ফের ভারতে আসছেন ফুটবলার লিওনেল মেসি। আগামী অক্টোবরে কেরলে প্রদর্শনী ম্যাচ খেলতে আসবে লিওনেল মেসি-সহ আর্জেন্টিনা দল। ১৪ বছর পর দ্বিতীয়বার ভারতে আসছেন LM 10। গত বছরের নভেম্বরে কেরলের ক্রীড়ামন্ত্রী ভি আবদুরহিমান জানিয়েছিলে যে আর্জেন্টিনা দল কোচিতে দুটি প্রীতি ম্যাচ খেলবে। এই ম্যাচের আয়োজক ও প্রচারের দায়িত্ব পাওয়া সংস্থা এইচএসবিসি ইন্ডিয়ার বুধবার জানিয়েছে যে অক্টোবরে ভারতে ম্যাচ খেলবে আর্জেন্টিনা দল।
এইচএসবিসি ইন্ডিয়া ভারতে ফুটবলের উন্নতি ও প্রচারে আর্জেন্টিনা দলের সঙ্গে হাত মিলিয়েছে। তারা এক বিবৃতিতে বলেছে, কিংবদন্তি খেলোয়াড় লিওনেল মেসি সহ আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল ২০২৫ সালের অক্টোবরে একটি আন্তর্জাতিক প্রদর্শনী ম্যাচের জন্য ভারত সফর করবে।
২০১১ সালে প্রথমবার ভারত সফরে এসেছিলেন লিওনেল মেসি। ওই বছরের সেপ্টেম্বরে কলকাতায় ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ সল্টলেক স্টেডিয়ামে হয়েছিল। সেই ম্যাচে আর্জেন্টিনা ১-০ গোলে জয়লাভ করে। তবে আবারও কলকাতায় আসছে পারেন মেসি। ২০২৬ সালের জানুয়ারি মাসে ৩ দিনের সফরে লিওনেল মেসি (Lionel Messi) আসতে পারেন কলকাতায়। এই মাসের শুরুতেই মেসির সঙ্গে দেখা করেন শতদ্রু দত্ত। সেই ছবি পোস্ট করেন বাঙালি উদ্যোগপতি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এই শহর মেসির জন্য সবসময় স্পেশাল। কারণ, ভেনেজুয়েলার বিরুদ্ধে ম্যাচে প্রথমবার আর্জেন্টিনার ক্যাপ্টেনের দায়িত্ব হাতে পেয়েছিলেন তিনি। শতদ্রুর পোস্টে মেসির কলকাতা সফর নিশ্চিত হওয়ার মতো কোনও তথ্য নেই, তবুও তাঁর উচ্ছ্বাস ফুটবলপ্রেমীদের আশাবাদী করে তুলেছে।
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। তাঁকেও কলকাতায় এনেছিলেন শতদ্রু। এর আগে মারাদোনাকে, ব্রাজিলের কাফুকেও শহরে এনেছেন তিনি। তা হলে মেসিই বা নন কেন! বিশেষ করে মেসির সঙ্গে তাঁর দেখা করা এবং ৪৫ মিনিটের আলোচনার পর আশার আলো দেখাই যায়।