
হায়দরাবাদ থেকে তিন ফুটবলার সই করিয়ে পরের মরসুমের প্রস্তুতি শুরু করতে চাইছে ইস্টবেঙ্গল। সূত্রের খবর, হায়দরাবাদের প্রাক্তন কোচ থঙবোই সিংটোর হাত ধরেই তিন ফুটবলরকে লাল-হলুদ জার্সি পড়াতে চাইছে ইস্টবেঙ্গল।
এ মরসুমে শুরুটা একেবারেই ভাল হয়নি। যার ফল ভুগতে হয়েছে। এবারেও আইএসএল-এর প্লে অফে যেতে পারেনি ইস্টবেঙ্গল। সামনে শুধুই সুপার কাপ। নক আউট ফরম্যাটে ম্যাচ। ফলে হারলেই আশা শেষ। তাই পরের মরসুম নিয়ে ভাবনা শুরু ইস্টবেঙ্গলের। কোন ৩ ফুটবলরের কথা ভাবছে ইস্টবেঙ্গল?
অ্যালেক্স সাজি- সাজিকে অনেকদিন ধরেই দলে নেওয়ার চেষ্টা চালাচ্ছে ইস্টবেঙ্গল। এবার থাঙবোইয়ের হাত ধরে তিনি আসেন কিনা সেটাই দেখার। ২০২৭ অবধি তাঁর চুক্তি হায়দরাবাদের সঙ্গে। ১কোটি টাকা ট্রান্সফার মানি দিতে হবে। এই টাকার অঙ্ক আরও বাড়তে পারে। এত টাকা দিয়ে এই ডিফেন্ডারকে ইস্টবেঙ্গল নেয় কিনা সেটাই দেখার।
আব্দুল রাবিকে অন্য ক্লাবে ছাড়তে চায় বলে আগেই জানিয়েছে হায়দরাবাদ। রাইট উইং-এ খেলা এই ফুটবলারকে নিতে আগ্রহী আরও কিছু আইএসএল ক্লাব। নন্দাকুমার এ মরসুমে খেললেও খুব বেশি ভরসা দিতে পারেননি। তাই সেই জায়গায় রাবিকে দায়িত্ব দেওয়া যায় কিনা ভাবছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। এক্ষেত্রে সমস্যা হল, অন্য অনেক ক্লাব লড়াইয়ে আছে। সেখান থেকে ইস্টবেঙ্গল তাঁকে তুলতে পারে কিনা সেটাই দেখার।
ইস্টবেঙ্গলের নজরে থাকা তৃতীয় ফুটবলার মহম্মদ রফি। দারুণ ছন্দে আছেন। তবে রফির ব্যাপারে খুব বেশি উৎসাহ দেখায়নি ইস্টবেঙ্গল। আসলে তিনি যে জায়গায় খেলেন সেখানে লাল-হলুদের একাধিক ফুটবলার আছেন। তবে তাঁকে যদি পাওয়া যায় তবে দলের জন্য ভাল। পাওয়া না গেলেও সমস্যা নেই।
অস্কার ইতিমধ্যেই বিনো জর্জ ও থঙবোই সিংটোর সঙ্গে দুই দফায় আলোচনা সেরেছেন। এবং হায়দরাবাদের প্রাক্তন কোচের হাতে ফুটবলরদের তালিকাও তুলে দিয়েছেন। সেই অনুযায়ী ফুটবলার তুলে আনতে পারেন কিনা সেটাই এখন দেখার।