ ওঠে সপ্তমে। ফোন ছুড়ে ফেলে দিতে ইচ্ছে করে।
তবে এই সময় মাথায় ঠান্ডা রাখুন। চেষ্টা করুন এই সমস্যার সহজ সমাধান করে ফেলার। আর সেই কাজে আপনাকে সাহায্য করতে পারে এই নিবন্ধে উল্লেখিত কিছু টিপস। তাহলেই আপনার ফোনে চলবে চিতার গতিতে।
ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধু করুন
অনেকেই ফোনে একাধিক অ্যাপ একসঙ্গে চালিয়ে রেখে দেন। আর এই ভুলটা করেন বলেই গ্যাজেটটা স্লো হয়ে যায়। হ্যাং করতে শুরু করে ফোনটি। তাই সবার প্রথমে ফোনের সব অ্যাপ বন্ধ করে দিন। তারপর ফোনটি আবার ব্যবহার করুন। তাহলেই দেখবেন খেলা ঘুরে যাবে। ফোন হ্যাং করার সমস্যা কমবে।
ক্লিয়ার ক্যাশে
ফোন অনেকটা সময় ধরে ব্যবহার করার পর তাতে ক্যাশে জমে যেতে পারে। আর সেই কারণে স্লো হয়ে যেতে পারে ফোন। তাই এই সমস্যা সমধানে একবার ক্লিয়ার ক্যাশে করে নিন। তাহলে ফোনের পিছনে থাকা সব টেম্পোরারি ফাইল ডিলিট হয়ে যাবে। যার ফলে বাড়বে ফোনের স্পিড।
ফোনটাকে ঠান্ডা হতে দিন
অনেকটা সময় ধরে গেম খেললে ফোন গরম হয়ে যায়। আর এই সময় ফোনের প্রসেসর নিজের কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলে। তখন ফোন হ্যাং করে করে যাওয়া স্বাভাবিক। তাই এমন পরিস্থিতিতে ফোনটা কিছুক্ষণ রেখে দিন। তাহলে দেখবেন গ্যাজেটটি ঠান্ডা হবে। তারপর দ্রুত গতিতে চলবে ফোন।
রিস্টার্ট করুন ফোন
এই সমস্যা সমাধানে কাজে আসতে পারে রিস্টার্ট। এই কাজটা করলেই ফোনের পিছনে চলতে থাকা একাধিক অ্যাপ্লিকেশন বন্ধ হয়ে যাবে। যার ফলে ফিরবে ফোনের গতি। তাই সমস্যা হলেই ফোনটা নিয়মিত রিস্টার্ট করে নিন।
সফটওয়্যার আপডেট করুন
ফোনের সফটওয়্যার পুরনো হলে হ্যাং করার সমস্যা বাড়তে পারে। তাই চেষ্টা করুন সফটওয়্যার আপডেট করার। এমনকী প্লে স্টোর দিয়ে অ্যাপগুলিকেও আপডেট করুন। তাতেই ফোনের গতি বাড়বে।