Mohun Bagan: মনবীরের পর চোট আরও এক তারকার, সেমিফাইনালের আগে চিন্তা বাড়ল মোহনবাগানের

আইএসএল (ISL 2025) লিগ শিল্ড জেতার পর জাতীয় শিবিরে যোগ দিয়েছিলেন। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ ড্র করার পর, এবারে তাদের মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant) শিবিরে ফিরে আইএসএল নক-আউটের প্রস্তুতি নেওয়ার পালা। বুধবার বিকেলেই কলকাতায় পৌঁছেছেন অধিনায়ক শুভাশিস বোস (Subhasish Bose), আপুইয়া রালতে (Apuia Ralte), বিশাল কাইথরা (Vishal Kaith)। বৃহস্পতিবার বিকেলেই অনুশীলনে যোগ দেওয়ার কথা তাদের। বাংলাদেশের (India vs Bangladesh) বিরুদ্ধে ম্যাচ চলাকালীন চোট পেয়েছিলেন মোহনবাগান মাঝমাঠের গুরুত্বপূর্ণ ফুটবলার অপুইয়া। 

Advertisement
মনবীরের পর চোট আরও এক তারকার, সেমিফাইনালের আগে চিন্তা বাড়ল মোহনবাগানেরমোহনবাগান

আইএসএল (ISL 2025) লিগ শিল্ড জেতার পর জাতীয় শিবিরে যোগ দিয়েছিলেন। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ ড্র করার পর, এবারে তাদের মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant) শিবিরে ফিরে আইএসএল নক-আউটের প্রস্তুতি নেওয়ার পালা। বুধবার বিকেলেই কলকাতায় পৌঁছেছেন অধিনায়ক শুভাশিস বোস (Subhasish Bose), আপুইয়া রালতে (Apuia Ralte), বিশাল কাইথরা (Vishal Kaith)। বৃহস্পতিবার বিকেলেই অনুশীলনে যোগ দেওয়ার কথা তাদের। বাংলাদেশের (India vs Bangladesh) বিরুদ্ধে ম্যাচ চলাকালীন চোট পেয়েছিলেন মোহনবাগান মাঝমাঠের গুরুত্বপূর্ণ ফুটবলার অপুইয়া। 

কী হয়েছে আপুইয়ার?
বুধবার কলকাতায় পা রাখার পরেই বাগান ম্যানেজমেন্টের তরফে তড়িঘড়ি তাঁকে মোহনবাগান অনুশীলনেও নিয়ে আসার ব্যবস্থা করা হয়। হালকা খুঁড়িয়ে হাঁটতে দেখা যায় তাঁকে। সূত্রের খবর মোহনবাগানের চিকিৎসকরা তাঁকে দেখবেন এবং বৃহস্পতিবার তাঁর চোটের জায়গায় এমআরআইও করা হবে। তার পরেই বোঝা যাবে চোট কতটা গুরুতর অপুইয়ার।

এর আগে চোট পান মনবীর
এর আগে জাতীয় শিবিরে মলদ্বীপের বিরুদ্ধে ম্যাচে আহত হন মনবীর সিং। অভিযোগ ভুল ওয়েট ট্রেনিং-এর জন্যই আহত হতে হয়েছে তাঁকে। যদিও, হাতে প্রায় এক সপ্তাহ সময় থাকায় সেমিফাইনাল ম্যাচের আগে এই উইঙ্গার সুস্থ হয়ে যাবেন বলে আশাবাদী সবুজ-মেরুন শিবির। তবে এর মধ্যেই আপুইয়ার চোট সমস্যা বাড়াল হোসে মলিনার। 

আইপিএল জ্বরে কাবু মোহনবাগান  
অন্যদিকে, বুধবার বাগান অনুশীলনে দেখা গেল এক অন্য চিত্র। অনুশীলনে নামার আগে ক্রিকেটে মাতলেন দিমিত্রি-কামিন্সরা। কিছুক্ষণ ক্রিকেট খেলার পর শুরু হয় অনুশীলন। প্রথমে কিছুক্ষণ শারীরিক অনুশীলনের পর বল পায়ে পাসিং এবং তারপর শুরু হয় মূল অনুশীলন। অপরদিকে মঙ্গলবার, জ্বরের কারণে অনুশীলনে অনুপস্থিত ছিলেন আলবার্তো রদ্রিগেজ। এদিন অনুশীলনে এসে সাইডলাইনেই থাম ঝড়ালেন তিনি। চোট সরিয়ে সূস্থ হওয়ার দিকে এগোচ্ছেন মনবীর সিংও। এছাড়াও প্রথমে কিছুক্ষণ মূল দলের সঙ্গে অনুশীলন করার পর, সাইডলাইনে দৌড়তে দেখা যায় ডেমি ম্যাকলারেনকে।

POST A COMMENT
Advertisement