দীপক টাংরিশেষ কয়েকদিনের বৃষ্টিতে গোয়ার অধিকাংশ মাঠ বিপর্যন্ত। ভারনা এরিনার পঞ্চায়েতের মাঠও তার ব্যাতিক্রম নয়। রবিবার বিকেলে এই মাঠেই অনুশীলন সারলেন মোহনবাগান সুপার জায়েন্টের ফুটবলাররা। বৃষ্টি ভেজা মাঠে অনুশীলন করতে গিয়ে চোট পেলেন দীপক টাংরি। তবে সেই চোট খুব গুরুতর নয় বলেই বাগান সূত্রের খবর। তবে এই পরিস্থিতির কারণে ফুটবলারদের চোট পাওয়ার ঝুঁকি বাড়ছে।
বিপদ বাড়ার ভয়ে মাত্র আধঘন্টা অনুশীলন করেই থামতে হল বাগান কোচকে। মাঠের বেহাল দশা আর বৃষ্টির কারণেই চোট পেলেন দীপক। যদিও তাঁর চোট গুরুতর নয়। ডান পায়ের গোড়ালিতে চোট পেলেও, এখন স্বাভাবিক রয়েছেন তিনি। রবিবার জেমি ম্যাকলারেন, টম অলড্রেডদের বাইরে রেখেই অনুশীলনে নেমেছিলেন হোসে মলিনা। শনিবার যারা নব্বই মিনিট ম্যাচ খেললেন, তাঁরা এদিন গ্যালারির এক প্রান্তে ইন্ডোর অনুশীলন সরালেন। বলা যায় রিকভারি সেশন সারলেন।
রিজার্ভে থাকা প্লেয়ারদের নিয়েও হালকা অনুশীলন করালেন মোহনবাগান কোচ। শারীরিক অনুশীলনের পর বল পায়ে প্রস্তুতি শুরু করতেই অভিষেক সূর্যবংশীর ট্যাকেলের মুখে পড়েন দীপক টাংরি। ফিজিও এবং সতীর্থদের কাঁধে চেপে মাঠ ছাড়েন তিনি। অনুশীলন শেষে সামান্য খুঁড়িয়ে হাঁটতে দেখা যায় তাঁকে। সবকিছু ঠিকঠাক থাকলে সোমবার দলের সঙ্গে অনুশীলন করতে পারেন টাংরি।
শনিবার রাতেই চেরাইয়েন এফসির বিরুদ্ধে জন্য দিয়ে সুপার কাপ অভিযান শুরু করেছে সবুজ-মেরুন ব্রিগেড। পরের ম্যাচে শুভাশিসদের প্রতিপক্ষ ডেম্পো স্পোর্টস ক্লাব। দলের তারকা ফরোয়ার্ড জেমি ম্যাকলারেন একাই দু'টি গোল করে সবুজ-মেরুনকে জয় এনে দেন। ম্যাচের প্রথম গোল ৩৮ মিনিটে। লিস্টন কোলাসোর ব্যাক হিল পাস ধরে অজি ফুটবলার জেমি ম্যাকলারেন বল বিপক্ষের জালে জড়িয়ে দিতে ভুল করেননি। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মোহনবাগান।
দ্বিতীয় গোল ৬৭ মিনিটে। শুভাশিস বসুর কাছ থেকে পাস পেয়ে মনবীর সিং ক্রস বাড়ান। মনবীরের সেই নিখুঁত ক্রস থেকে ফের গোল করে ব্যবধান বাড়ান জেমি ম্যাকলারেন। চেন্নাইয়েনের বিরুদ্ধে জয়ের পর মোহনবাগান কোচ বলেন, 'আমরা আরও বেশি গোল করতে পারতাম। কিন্তু বৃষ্টি ভেজা মাঠে দল যেভাবে খেলেছে, তাতে আমি খুশি। এবার পরের ম্যাচের দিকে তাকাতে চাই।'