৩ এপ্রিল আইএসএলের সেমিফাইনাল ম্যাচে খেলতে নামবে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। প্রতিপক্ষ দল কে হবে, তা চূড়ান্ত হবে আজই। তবে সেই ম্যাচের আগে চিন্তা সবুজ-মেরুন শিবিরে কারণ, শনিবার থেকে রিহ্যাব শুরু করবেন আপুইয়া রালতে। ফলে সেমিফাইনালে তাঁর খেলার সম্ভবনা প্রায় নেই। তবে সুস্থ হওয়ার পথে মনবীর সিং।
নর্থইস্ট হোক কিংবা খালিদ জামিলের জামশেদপুর, দুটি দলই যথেষ্ট শক্তিশালী। আর সেই বিষয়ে যথেষ্ট অবগত মোহনবাগান কোচ হোসে মলিনা। আর তাই অনুশীলনে সকল ফুটবলারদের তৈরি রাখছেন তিনি। শনিবারের অনুশীলনে প্রথমে বেশ কিছুক্ষণ শারীরিক প্রস্তুতির উপরে জোর দিলেন মোহনবাগানের স্প্যানিশ কোচ। অপরদিকে জাতীয় দলের শিবির থেকে চোট পেয়ে দলের অনুশীলনে যোগ দিয়ে, সাইডলাইনে রিহ্যাব সারতে দেখা যাচ্ছিল মনবীর সিংকে।
এছাড়াও মূল দলের সঙ্গে অনুশীলন করছিলেন না আলবার্তো রদ্রিগেজ এবং জেমি ম্যাকলারেন। তবে শনিবার মূল দলের সঙ্গে চুটিয়ে অনুশীলন করেন এই তিন ফুটবলার। চোটের কবলে ছিলেন আপুইয়াও। বাঁ পায়ে ব্যান্ডেজ বেঁধে বৃহস্পতিবার অনুশীলনে এসেছিলেন তিনি। শনিবার রিহ্যাব শুরু করলেন অপুইয়া। প্রথমে দলের সঙ্গে কিছুক্ষণ শারীরিক অনুশীলন সেরেই ড্রেসিংরুমে ফিরে গেলেন তিনি।
শিল্ড চ্যাম্পিয়ন হওয়ার পর দীর্ঘ একটা বিরতির পর আবারও খেলতে নামবে সবুজ-মেরুনের ফুটবলাররা। লম্বা এই বিরতির কারণে সকল ফুটবলারদের শারীরিক দিক থেকে সুস্থ রাখাটাই মূল লক্ষ্য হোসে মলিনার কাছে। শনিবার প্রায় ২০ মিনিটের শারীরিক অনুশীলনের পর শুরু হয় বল পায়ে অনুশীলন। দুটি দলে ভাগ করে দীর্ঘক্ষণ চলে পাসিং অনুশীলনের মহড়া। তারপর শুরু হয় সিচুয়েশন প্র্যাকটিস। দুটি দলে ভাগ করে আলবার্তো, দিমিত্রি, মনবীর, লিস্টনদের নিয়ে চলে আক্রমণ থেকে রক্ষণের অনুশীলন।
চোট সমস্যা কাটিয়ে ট্রেবেল করতে মরিয়া সবুজ-মেরুন। এখন থেকে একটু ভুল হলেই সেই সুযোগ ফসকে যাবে গতবারের মতোই। তাই অনুশীলনে বাড়তি নজর মোহনবাগানের।