ভারতে যাঁরা নতুন বাইক কেনার পরিকল্পনা করেন, তাঁদের একটি বড় অংশের বাজেট ১.৫ লাখ টাকার মধ্যেই থাকে। শহরের দৈনন্দিন যাতায়াত, অফিস যাওয়া-আসা, মাঝেমধ্যে হাইওয়েতে লং রাইড; সব কিছুর জন্যই এই বাজেটে এখন একাধিক ভাল বাইক আছে বাজারে।
350 সিসি সেগমেন্ট বলতেই এতদিন লোকে রয়্যাল এনফিল্ডই বুঝতেন। কিন্তু এখন এই সেগমেন্টে হোন্ডাও ভালই ব্যবসা করছে। সৌজন্যে, Honda CB350। কিন্তু তাই বলে কি Royal Enfield Classic 350 র থেকেও এই নতুন বাইকটা ভাল?
Spam Call নিয়ে মাথা ব্যথার শেষ নেই। যখন তখন ফোনে আসে এই ধরনের কল। অফিসে গুরুত্বপূর্ণ কাজ করার সময়, মিটিং চলার সময় বা গাড়ি চালানোর সময় আসে এই ধরনের ফোন। আর সেই ফোন তোলার পরই মাথা ফুটতে শুরু করে। বিরক্তির শেষ থাকে না। তাই সকলেই চান স্প্যাম কল থেকে নিস্তার পাওয়ার। কিন্তু কিছুতেই তার থেকে বেরনোর রাস্তা খুঁজে পাওয়া যায় না। আর এই নিবন্ধে আমরা স্প্যাম কল এবং মেসেজ থেকেই মুক্তির উপায় জানলাম।
বাড়তে চলেছে টেলিভিশনের দাম। তাই নতুন বছরে LED স্মার্ট টিভি কেনার প্ল্যান করে থাকলে ট্যাঁকের কড়ি খসতে পারে অনেক বেশি। দাম বাড়তে পারে ৩-৪%। কেন রাতারাতি টেলিভিশন সেটের দামে ফারাক আসতে চলেছে? জানুন বিস্তারিত...
স্পোর্ট-নেকেড সেগমেন্টে জনপ্রিয় Pulsar N160-এর নতুন ভ্যারিয়েন্ট লঞ্চ করল বাজাজ অটো। নতুন Pulsar N160 লঞ্চ হল ভারতে।
Samsung Galaxy Z Trifold: ফোনটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি দুই জায়গা থেকে ভাঁজ হয়। পুরোপুরি খুললে ব্যবহারকারী পান ১০ ইঞ্চির AMOLED ডিসপ্লে, আর কভার স্ক্রিন হিসেবে রয়েছে ৬.৫ ইঞ্চির AMOLED প্যানেল। দু’টিতেই রয়েছে ১২০Hz রিফ্রেশ রেট।
বেশ কিছু বছর স্মার্টফোনের দুনিয়ায় নেমে পড়েছে গুগল। আর তাদের ফোনগুলি নিয়ে আকর্ষণও বাড়ছে। অনেকেই অপেক্ষা করে থাকেন কবে নতুন ফোন লঞ্চ করবে গুগল। আর ভাল খবর হল, এ বার গুগলের পক্ষ থেকে লঞ্চ করা হবে Google Pixel 10a। এই ফোনটির দাম থাকবে মোটের উপর কম। তবে ফ্ল্যাগশিপ ফিচার পাওয়া যাবে।
টিভি বদলানোর পরিকল্পনা থাকলে প্রথমেই মাথায় আসবে বাজেট। ভাল খবর হল, এখন ২৫ হাজার টাকার মধ্যেই মিলছে ৪৩ থেকে ৫৫ ইঞ্চি পর্যন্ত স্মার্ট টিভি। বড় স্ক্রিন, 4K ডিসপ্লে, স্মার্ট অ্যাপ, সবই মিলবে মাঝারি বাজেটে।
শীঘ্রই ভারতে চালু হবে স্টারলিঙ্কের পরিষেবা। স্টারলিঙ্কের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রায়ার নয়াদিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে একটি বৈঠক করেছেন। সিন্ধিয়া নিজেই এক্স-হ্যান্ডেলে পোস্ট করেছেন।
ভারতে নতুন সার্ভিস শুরু করছে Apple। তাদের পক্ষ থেকে Apple Fitness Plus নামের একটি সার্ভিস লঞ্চ করা হচ্ছে। এই অ্যাপটি সারা বিশ্বে ইতিমধ্যেই লঞ্চ করে গিয়েছে ২০২০ সালে। তবে এতদিন ভারতে এই পরিষেবা মিলত না। যদিও ডিসেম্বর ১৫ থেকে ভারতেও এই পরিষেবা পাওয়া যাবে।
ইতিমধ্যেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে 'বঙ্কিমদা' বলে বিতর্কে জড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার এ নিয়ে সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহার থেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে অপমানের অভিযোগ তুললেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। এদিন তিনি বলেন, 'কাল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বললেন 'বঙ্কিমদা'। যেন মনে হচ্ছে হরিদা শ্যামদা! বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জাতীয় গান রচনা করেছেন। তাঁকে এটুকু সম্মান দিলেন না। আপনার তো মাথা নিচু করে জনগণের কাছে নকখত দেওয়া উচিত, তাতেও ক্ষমা হবে না।'