ISL 2025 Mohun Bagan vs Jamshedpur FC: হাভির গোলে হার মোহনবাগানের, ঘরের মাঠে কত গোলে জিততে হবে শুভাশিসদের?

সুযোগ নষ্টের প্রদর্শনী। তবুও আইএসএল-এর সেমিফাইনালে হেরে গেল মোহনবাগান সুপার জায়েন্ট। লিগ শিল্ড বিজেতাদের ২-১ গোলে হারাল জামশেদপুর। এটা মলিনার দলের তৃতীয় হার এবারের আইএসএল-এ। শেষ মুহূর্তে হাভি হার্নান্দেজের গোলে পিছিয়ে পড়ল সবুজ-মেরুন। তবে ৫ মিনিটেই পেনাল্টি পেয়ে যেতে পারত খালিদ জামিলের জামশেদপুর। তা নিয়ে বিতর্ক থাকবেই।

Advertisement
হাভির গোলে হার মোহনবাগানের, ঘরের মাঠে কত গোলে জিততে হবে শুভাশিসদের?জামশেদপুর এফসি

সুযোগ নষ্টের প্রদর্শনী। তবুও আইএসএল-এর সেমিফাইনালে হেরে গেল মোহনবাগান সুপার জায়েন্ট। লিগ শিল্ড বিজেতাদের ২-১ গোলে হারাল জামশেদপুর। এটা মলিনার দলের তৃতীয় হার এবারের আইএসএল-এ। শেষ মুহূর্তে হাভি হার্নান্দেজের গোলে পিছিয়ে পড়ল সবুজ-মেরুন। তবে ৫ মিনিটেই পেনাল্টি পেয়ে যেতে পারত খালিদ জামিলের জামশেদপুর। তা নিয়ে বিতর্ক থাকবেই।

ম্যাচের ৫ মিনিটেই পেনাল্টি পেতে পারত জামশেদপুর। নিখিল বার্লার শট পেনাল্টি বক্সের মধ্যে প্রায় গোলকিপারের মতোই হাতে লাগিয়ে বাঁচান। রেফারি বা লাইনসম্যান তা দেখতেই পাননি। খালিদ জামিলদের আবেদনেও কান দেননি তাঁরা। ২৪ মিনিটে উভাইশের লং থ্রো থেকে গোল পেয়ে যায় জামশেদপুর এফসি। বক্সের মধ্যে স্টিফেন এজে ব্যাকহেড করেন। সেখান থেকে ফাঁকায় দাঁড়ানো সিভেরিও হেড করে বল জালে ঢোকান। সামনে শুভাশিস বসু থাকলেও ঠেকাতে পারেননি।

প্রথমার্ধেই গোল শোধ করে দেয় মোহনবাগান। ৩৭ মিনিটে জেসন কামিন্সকে খারাপভাবে ফাউল করেন আশুতোষ মেহেতা। হলুদ কার্ড দেখে পরের লেগে নেই তিনি। ফ্রি কিক থেকে গোল করেন কামিন্স। তবে তাতেও হার আটকানো গেল না। যদিও এই গোলে ব্যবধান কমল। ম্যাচের একেবারে শেষদিকে খালিদ জামিলের মাস্টার স্ট্রোক কাজ করে।        

সংযুক্তি সময়ে কাউন্টার অ্যাটাক থেকে গোল জাভি হার্নান্দেজের। শেষ মূহূর্তে আলবিনো গোমস দুরন্ত সেভ করে দলকে জেতান তিনি।ঋত্বিকের পাস থেকে গোল করলেন জাভি। মোহনবাগানের খেলা কিছুটা অগোছালো হয়ে যাচ্ছিল, সাহাল উঠে যাওয়ার ফলে ওই জায়গাটা একটু ভালো পাসার-এর অভাব দেখা দিচ্ছে। জামশেদপুর ডিফেন্সে খুব ভালো ক্লিয়ারেন্স করেন প্রণয় হালদার। 

সামাদের সুন্দর পাস, বল পেয়ে গেছিলেন কামিন্স। কিন্তু চেস্ট ট্র্যাপটি ভালো করতে পারলেন না, হাতে বল লেগে গেল। তাই গোল করতে পারলেন না, নাহলে এগিয়ে যেতে পারত মোহনবাগান। 

POST A COMMENT
Advertisement